দেশের বইশিল্প স্বমহিমায় টিকে থাকবে
এবারের বইমেলা আমরা সময়মতো শুরু করতে পেরেছি। অতিমারির কারণে গত দুই বছর আমরা সঠিকভাবে বইমেলা শুরু করতে পারিনি। আমরা মনে করি, এবারের বইমেলা ভালোভাবেই হচ্ছে। যথেষ্ট পরিমাণে পাঠক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। প্রতি বছর এ সময় নতুন বই চলে আসে। এ বছর সেটির সংখ্যা একটু কম।
যেহেতু কাগজের দাম তুলনামূলকভাবে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সেটি একটি বড় কারণ। তারপরও আমি বলব যে, সবকিছু মিলিয়ে বইমেলা ভাল হচ্ছে। আগে আমরা লক্ষ্য করেছি প্রতি বছর প্রায় চার পাঁচ হাজারের মতো বই প্রকাশিত হতো। পাঠক যেহেতু মান সম্পন্ন প্রয়োজনীয় বিষয় ভিত্তিক বই খোঁজ করছে, সেই ধরনের বই ছাড়া আমরা লক্ষ্য করছি পাঠক বই কিনছে না। আমরা প্রতি বছরই সেটি লক্ষ্য করি।
এবারের স্টল বিন্যাস খারাপ হয়নি বরং স্বল্প দূরত্বে পাঠক স্টলগুলো ঘুরে দেখতে পারছে। তবে একটি সমস্যা আমি যেটি দেখছি, সেটি হচ্ছে ধুলো। পাঠকের চলাচলের সুবিধার্থে ইট বিছিয়ে দিতে পারত। তাহলে পাঠকদের জন্য সুবিধা হতো মনে হয়।
অতীতের মতো এ বছরও কিন্তু আমরা বাংলা একাডেমিকে আগের মতোই ভাড়া দিয়েছি। তারা কিন্তু ভাড়া কমায়নি। তারা আরও ভালো সার্ভিস দিতে পারত। ইট বিছিয়ে দিতে পারত। ধুলো থেকে মেলাটিকে রক্ষা করতে পারত। এরা হয়তো পানি দিচ্ছে। কিন্তু সেটি আবার দুই তিনঘণ্টা পর শুকিয়ে যাচ্ছে।কোনো সুবিধা হচ্ছে না। আরও গোছানো হতে পারত।
তারপরও আমি বলব যে, আমরা এ সময় যে মেলা করতে পারছি, এটি অনেক বড় বিষয়। আমি বাংলা সাহিত্যের ভবিষ্যৎ ভালো বলেই মনে করি। আজকাল বই অনুবাদ হচ্ছে। যদিও সেটি এখনো অনেক কম। সেটি আরও অধিক পরিমাণে হওয়া উচিত। আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত বই ‘খোয়াবনামা’ আমরা অনুবাদ করেছি। আরও বেশ কয়েকটি বই আমরা অনুবাদ করেছি। বঙ্গবন্ধুর বইগুলো বিভিন্ন ভষায় অনূদিত হয়েছে। আমি মনে করি লেখার বিষয়বস্তু আমাদের গুরুত্বসহকারে দেখা দরকার। অনুবাদ হবার মতো বই কি না সেটি আমাদের আগে দেখতে হবে।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের লেখা প্রকাশিত হচ্ছে। বিভিন্ন ইভেন্টে আমরা অংশগ্রহণ করছি। সেক্ষেত্রে সরকারি ও বেসরকারিভাবে উদ্যোগ নিতে হবে। কাজগুলো আমাদের এখান থেকে শুরু করতে হবে।
পরিশেষে আমি একটি কথাই আমি বলব যে, বইয়ের আবেদন আগেও ছিল এখনো আছে এবং তা সবসময় থাকবে। বই হাতে নিয়ে পড়ার আনন্দ বিলীন হয়ে যাবে আমি তা কখনো মনে করি না। বরং আমি মনে করি অদূর ভবিষ্যতে বইপাঠের রুচি গড়ে উঠবে এবং বইশিল্প স্বমহিমায় টিকে থাকবে।
আহমেদ মাহমুদুল হক, মাওলা ব্রাদার্স