মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে পর্যটন

সূচনা

জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ তে নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায়নের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে যে, নারী উন্নয়ন জাতীয় উন্নয়নের পূর্বশর্ত। সব ক্ষেত্রে নারীর সমসুযোগ ও সমঅধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে জাতীয় উন্নয়নকে নিশ্চিত করতে হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে প্রাথমিক ধাপ হিসেবে নারীর স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, তথ্য ও প্রযুক্তিতে নারীকে পূর্ণ ও সমান সুযোগ এবং উপার্জন, উত্তরাধিকার, ঋণ ও অর্জিত সম্পদের ক্ষেত্রে নারীর পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার প্রদান করা অপরিহার্য। পর্যটনের সবগুলো ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে। বিশেষত নারীর শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি, সামাজিক অবস্থান এবং নেতৃত্ব ও ক্ষমতায়ন— এই চারটি বিষয় পর্যটনের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

ক. নারীর পর্যটন শিক্ষা
বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সব দেশেই নারীরা শিক্ষা গ্রহণে পিছিয়ে আছে। পর্যটনের মাধ্যমে শিক্ষা গ্রহণ ও পর্যটন বিষয়ে শিক্ষা গ্রহণ, এই দুটি বিষয় নারীদের শিক্ষার ক্ষেত্রে যুক্ত করা অপরিহার্য। শিক্ষা গ্রহণ ও প্রয়োগে নারীদের সমসুযোগ ও সমঅধিকার প্রদান করতে হবে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীক্ষা (এসডিজি) বাস্তবায়নে পর্যটনের যে সব প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে, সেখানে নারীর অংশগ্রহণ এবং ক্ষমতায়ন প্রধান। তাই নারীকে পর্যটনের মাধ্যমে প্রায়োগিক শিক্ষা ও পর্যটন শিক্ষায় শিক্ষিত করা জরুরি। অন্যদিকে অর্জিত শিক্ষার বাস্তবায়ন নারীর প্রতি বৈষম্য কমিয়ে তাদের উন্নতি ও বিশ্বব্যাপী ক্ষমতায়ন নিশ্চিত করবে।

নারীর শৈশব ও কৈশোরে পারিবারিক পরিমণ্ডলে অন্যের সঙ্গে আচরণ, কথা বলার শিল্পমান, মত বিনিময়, খাবার প্রস্তুতি ও পরিবেশন কৌশল, ব্যক্তিগত হাইজিন, পোশাক-পরিচ্ছেদ তৈরি ও পরিষ্কার রীতি ইত্যাদি সবই অপ্রাতিষ্ঠানিক পর্যটন শিক্ষার অংশ। আবার পর্যটন পরিচালনা ও অনুশীলনের মাধ্যমে সামাজিক রীতি কৌশল, ধর্মীয় ও নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক শিক্ষা দান পরিচালনা করা উচিত। ফলে তা পরবর্তী জীবনে সামাজিক বন্ধন, রীতি, ঐতিহ্য ও সামাজিক পুঁজি ধরে রাখতে সাহায্য করবে। একইভাবে সাংস্কৃতিক অনুশীলনের মাধ্যমে অন্যের কাছে তুলে ধরাসহ শুদ্ধভাবে ধারণ করতে পারবে। পর্যটনের এই সব শিক্ষা অন্য বাহ্যিক সাংস্কৃতিক সংমিশ্রণে মূল চরিত্র নষ্ট হওয়া থেকে রক্ষা করে। উল্লেখ্য যে, উৎকর্ষ সাধনের জন্য পর্যটন শিক্ষা ও অনুশীলন অব্যাহত রাখতে হবে।

অপ্রাতিষ্ঠানিক পর্যটন শিক্ষার পাশাপাশি নারীকে প্রাতিষ্ঠানিক পর্যটন শিক্ষার আওতায় আনা উচিত। মাধ্যমিক স্তর থেকে পর্যটনকে অন্য বিষয়ের অংশ হিসেবে পাঠ্যক্রমে যুক্ত করা যেতে পারে। উচ্চমাধমিক স্তরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিষয়ে অগ্রাধিকারভিত্তিতে নারীদের পাঠদান করা দরকার। উল্লেখ্য যে, পর্যটন শিক্ষা নারী-পুরুষে ব্যবধান কমায়।

