সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

কাতার বিশ্বকাপ ফুটবলের কথকতা

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হতো অলিম্পককে, আর এখন ফুটবল বিশ্বকাপকেও। বলা হয়, ‘ফুটবল প্রায়শই একটি খেলার চেয়ে বেশি’। সপ্তাহখানেক আগে যবনিকাপাত হওয়া কাতার বিশ্বকাপ ফুটবল তারই সাক্ষ্য বহন করে। আর এবার অবসান হলো আর্জেন্টিনার ৩৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার, একই সঙ্গে মেসিরও অব্যক্ত যন্ত্রণার।

আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতার উচ্ছ্বাস আর ফ্রান্সের টানা দ্বিতীয়বার জিততে না পারার হাহাকার বিশ্বব্যাপী ফুটবল ভক্তদের মধ্যে মিলেমিশে একাকার। এখন চলছে চুলচেরা বিশ্লেষণ, আর ভবিষ্যতের হিসেব নিকেশ। এদিকে হ্যাট্রিক সত্ত্বেও এমবাপ্পের প্রায় বাকরুদ্ধ হওয়া এবং ‘আবার ফিরে আসার’ অঙ্গীকারের নতুন দ্যোতনায় ভক্তরা উজ্জীবিত। ২০২৬ সালে মেক্সিকো-যুক্তরাষ্ট্র-কানাডা’ বিশ্বকাপ পর্যন্ত থাকবে এবারের স্মরণীয় সাফল্য এবং শ্বাসরুদ্ধকর ফাইন্যালের মৌতাত।

মেসিময় বিশ্ব, মেসি দেবতার উত্থান

ফুটবল বিশ্বকাপ জেতার পর বিশ্ব এখন মেসিময়। সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে মেসি বন্দনা চলছে। আর আর্জেন্টাইনদের কাছে মেসি তারও চেয়ে বেশি কিছু। ১৯৮৬ সালে দ্বিতীয় বিশ্বকাপ জেতানোর পর ম্যারাডোনা আর্জেন্টাইনদের কাছে ’ফুটবল ঈশ্বর’-এ পরিণত হয়। ১৯৯৮ সালের ৩০ অক্টোবর ম্যারাডোনার ৩৮তম জন্মদিনে তার নামে আর্জেন্টিনার রোজারিও শহরে গির্জা প্রতিষ্ঠা করা হয়। ম্যারাডোনার তিন পাঁড় ভক্ত ‘ইগলেসিয়া ম্যারাডোনিয়ানা’ বা ‘চার্চ অব ম্যারাডোনা’ নামে এটি প্রতিষ্ঠা করেন।

এবার তৃতীয়বার বিশ্বকাপ জয়ে মেসিকে আর্জেন্টাইনবাসী আরেক ফুটবল ইশ্বরের আসনে ইতোমধ্যে অধিষ্ঠিত করে ফেলেছে। হয়ত ম্যারাডোনার মত কোনো মেসি গির্জাও প্রতিষ্ঠা হয়ে যাবে। এ পর্যন্ত আসতে মেসিকে দীর্ঘদিন দেশের হয়ে ট্রফি না পাওয়ার অনেক যন্ত্রণা বয়ে চলতে হয়েছে।

মেসির বিরুদ্ধে তিনটি অভিযোগ ছিল। প্রথম অভিযোগটি, মাত্র ১৩ বছর বয়সে ক্যারিয়ারের জন্য স্পেনের বার্সেলোনায় চলে যাওয়া। যা তাকে পরবর্তীতে যতটা না ’লিও দ্য কাতালান’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে ততটা আর্জেন্টাইন হিসেবে নয়। দ্বিতীয়ত: ম্যারাডোনার মত নেতা না হওয়া। নেতা হওয়ার মত যোগ্যতা তার নেই—এমন অভিযোগে প্রায়শই বিদ্ধ হতে হয়। তৃতীয়ত: বার্সেলোনায় যত ট্রফি অর্জন করেছেন তার ছিটেফোঁটাও দেশের হয়ে করতে পারেননি।

আর এ সব অভিযোগ খণ্ডন করেছেন তার ভক্তরা। তাদের মতে, প্রথম অভিযোগটি একেবারেই অমূলক। অল্প বয়সে স্পেনে গেলেও দেশের প্রতি তার নাড়ির টানে কোনো ঘাটতি ছিল না। এক্ষেত্রে তার প্রতিভা জন্মভূমির প্রতি একটা নৈতিক ঋণ চাপিয়ে দিয়েছে নিজের উপর। বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে যার দায় থেকে মুক্ত হওয়া গেছে। নেতা হওয়া নিয়ে বলা যায়, মেসি এমনিতে কথা বলে কম। তার উপর নম্র, ভদ্র। কিন্তু ৩৫ বছর বয়সে এবারের বিশ্বকাপে মেসি নিজেকে বদলে ফেলেন। নেতৃত্বের আগ্রাসী মেজাজেই তিনি বিশ্বকাপ জয় করেন। ২০২১ সালে মেসির নেতৃত্বে কোপা আমেরিকার জয় তাকে কিছুটা চাপমুক্ত করেছে। আর অভিযোগকারীদের থামিয়ে দিয়েছে যে, ‘সে ক্লাবের হয়ে যেভাবে খেলেছে সেভাবে আমাদের জন্য খেলেনি’।

কাতার বিশ্বকাপ শুরুর আগে বিবিসির একটি কলামে তার সতীর্থ পাবলো জাবালেতা লিখেছিলেন, ’মানুষ বিশ্বকাপে তার কাছ থেকে অনেক কিছু আশা করে। মনে হয়, তাকে জিততেই হবে— সবসময়। অন্য কিছু গ্রহণযোগ্য নয়’। শেষ পর্যন্ত বিশ্বকাপে চুমু খাওয়ার যোগ্যতা অর্জন করে তিনি মানুষের অগাধ প্রত্যাশাকে আলিঙ্গন করতে পেরেছেন!

এবং আর্জেন্টিনায় সিক্ত বাংলাদেশ

আর্জেন্টিনাকে সমর্থনের দিক দিয়ে বাংলাদেশ এক নম্বরে। আর সেজন্য আর্জেন্টিনার খেলোয়াড়সহ সাধারণ মানুষ বাংলাদেশকে নানাভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। বাংলাদেশের এই নিঃস্বার্থ সমর্থন ও ভালোবাসায় সিক্ত আর্জেন্টিনা এবার বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে। আমরা খুশী হব, যদি আর্জেন্টিনা তলানীতে থাকা বাংলাদেশের ফুটবলকে একটু সাহায্য সহযোগিতায় এগিয়ে আসে।

কাতার বিশ্বকাপ শুরুর সময় বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থক প্রায় সমানে সমান ছিল। প্রথম পর্বের খেলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখে উভয় দেশের সমর্থকদের হৈ হুল্লোড়, মিছিল, খাওয়া দাওয়ার কমতি ছিল না। কোয়ার্টার ফাইনালে ক্রোশিয়ার কাছে হেরে ব্রাজিলের অন্তর্ধানে একতরফা হয়ে যায় এই সব আয়োজন।

অবশ্য বিশ্বকাপ শুরুর আগে থেকেই বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, যেখানে ব্রাজিল আর্জেন্টিার পতাকা উড়েনি। গাড়ি, বাসা-বাড়িসহ বিভিন্ন স্থাপনাতেও ছিল এই দুই দেশের লোগো, পতাকা ও খেলায়াড়দের ছবি টাঙানো। সকাল থেকে রাত অবধি ঘরে ঘরে, অফিস আদালতে, চায়ের দোকানে, অনুষ্ঠানে ছিল বিশ্বকাপের কথকতা। পাড়ায় মহল্লায় বড় পর্দায় খেলা দেখা, প্রিয় খেলোয়াড়দের পায়ে বল গেলেই টিভির আওয়াজের সাথে দর্শকদের উল্লাস। গোল হলেতো কথাই নেই, মধ্যরাতে গগনবিদারি চিৎকা্র, ভুভুজেলার আওয়াজে কান ঝালাপাল। চলে নানা ধরনের বাজি ধরা, খাওয়া দাওয়ার এলাহি আয়োজনও। সেই সঙ্গে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ব্যঙ্গ বিদ্রুপ ও তীর্যক মন্তব্য, একে অপরকে বিঁদ্ধ করার খেলা। যা অবশ্য বিশ্বকাপ শেষ হওয়ার পরও চলছে।

তবে যে দিকটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে, তা হলো কিছু কিছু তরুণের সৃজনশীলতা। ঘরে ঘরে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থনকে কেন্দ্র করে নানা টানাপোড়নের চিত্র হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছে তারা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষাসহ বিভিন্ন অঞ্চলের ভাষায় তৈরি এইসব ভিডিও নাটক সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। সৌখিন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে মোবাইল ফোনের ক্যামেরা বা ছোট ভিডিও ক্যামেরা দিয়ে এ সব তৈরি। ভবিষ্যতে হয়তোএ তরুণদের কেউ কেউ তাদের সৃজনশীলতাকে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে নিতে পারবে।

ইব্রাহিম আজাদ: লেখক ও সাংবাদিক

আরএ/

Header Ad
Header Ad

জামিন পেলেন মডেল মেঘনা আলম

মডেল মেঘনা আলম। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ শুনানি শেষে তার জামিন মঞ্জুরের আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার অভিযোগপত্র পর্যালোচনা এবং মেঘনা আলমের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

এর আগে গত ১০ এপ্রিল মডেল মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেদিন রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর আদালতে তাকে আটক রাখার আবেদন করলে সেটি মঞ্জুর হয়।

মামলার এজাহারে বলা হয়, মেঘনা আলম ও দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন মিলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি বিভিন্ন সুন্দরী মেয়েদের ব্যবহার করে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপনে উৎসাহিত করত। এরপর এসব সম্পর্কের দুর্বলতা কাজে লাগিয়ে ভিকটিমদের সম্মানহানির ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হতো।

 

মডেল মেঘনা আলম। ছবি: সংগৃহীত

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামি দেওয়ান সমির 'কাওয়ালি গ্রুপ' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও এবং 'সানজানা ইন্টারন্যাশনাল' নামে একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক। এর আগে তার 'মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠান ছিল।

চক্রটি 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর' নিয়োগের নামে সুন্দরী ও আকর্ষণীয় মেয়েদের ব্যবহার করে সহজে বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে যাতায়াতের সুযোগ তৈরি করত। উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইলের মাধ্যমে বড় অঙ্কের চাঁদা আদায় এবং দেওয়ান সমিরের ব্যক্তিগত ব্যবসাকে লাভজনক করা।

Header Ad
Header Ad

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং এই গণ-অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে 'জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর' গঠন করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সরকারের পক্ষ থেকে গেজেট আকারে এ সংক্রান্ত ঘোষণা প্রকাশ করা হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই অধিদপ্তর গঠনের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত বছরের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনেই এই নতুন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে।

এর পাশাপাশি, অধিদপ্তর গঠনের প্রক্রিয়ায় গত ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। পরে উপদেষ্টা পরিষদে বিষয়টি উপস্থাপিত হলে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিদপ্তর শুধু ইতিহাস সংরক্ষণের কাজই করবে না, বরং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন গবেষণা, প্রকাশনা এবং সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। একইসঙ্গে, নিহত এবং আহতদের পরিবারদের যথাযথ পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থাও করা হবে।

Header Ad
Header Ad

নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

ছবি: সংগৃহীত

নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।


তিনি বলেন, “৫ আগস্টের পর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মূল আসামির পাশাপাশি নিরীহ মানুষকেও মামলায় আসামি করছে। এটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের হয়রানি সহ্য করা হবে না। পুলিশ নিরপেক্ষভাবে মামলার তদন্ত করবে এবং নিরীহ কাউকে হয়রানির শিকার হতে দেওয়া হবে না।”

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আইজিপি জানান, আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৫ শুরু হচ্ছে। এবার পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আইজিপি বাহারুল আলম বলেন, “এবার আমরা অনাড়ম্বরভাবে নয়, বরং বাস্তবসম্মত ও কার্যকরভাবে পুলিশ সপ্তাহ পালন করতে চাই। শুধু আনুষ্ঠানিকতা নয়, বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা ও দায়িত্ববোধ বাড়ানো হবে।”

তিনি আরও জানান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন কার্যকর পরিকল্পনা ও মতামত সংগ্রহ করে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা সরাসরি পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না মোদি
রেফারির কাছে ক্ষমা চাইলেন মাদ্রিদের ডিফেন্ডার আন্তনিও রুদিগার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিলেন ছাত্রদল নেতা
দুর্নীতির অভিযোগ তুলে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি