বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পরিস্থিতি প্রতিকূল হলে আরও কড়া বিধিনিষেধ জারি হবে

দৈনিক আক্রান্ত ১৫ হাজার, কলকাতায় প্রতি ২ টেস্টে পজিটিভ এক! এ যেন সুনামির ঢেউ। রকেটের গতিবেগে রাজ্যে বাড়ছে সংক্রমণ। আরও ঊর্ধ্বমুখী কোভিডগ্রাফ। একলাফে রাজ্যে দৈনিক সংক্রমণ আরও বেড়ে পৌঁছল ১৫ হাজারে। একইভাবে আতঙ্ক কয়েকগুণ বাড়িয়ে ঊর্ধ্বমুখী কলকাতা, উত্তর চব্বিশপরগনাসহ বেশ কয়েকটি জেলা। সংক্রমণ বাড়ায় আরও বাড়ল মাইক্রোকন্টেইনমেন্ট জোন।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে মোট মাইক্রো কন্টেইনমেন্ট জোন-এর সংখ্যা ৪০৩।

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪২১ জন। যা নিয়ে এদিন অবধি মোট ১৬ লাখ ৯৩ হাজার ৭৪৪ জন মরণ ভাইরাসে আক্রান্ত হলেন। জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের মোট সংখ্যা ৪১ হাজার ১০১। নমূলা পরীক্ষা হয়েছিল ৬২ হাজার ৪১৩ জনের। এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটির হার অর্থাৎ সংক্রমণের হার ২৪ দশমিক ৭১ শতাংশ। এদিকে রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। এদিনের হিসাব অনুযায়ী, রাজ্যে মোট কোভিড মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ৮৪৬| এদিকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৩৮ জন। যা নিয়ে এদিন অবধি মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩২ হাজার ৭৯৭ জন।

অন্যদিকে,ভয়াবহ অবস্থা কলকাতার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ৬ হাজার ৫৬৯ জন। মহানগরে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৯ শতাংশ। অর্থাৎ কলকাতায় প্রতি দুজনে সংক্রমিত এক জন। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর চব্বিশপরগনা। ওই জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৬০। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার২৪৮ জন। দক্ষিণ চব্বিশপরগনায় ৭৮৭ জন আক্রান্ত হয়েছেন। হুগলিতে ৫৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। পূর্ব ও পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৩৯৪ এবং ৯১৯ জন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আক্রান্তের সংখ্যা যহাক্রমে ১১৩ এবং ২৬৩। ঝাড়গ্রামে আক্রান্তের সংখ্যা ৬৬। বাঁকুড়ায় করোনা আক্রান্ত হয়েছেন ১২০ জন। পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা ১৭১। বীরভূমে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৯ জন। নদিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০৮ জন। মুর্শিদাবাদে কোভিড আক্রান্ত হয়েছেন ১৮৩ জন।

রাজ্যর জন্য আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। এই নিয়ে সকলকে সতর্ক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একইসঙ্গে তিনি জানালেন, পরিস্থিতি প্রতিকূল হলে আরও কড়া বিধিনিষেধ জারি করা হতে পারে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‌‘নিজেই জানি না কার কার কোভিড হয়েছে। করোনা আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করি। দ্রুতহারে বাড়ছে সংক্রমণ। তবে ভয় পাবেন না। সতর্ক থাকুন।’ এরপরই তিনি বলেন, ‌‘হাত জোড় করে আপনাদের অনুরোধ করছি, মাস্কটা দয়া করে পরুন।গ্লাভস, স্যানিটাইজার ব্যবহার করুন। প্রয়োজনে মাথায় টুপি, কাগজ ব্যবহার করুন। তবে যদি সংক্রমণ আরও বাড়তে থাকে তবে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে গারে।' পাশাপাশি বিধিনিষেধ না মানলে পুলিশকে আরও কড়া হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

নীরবেই প্রাণঘাতী হয়ে উঠছে অমিক্রন। একে গুরুত্ব দেওয়া উচিত। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন WHO র প্রধান Tedros Adhanom Ghebreyesus। তিনি জানিয়েছেন, বিশ্বে দাপট দেখাচ্ছে অমিক্রন। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সংক্রমণও দ্রুত ঘটছে। যেসব দেশে এতদিন ডেল্টা এর দাপট ছিল, সেসব জায়গা এখন অমিক্রন জ্বরে কাঁপছে। হাসপাতালগুলিতেও ঠাঁই নেই রব শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে WHO র চিফ বলেন, ডেল্টার তুলনায় অমিক্রন কম ক্ষতিকারক। তবে এর প্রভাবকে কোনওভাবেই 'মৃদু' বলা চলে না! আগের সমস্ত ভ্যারিয়েন্টের মতোই অমিক্রন এ আক্রান্ত হয়েও মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। মানুষ মারাও যাচ্ছেন। সর্বোপরি অমিক্রন অত্যন্ত দ্রুত সংক্রমিত হচ্ছে। ফলত বিশ্বে করোনার সুনামি আছড়ে পড়েছে। খুব দ্রুত হারে বাড়ছে সংক্রমণ। এতে কিছুদিনের মধ্যেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে।”
WHO জানিয়েছে, গত সপ্তাহে বিশ্বের ৯ দশমিক ৫ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন!যা রেকর্ড সংখ্যক। তার আগের সপ্তাহের তুলনায় ৭০ শতাংশ বেড়েছে সংক্রমণ!ফলত উদ্বিগ্নতা বাড়ছে প্রতি মুহূর্ত। অবিলম্বে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে WHO। কোনওভাবেই এই ভ্যারিয়েন্টকে মাইন্ড তকমা দেওয়া যায় না, মনে করিয়ে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ।

কিছুদিন আগেই WHO চীফ বিশ্বকে সতর্ক করে বলেছিলেন, অমিক্রনের-এর ট্রাসমিশন খুব দ্রুত হচ্ছে। এই কারণেই আমার ভয়টা বেশি। একসময় ডেল্টা ভেরিয়েন্ট যেভাবে ছড়িয়ে পড়ছিল, তার চেয়েও দ্রুত হারে ছড়াচ্ছে করোনাভাইরাসের নয়া স্ট্রেন। এতে করোনার সুনামি আসতে পারে। এই পরিস্থিতি বজায় থাকলে আবারও বিশ্বের প্রতিটি দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের উপর চাপ বাড়বে।'

কোভিড ভেক্সিন যাঁরা নেননি, তাঁদের ক্ষেত্রে ভীষণভাবে প্রাণঘাতী। তাও আগেই জানিয়েছিলেন আধানম। তাঁর কথায়, 'যাঁরা এখনও পর্যন্ত করোনা টিকা নেননি, তারা যদি অমিক্রন বা ডেল্টা দ্বারা আক্রান্ত হন, তাহলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেশি।' অমিক্রনের পাশাপাশি ডেল্টা -এর সংক্রমণও বাড়ছে সে কথাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি। ‌

লেখক: ভারতের সিনিয়র সাংবাদিক

Header Ad
Header Ad

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মী এবং আরাকান আর্মি নামের একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী। জান্তা বাহিনীর এই হামলায় ৫০০-এরও বেশি বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মি। গত বছর এই সশস্ত্র গোষ্ঠী রাজ্যের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং রাজধানী সিত্তে থেকে অন্যান্য অঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন করে। বুধবার দুপুরে রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে এই বিমান হামলা চালানো হয়।

হামলার পর ধ্বংসাবশেষে পুড়ে যাওয়া বাড়িঘরের মাঝে স্থানীয় বাসিন্দাদের হতভম্ব অবস্থায় হাঁটতে দেখা গেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের জন্য চিকিৎসা সহায়তা পাঠানো কঠিন হয়ে পড়েছে কারণ পরিবহন ব্যবস্থা নাজুক এবং চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে।

রামরি দ্বীপে চীনের অর্থায়নে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প রয়েছে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রকল্পটির কাজ দীর্ঘদিন ধরে স্থগিত। এদিকে, জান্তা বাহিনী দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একাধিক ফ্রন্টে সংঘাতে লিপ্ত।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারের চলমান সংঘাতে ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫ লাখ বেশি। ২০২৫ সালে দেশের এক তৃতীয়াংশ জনসংখ্যারও বেশি মানুষের সহায়তার প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সূত্র: এএফপি

Header Ad
Header Ad

প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হওয়া এক ফ্লাইটে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে ফ্লাইটের দরজা খুলে ঝাঁপ দেয়ার চেষ্টা করে টোরেস নামে এক যুবক।

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সেই যুবককে যুক্তরাষ্ট্রের বো-তে লোগান বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সেই যুবক পুয়ের্তো রিকোর বাসিন্দা।

পুলিশ ও ফ্লাইট কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট উড়ার ঠিক আগে টোরেসের তার প্রেমিকার সাথে তীব্র ঝগড়া বাঁধে। তার পর হঠাৎ ফ্লাইটের আপৎকালীন দরজা খুলে লাফ দিতে যান টোরেস। সেই সময় বিমানের অন্য যাত্রীরা তাকে ধরে ফেলেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় ম্যাসাচুসেটস স্টেট পুলিশ। তারা অভিযুক্ত টোরেসকে আটক করে। যুক্তরাষ্ট্রের একটি আদালতে তাকে হাজির করানো হলে বিচারক টোরেসকে জামিন দেন। একই সঙ্গে আদালত জানায়, পরবর্তী শুনানির আগে ম্যাসাচুসেটস ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না টোরেস।

Header Ad
Header Ad

হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনার দুই পাসপোর্ট বাতিলের প্রসঙ্গ তুলে ভারত কর্তৃক তার ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "দুইটি পাসপোর্ট বাতিল হওয়ার পর কীভাবে ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে?" অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে পাঠানোর আবেদন করা হলেও ভারত তাকে দেশে ফেরত না পাঠিয়ে উল্টো ভিসার মেয়াদ বৃদ্ধি করে তাকে পুরস্কৃত করেছে বলে দাবি করেন তিনি।

দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী শেখ হাসিনার শাসনামল ও তার রাজনীতি নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে দেশে লাশের রাজনীতি চালু ছিল এবং মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে। রিজভী আরও বলেন, শেখ হাসিনা তার ছাত্রলীগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ভীতির পরিবেশ তৈরি করেছিলেন, যেখানে বিরোধী দলের কেউ রাজনীতি করতে পারত না।

শেখ হাসিনার শাসনব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, "তিনি এদেশকে একটি ভয় ও আতঙ্কের নগরীতে পরিণত করেছিলেন। জনগণের মতামত উপেক্ষা করে নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচন ও ভোটকে মূল্য দেননি।" এছাড়া, রিজভী অভিযোগ করেন যে শেখ হাসিনা তার শাসনকালকে "নতুন বাকশাল" আঙ্গিকে সাজিয়েছিলেন এবং তার বাবার পথে হেঁটে গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন।

রিজভী তার বক্তব্যে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককেও সমালোচনা করেন। শেখ হাসিনা বাংলার মাটিতে টিকে থাকতে পারেননি এবং ছাত্র-জনতার আন্দোলনের ফলে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল
কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
খলিস্তানি নেতা নিজ্জর হত্যার ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডা
রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা
৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ
দুর্নীতির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল : বাণিজ্য উপদেষ্টা
একাই ৫৭ হাজার কোটি টাকা লুট করেছেন সালমান এফ রহমান  
সোহানের তাণ্ডবে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে দেশত্যাগে নিষেধাজ্ঞা  
দাবি আদায়ে রাজপথ দখল কোনো সমাধান নয়: ডিএমপি কমিশনার  
বিএনপি নেতাকর্মীদের সতর্কবার্তা: ভুঁইফোড় সংগঠন ও প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে নির্দেশনা
পাচার হওয়া টাকা ফেরাতে দুদকের ১০টি দল গঠন
নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন, দুদকের ২ মামলা
নির্বাচনে কারও পক্ষে কাজ করলে অসুবিধা হবে: সিইসি  
লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে হলিউড তারকাদের বাড়ি পুড়ে ছাই
শরীয়তপুরের জাজিরা থানা থেকে ওসির মরদেহ উদ্ধার