নারীর পর্যটন শিক্ষা অর্থ হলো একটি সমাজ সৃজনশীলতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। এতে সমাজ দৃঢ় ও কর্মমুখী হয়। দারিদ্র্য কেবল অর্থের অভাব নয়। পছন্দ, স্বীকৃতি ও অধিকারের অভাবও বটে। দারিদ্র্য আর্থিক শোষণের সঙ্গে সঙ্গে সামাজিক শোষণও নিশ্চিত করে। তাই পর্যটনের মাধ্যমে শিক্ষা ও পর্যটন শিক্ষা নারীর দারিদ্র্য দূরীকরণের সঙ্গে সঙ্গে মর্যাদার জায়গাও ঠিক করে দিবে। জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১-তে বলা হয়েছে যে, দক্ষ মানব সম্পদ তৈরির পূর্বশর্ত শিক্ষা, স্বাস্থ্য প্রশিক্ষণ, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ। সরকার নারীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের প্রচেষ্টায় শিক্ষা খাতকে অগ্রাধিকার দিচ্ছে বলেও তাতে উল্লেখ রয়েছে।

খ. পর্যটনে নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি
পৃথিবীতে উন্নয়নের মাধ্যম হিসেবে পর্যটন নারীর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে। পর্যটন শিল্পে, বাণিজ্যে ও উন্নয়নে নারীর অংশগ্রহণ এখন সার্বিক উন্নয়নকে নিশ্চিত করেছে। নারীকে বাদ দিয়ে পর্যটন পরিচালনা অসম্ভব। কারণ সেবার প্রকার ও মানোন্নয়নের জন্য পর্যটনে নারীর অংশগ্রহণ অনিবার্য।

পর্যটনে নারীর অংশগ্রহণ পাঁচ ধরনের: কর্মসংস্থান সৃষ্টিতে, উদ্যোক্তা সৃষ্টিতে, পর্যটন শিক্ষায়, পর্যটনে নেতৃত্বদানে, পর্যটনে নীতি ও সিদ্ধান্ত গ্রহণে এবং স্থানীয় সম্প্রদায় ও নাগরিক সমাজ গঠনে।

অন্যদিকে, পর্যটন নারীর মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ তৈরি করে, পর্যটন ব্যবসায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন হয়, পর্যটনে নারী নেতৃত্ব প্রভাব বিস্তারে সক্ষম হয় এবং পর্যটন নারীদের মধ্যে ন্যায়বিচার ও একত্রে কাজ করার ক্ষমতা বাড়ায়। সমাজে নারীদের মধ্যে বহু ধরনের কাজের সুযোগ ও অধিক সংখ্যক পদ সৃষ্টি করে।

জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন উইমেন ইন ট্যুরিজম, ২য় সংস্করণে বলেছে যে, সারা পৃথিবীতে পর্যটনের নারীর অংশগ্রহণ মাত্র ১৪.৭ শতাংশ। ২০১৩ সালে সমগ্র পৃথিবীর পর্যটন মন্ত্রীদের মধ্যে নারী ছিল ২৩ শতাংশ। তবে পর্যটন খাতে নারীর অংশগ্রহণ কম হলেও অন্য খাতের চেয়ে এখানে বেতন বৈষম্য কম বলে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা জানিয়েছে। ফলে স্থানীয় অর্থনীতি, নারীর ক্ষমতায়ন এবং পর্যটন নীতি গ্রহণে নারীর অধিক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পর্যটনে নারীদের অংশগ্রহণ অত্যন্ত অসাম্প্রদায়িক ও নাগরিক সমাজের সদস্য হিসাবে এরা জড়িত। নারী পর্যটন উদ্যোগের অসমতাগুলোকে দূর করে এবং সমান তালে সবাইকে নিয়ে এগিয়ে যায়। এ থেকে সহজেই বুঝা যায় যে, প্রগতিশীল সমাজ গঠনে নারীর অংশগ্রহণে স্থানীয়ভাবে পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

প্রত্যেকটি দেশের সরকারের রাজনৈতিক ইচ্ছা ও রাষ্ট্রীয় নীতি থাকে। পর্যটনে নারীর অংশগ্রহণ ও এইখাতে নারীর টিকে থাকা ও অবদান রাখার সুযোগ সৃষ্টি করা রাষ্ট্র পরিচালনার নীতির আওতাভূক্ত হওয়া উচিত। পর্যটনখাতে নারী-পুরুষের সমতা রক্ষা এবং পর্যটন প্রতিষ্ঠানগুলো কী করবে তা দেখভালের দায়িত্বও রাষ্ট্রের। জাতীয় পর্যটন সংস্থা হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে পর্যটনে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ ও বিশেষ কর্মকাণ্ড গ্রহণ করতে পারে। বলতে দ্বিধা নেই যে, বাংলাদেশে এই চিত্র আশাব্যঞ্জক নয়। তবে এখন সময় এসেছে পর্যটনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং তা দিয়ে পর্যটন উন্নয়নের নতুন দিক উন্মোচন করা।

গ. নারীর সামাজিক অবস্থান
আমাদের সমাজে নারীর অবস্থান কখনোই দৃঢ় ছিল না। পারিবারিক সমর্থনের অভাব, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা, আইনি কাঠামো, ধর্মীয় ব্যবস্থা এমনকি রাষ্ট্রীয় আচরণও বহুক্ষেত্রে নারীর পক্ষে কাজ করে না। নারীর দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণে বিনিয়োগ, প্রশিক্ষণ গ্রহণে নারীর সচেতনতা বৃদ্ধি ও আগ্রহ সৃষ্টি, নারী পুরুষের সমতা রক্ষায় নারীর প্রশিক্ষণের অভাবে ইত্যাদি অনেক কারণে সমাজে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পায় না। ফলে তাদের অবস্থা ও অবদান কমতে থাকে। গবেষকরা বলছেন, সমাজে নারীর অবস্থানকে সুদৃঢ় করার প্রথম পদক্ষেপ হলো নারী-পুরুষের সমতা বিধান এবং এইজন্য স্থানীয় সরকার ও রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে।

বলা বাহুল্য, যে সমাজে নারীর দুর্বল অবস্থান সে সমাজে পর্যটনের অবস্থানও দুর্বল হয়ে থাকে। পর্যটন গবেষকদের মতে, পর্যটনের মাধ্যমে নারীকে রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষমতায়িত করা যায়। এতে করে কমিউনিটি ও সিভিল সোসাইটির মধ্যে একটি সংযুক্তি শিকল তৈরি হয় যা সুশীল সমাজ গঠনে সাহায্য করে।

আমরা সবাই জানি যে, আমাদের দেশে কর্মরত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নারীদের যোগাযোগ কম। ফলে অর্থনৈতিক সহযোগিতা ও সমাজ গঠনে নারীরা পুরুষের মতো অংশ নিতে পারে না। তাই আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নারী কর্মীদের অধিকার, তাদের ভোক্তা অধিকার ইত্যাদি মর্যাদার সঙ্গে বিবেচনা করা হয় না। পর্যটন এই সব অধিকার প্রতিষ্ঠায় অনেক কার্যকর ভূমিকা পালন করতে পারে। পর্যটন জীবনমুখী সামাজিক কর্মকাণ্ড। তাই পর্যটনে নারীর আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক ইত্যাদি বহুমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি করা সম্ভব।

সমাজে নারীকে সমান সুযোগের আওতায় আনলে এরা পর্যটন প্রযুক্তি উদ্ভাবন ও সামাজিক যত্নের মাধ্যমে বিস্ময়কর সফলতা দেখাতে পারে বলে পর্যটন গবেষকরা মনে করেন। তাদের উদ্ভাবনী ক্ষমতা চিরায়ত। তাই এর মাধ্যমে নারীরা নতুন করে সামাজিক ক্ষমতায়নের দিকে এগিয়ে যেতে পারে। মোটকথা, লিঙ্গ বৈষম্য দূর করতে হলে সমাজের নারীর বহুমুখী অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পর্যটনের মাধ্যমে এদের যোগ্যতা প্রমাণের মাধ্যমে নিজেদের ক্ষমতায়িত করতে পারবে। ফলে চূড়ান্তভাবে সমাজে তাদের অবস্থান দৃঢ় হবে এবং সার্বিক সামাজিক মঙ্গল ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

ঘ. পর্যটনের মাধ্যমে নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন
পর্যটনকে বলা হয় নারীর ক্ষমতায়নের বাহন। অর্থাৎ পর্যটন নারীর ক্ষমতায়নের প্রধান চালিকা শক্তি। পর্যটন নারীর ক্ষমতায়নকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। বিশ্বব্যাপী পর্যটনের এই শক্তিমত্তাকে সব দেশ ও সমাজ ব্যাপকভাবে নারীর ক্ষমতায়নে প্রয়োগ করছে। বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে এই বিষয়ে বেশি আগ্রহ লক্ষ্য করা যায়।

নারীর ক্ষমতায়ন মানে নারীর যোগ্যতার স্বীকৃতি। নারীর ক্ষমতায়নকে লিঙ্গ সমতার একটি নির্দেশক হিসেবে ধরা হয়। কারণ ক্ষমতায়নের মাধ্যমে নারী-পুরুষ জীবনের সব ক্ষেত্রে সমান সুযোগ ও অধিকার ভোগ করে। এতে করে পরিবারে ও সমাজে শক্তির ভারসাম্য সৃষ্টি হয় এবং নিজ ইচ্ছা ও শক্তি দিয়ে নারীরা সংকট মোকাবিলায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। মানবাধিকারে এইগুলো এখন নতুন উপলব্ধির বিষয় যা প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনাকে প্রভাবান্বিত করে।

জাতিসংঘ পর্যটনের উন্নয়নে নারীর ক্ষমতায়নকে যৌক্তিক বলে বিবেচনা করছে। তারা বলছে, নারীকে দারিদ্র্য ও অপুষ্টি থেকে রক্ষা করা, চিকিৎসার অধিকার নিশ্চিত করা, সম্পদের মালিকানা বৃদ্ধি করা ইত্যাদির জন্য নারীকে পর্যটনের সঙ্গে যুক্ত করতে হবে। দরিদ্র নারীদের জীবনধারার পরিবর্তন, আয় বৃদ্ধি ও আত্মমর্যাদা বাড়ানোর ক্ষেত্রে পর্যটন হতে পারে গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র ও ক্ষমতায়নের পথ। তবে সব ক্ষেত্রে কাজের বৈষম্য, সুবিধার সুষম বণ্টন, ক্ষমতার ভারসাম্য এবং শোষণ ও নিপীড়ন পরিহার অত্যন্ত জরুরি। তাহলে পর্যটন সুষমভাবে পরিচালিত হবে এবং পর্যটন কর্মকাণ্ড পর্যটকদের সৃজনশীল অভিজ্ঞতা প্রদান করবে।

পর্যটনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নারীর স্বতন্ত্র সীমা নির্ধারণ করে এবং তাদের পুরো সমাজে ক্ষমতায়নের আলোকরশ্মি ছড়ায় এবং নারীর অর্থনৈতিক, শিক্ষাগত ও রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে। পৃথিবীর প্রতিটি অঞ্চলেই পর্যটনের মাধ্যমে নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষত উন্নয়নশীল দেশের প্রান্তিক নারী জনগোষ্ঠীকে পর্যটনের সঙ্গে আর্থিক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্ত করে ব্যয়হ্রাস ও প্রাকৃতিক সম্পদের উপযুক্ত ব্যবহার নিশ্চিত সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পর্যটনে নারীর ক্ষমতায়ন ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের মূল বিষয়। পর্যটন নারীকে দক্ষতাদানের মাধ্যমে সংকট মোকাবিলায় গতিশীল করে এবং তার যোগ্যতাগুলো উচ্চতর রূপে প্রকাশ করে। বিশেষজ্ঞরা বলছেন যে, পর্যটনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন অঞ্চল ও রাষ্ট্রকে ক্ষমতায়িত করবে। তাই সম্পদ, নীতি ও স্বীকৃতি দিয়ে পর্যটনে নারীর সম্পৃক্ততা নিশ্চিত করা উচিত।

নারীদের পর্যটনের মাধ্যমে ক্ষমতায়িত করতে হলে স্থানীয় পর্যটনকে ঢেলে সাজাতে হবে। পর্যটন আবাসন ব্যবস্থা, স্থানীয় খাদ্য উৎপাদন, বিতরণ ও সংরক্ষণ ব্যবস্থা, গাইডিং এবং পর্যটনে স্থানীয় সম্পদ ব্যবহারে নারীদের যুক্ত করতে হবে। ফলে স্থানীয় পর্যটন শক্তিশালী হবে এবং পর্যটন নারীকে তার অবদান রাখার জন্য সুযোগ সৃষ্টি করে দিবে। মজার ব্যাপার এই যে, বেশিরভাগ নারীই জন্মগতভাবে স্থানীয় শিল্পকলা ও ফোকলোরে পারদর্শী হয়। এই কাজে তাদের জুড়ি মেলা ভার। পর্যটনে নারীদের মর্যাদাদান, অবদানে উৎসাহ প্রদান, বৈষম্য দূর ও তাদের প্রাকৃতিক গুণাবলিকে বিবেচনায় রাখলেই তারা নিজ যোগ্যতায় সমাজে প্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশে নারীর রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে ক্ষমতায়নের ক্ষেত্রে রাষ্ট্রের কিছু ম্যান্ডেট আছে। নারীর রাজনৈতিক অধিকার অর্জন ও প্রয়োগ, স্থানীয় সরকার পদ্ধতির সব পর্যায়ে নারীর প্রবেশ, প্রশাসনিক কাঠামোর উচ্চ পর্যায়ে নারীর সংযুক্তিকরণ এবং নীতি নির্ধারণী ও সাংবিধানিক পদে নারীর অবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে অনেক ক্ষেত্রে প্রায়োগিক পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে পর্যটন নারীর ক্ষমতায়নের ধারা অব্যাহত রাখতে পারে। উল্লেখ্য যে, এটি অনেকের জন্য রোল মডেল হতে পারে। পর্যটনে নারীর চিরায়ত অভিজ্ঞতাকে ভিত্তি করে লিঙ্গ সমতাকে প্রাধান্য দিলেই নারীর ক্ষমতায়নে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।

পর্যটনে নারীর ভবিষ্যৎ
আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্যমতে, বিশ্বে হোটেলখাতে শ্রমশক্তির ৬০-৭০ শতাংশ নারী। আফ্রিকার হোটেল এবং রেস্তোরাঁগুলোতে অর্ধেকেরও বেশি রয়েছেন নারীকর্মী। বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। তাই এখানে আগামীদিনে পর্যটনে নারীদের সংখ্যা, কর্মী হিসেবে ও বিনিয়োগে অংশগ্রহণ ও নেতৃত্বদানে প্রাধান্য সৃষ্টি করতে হবে। ফলে পর্যটন সম্পদের ব্যবহার, সংরক্ষণ ও পরিরক্ষণ একটি সংযুক্তিমূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালিত হতে শুরু করবে। পর্যটন শিল্পে নারী পুরুষের অসমতা কমবে এবং একটি আশাবাদী ও অবদানমুখী পর্যটন ব্যবস্থা গড়ে উঠবে যা সমাজ গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখবে।

পর্যটনে নারী ভোক্তাদের সংখ্যা বাড়বে। ফলে তাদের জন্য ব্যক্তিগতকৃত (Personalized) সেবা উদ্ভাবনের প্রয়োজন পড়বে, যা তাদের অধিকারগুলো ক্রমান্বয়ে গুরুত্ব সহকারে সামনে আনবে। সমাজে নারীর পছন্দ, চাহিদা ইত্যাদি নারীদের মানবিক উন্নয়ন ঘটাবে। পর্যটনে অধিক ও পছন্দসই কাজ পাওয়ার ক্ষেত্রে বাধা দূর হবে। পর্যটনে ও সম্পদের উপর নারীর মালিকানা বাড়বে এবং পর্যটনে নারীর কণ্ঠস্বর এবং নেতৃত্বদান বাড়বে। অধিকিন্তু নিচের ১০ (দশ) ধরনের উন্নয়ন দেখা যাবে:

১. পর্যটনের সঙ্গে সম্পৃক্ত অনেক নারী পেশাগত কারণে নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারে এগিয়ে আসবে।
২. পেশাগত দক্ষতা ও আস্থার জন্য নারীর মালিকানাধীন বা নারী কর্তৃক পরিচালিত পর্যটন প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ বাড়বে।
৩. নারীদের পর্যটন প্রতিষ্ঠানগুলো পর্যটকদের কাছে বেশি আকর্ষণীয় হবে।
৪. নারীদের পরিচালিত প্রতিষ্ঠানগুলো সমাজে অধিক বিশ্বস্ত ও মূল্যবান বলে স্বীকৃতি লাভ করবে।
৫. নারী মালিকানাধীন পর্যটন প্রতিষ্ঠানগুলো পর্যটন খাতের প্রতিনিধিত্ব করবে।
৬. নারী মালিকানাধীন পর্যটন প্রতিষ্ঠানগুলোতে নারী-পুরুষ সব কর্মী কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে।
৭. পর্যটন প্রশিক্ষণ এবং বিষয়বস্তু বিশেষজ্ঞ হিসেবে নারীদের বিশেষ উত্থান ঘটবে।
৮. পর্যটনে নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে।
৯. ভবিষ্যতে নারীরা পূর্ণ দায়িত্ব নিয়ে পর্যটন খাতে নিজেদের যুক্ত করবে।
১০. আগামীদিনের নারীরা পর্যটন পেশাকে সপরিবারে জীবনের অংশ হিসেবে গ্রহণ করবে।

মোখলেছুর রহমান: রেক্টর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম স্টাডিজ, ঢাকা

আরএ/

Header Ad

খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ সৌদির

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) তার সঙ্গে সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলে সাক্ষাৎকার।

সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর এ জেড এম জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন, উনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। কবে চিকিত্সার জন্য দেশের বাইরে যাবেন, সে বিষয়ে কথা বলেছেন। রাষ্ট্রদূত ম্যাডামকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য আমন্ত্রণও জানিয়েছেন।

আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত্ করতে ফিরোজায় গিয়েছিলেন।

Header Ad

লঘুচাপটি নিম্নচাপে পরিণত, চার সমুদ্র বন্দরে সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের উপকূল থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। সেখানে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঙ্গলবার (২৬ নভেম্বর) আবহাওয়ার ২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Header Ad

ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে বাংলাদেশ সীমান্তে অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি। তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি।

সোমবার (২৫ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয সংবাদমাধ্যম দ্য ওয়াল।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের ওপর অত্যাচার করছে। এমনকী বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময়কৃষ্ণ প্রভুকে ইউনূস সরকার গ্রেপ্তার করেছে।

শুভেন্দু আরও বলেন, “সোমবার রাতের মধ্যে চিন্ময়কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে আগামীকাল থেকে সীমান্তে সনাতনীরা অবরোধ করবে। ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনও পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেব না।”

একই সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের এই বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, “বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে ‘দমন-পীড়ন’ শুরু হয়েছে, তাতে আমরা চিন্তিত, ব্যথিত। এই জিনিস আর বরদাস্ত করা হবে না।”

উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে এবং এই অভিযোগে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলা করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি।

সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে।

অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) বাংলাদেশ।

Header Ad

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ সৌদির
লঘুচাপটি নিম্নচাপে পরিণত, চার সমুদ্র বন্দরে সতর্কতা জারি
ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে বাংলাদেশ সীমান্তে অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির
বিশ্ববাজারে ৩ শতাংশেরও বেশি কমলো স্বর্ণের দাম
সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা
গাজায় একদিনে ২৪ জন নিহত
৯ বছর পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব
বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন
৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা
ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক
সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি
আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন