শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

পরিস্থিতি প্রতিকূল হলে আরও কড়া বিধিনিষেধ জারি হবে

দৈনিক আক্রান্ত ১৫ হাজার, কলকাতায় প্রতি ২ টেস্টে পজিটিভ এক! এ যেন সুনামির ঢেউ। রকেটের গতিবেগে রাজ্যে বাড়ছে সংক্রমণ। আরও ঊর্ধ্বমুখী কোভিডগ্রাফ। একলাফে রাজ্যে দৈনিক সংক্রমণ আরও বেড়ে পৌঁছল ১৫ হাজারে। একইভাবে আতঙ্ক কয়েকগুণ বাড়িয়ে ঊর্ধ্বমুখী কলকাতা, উত্তর চব্বিশপরগনাসহ বেশ কয়েকটি জেলা। সংক্রমণ বাড়ায় আরও বাড়ল মাইক্রোকন্টেইনমেন্ট জোন।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে মোট মাইক্রো কন্টেইনমেন্ট জোন-এর সংখ্যা ৪০৩।

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪২১ জন। যা নিয়ে এদিন অবধি মোট ১৬ লাখ ৯৩ হাজার ৭৪৪ জন মরণ ভাইরাসে আক্রান্ত হলেন। জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের মোট সংখ্যা ৪১ হাজার ১০১। নমূলা পরীক্ষা হয়েছিল ৬২ হাজার ৪১৩ জনের। এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটির হার অর্থাৎ সংক্রমণের হার ২৪ দশমিক ৭১ শতাংশ। এদিকে রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। এদিনের হিসাব অনুযায়ী, রাজ্যে মোট কোভিড মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ৮৪৬| এদিকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৩৮ জন। যা নিয়ে এদিন অবধি মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩২ হাজার ৭৯৭ জন।

অন্যদিকে,ভয়াবহ অবস্থা কলকাতার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ৬ হাজার ৫৬৯ জন। মহানগরে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৯ শতাংশ। অর্থাৎ কলকাতায় প্রতি দুজনে সংক্রমিত এক জন। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর চব্বিশপরগনা। ওই জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৬০। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার২৪৮ জন। দক্ষিণ চব্বিশপরগনায় ৭৮৭ জন আক্রান্ত হয়েছেন। হুগলিতে ৫৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। পূর্ব ও পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৩৯৪ এবং ৯১৯ জন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আক্রান্তের সংখ্যা যহাক্রমে ১১৩ এবং ২৬৩। ঝাড়গ্রামে আক্রান্তের সংখ্যা ৬৬। বাঁকুড়ায় করোনা আক্রান্ত হয়েছেন ১২০ জন। পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা ১৭১। বীরভূমে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৯ জন। নদিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০৮ জন। মুর্শিদাবাদে কোভিড আক্রান্ত হয়েছেন ১৮৩ জন।

রাজ্যর জন্য আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। এই নিয়ে সকলকে সতর্ক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একইসঙ্গে তিনি জানালেন, পরিস্থিতি প্রতিকূল হলে আরও কড়া বিধিনিষেধ জারি করা হতে পারে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‌‘নিজেই জানি না কার কার কোভিড হয়েছে। করোনা আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করি। দ্রুতহারে বাড়ছে সংক্রমণ। তবে ভয় পাবেন না। সতর্ক থাকুন।’ এরপরই তিনি বলেন, ‌‘হাত জোড় করে আপনাদের অনুরোধ করছি, মাস্কটা দয়া করে পরুন।গ্লাভস, স্যানিটাইজার ব্যবহার করুন। প্রয়োজনে মাথায় টুপি, কাগজ ব্যবহার করুন। তবে যদি সংক্রমণ আরও বাড়তে থাকে তবে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে গারে।' পাশাপাশি বিধিনিষেধ না মানলে পুলিশকে আরও কড়া হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

নীরবেই প্রাণঘাতী হয়ে উঠছে অমিক্রন। একে গুরুত্ব দেওয়া উচিত। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন WHO র প্রধান Tedros Adhanom Ghebreyesus। তিনি জানিয়েছেন, বিশ্বে দাপট দেখাচ্ছে অমিক্রন। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সংক্রমণও দ্রুত ঘটছে। যেসব দেশে এতদিন ডেল্টা এর দাপট ছিল, সেসব জায়গা এখন অমিক্রন জ্বরে কাঁপছে। হাসপাতালগুলিতেও ঠাঁই নেই রব শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে WHO র চিফ বলেন, ডেল্টার তুলনায় অমিক্রন কম ক্ষতিকারক। তবে এর প্রভাবকে কোনওভাবেই 'মৃদু' বলা চলে না! আগের সমস্ত ভ্যারিয়েন্টের মতোই অমিক্রন এ আক্রান্ত হয়েও মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। মানুষ মারাও যাচ্ছেন। সর্বোপরি অমিক্রন অত্যন্ত দ্রুত সংক্রমিত হচ্ছে। ফলত বিশ্বে করোনার সুনামি আছড়ে পড়েছে। খুব দ্রুত হারে বাড়ছে সংক্রমণ। এতে কিছুদিনের মধ্যেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে।”
WHO জানিয়েছে, গত সপ্তাহে বিশ্বের ৯ দশমিক ৫ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন!যা রেকর্ড সংখ্যক। তার আগের সপ্তাহের তুলনায় ৭০ শতাংশ বেড়েছে সংক্রমণ!ফলত উদ্বিগ্নতা বাড়ছে প্রতি মুহূর্ত। অবিলম্বে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে WHO। কোনওভাবেই এই ভ্যারিয়েন্টকে মাইন্ড তকমা দেওয়া যায় না, মনে করিয়ে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ।

কিছুদিন আগেই WHO চীফ বিশ্বকে সতর্ক করে বলেছিলেন, অমিক্রনের-এর ট্রাসমিশন খুব দ্রুত হচ্ছে। এই কারণেই আমার ভয়টা বেশি। একসময় ডেল্টা ভেরিয়েন্ট যেভাবে ছড়িয়ে পড়ছিল, তার চেয়েও দ্রুত হারে ছড়াচ্ছে করোনাভাইরাসের নয়া স্ট্রেন। এতে করোনার সুনামি আসতে পারে। এই পরিস্থিতি বজায় থাকলে আবারও বিশ্বের প্রতিটি দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের উপর চাপ বাড়বে।'

কোভিড ভেক্সিন যাঁরা নেননি, তাঁদের ক্ষেত্রে ভীষণভাবে প্রাণঘাতী। তাও আগেই জানিয়েছিলেন আধানম। তাঁর কথায়, 'যাঁরা এখনও পর্যন্ত করোনা টিকা নেননি, তারা যদি অমিক্রন বা ডেল্টা দ্বারা আক্রান্ত হন, তাহলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেশি।' অমিক্রনের পাশাপাশি ডেল্টা -এর সংক্রমণও বাড়ছে সে কথাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি। ‌

লেখক: ভারতের সিনিয়র সাংবাদিক

Header Ad
Header Ad

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনকে পৃথক করেছে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। করিডোরের এক পাশে ভারতের মূল ভূখণ্ড থাকলেও অপর পাশে রয়েছে সাতটি রাজ্য, যেগুলোর সঙ্গে কোনো সমুদ্রবন্দর নেই। ফলে এই অঞ্চলের বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে ভারতের।

সম্প্রতি (২৮ মার্চ) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার প্রথম চীন সফরের সময় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল নিয়ে মন্তব্য করেন। এতে ভারতের উদ্বেগ বহুগুণে বেড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি করিডোরে ভারী যুদ্ধাস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে উল্লেখ করেছে। দেশটির সামরিক বাহিনী সেখানে রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এবং টি-৯০ ট্যাংক মোতায়েন করেছে। পাশাপাশি করিডোরের নিরাপত্তা বাড়াতে নিয়মিত সামরিক মহড়ার আয়োজন করছে।

পশ্চিমবঙ্গের এই সরু করিডোরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় ভারত সেখানে বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে উন্নত সামরিক সরঞ্জাম, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিয়মিত সামরিক প্রশিক্ষণ। এরই মধ্যে ভারতীয় সেনাপ্রধান করিডোরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং কৌশলগত প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক ও সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তনের কারণে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও জোরদার করতে চাইছে ভারত। এরই অংশ হিসেবে দেশটি করিডোর অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Header Ad
Header Ad

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ঢাকার ভাটারা থানায় গৃহকর্মী পিংকি আক্তার এই অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) পিংকি আক্তার এ জিডি করেন। অভিযোগে বলা হয়েছে, পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গৃহকর্মীকে মারধর করা হয়।

 

ছবি: সংগৃহীত

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে গৃহকর্মী থানায় জিডি করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

Header Ad
Header Ad

পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিস্তৃতি এতদূর গিয়েছে যে, জনমানবহীন দ্বীপপুঞ্জও এর আওতায় এসেছে। ভারত মহাসাগরে অবস্থিত অ্যান্টার্কটিকার জনশূন্য হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের ওপরও যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে।

এই দ্বীপপুঞ্জে মানুষের কোনো বসবাস নেই, সেখানে শুধু পেঙ্গুইন, সিল এবং পরিযায়ী পাখিরা বসবাস করে। কিন্তু যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির অংশ হিসেবে এই দ্বীপপুঞ্জের ওপরও ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর পাল্টা হিসেবে দ্বীপগুলোও যুক্তরাষ্ট্রের পণ্যে একই হারে শুল্ক আরোপ করেছে!

অস্ট্রেলিয়ার সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ বিশ্বের অন্যতম প্রত্যন্ত ও দূরবর্তী জনশূন্য অঞ্চল। আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ফ্রেম্যান্টল বন্দর থেকে সেখানে পৌঁছাতে জাহাজে কমপক্ষে ১০ দিন সময় লাগে। দ্বীপগুলোর বাসিন্দারা শুধুই বিভিন্ন প্রজাতির সংরক্ষিত পাখি, সিল এবং পেঙ্গুইন।

ট্রাম্পের এই শুল্ক নীতির বিস্তার নিয়ে অনেকে বিস্মিত। জনমানবহীন দ্বীপপুঞ্জের সঙ্গে শুল্ক-সংক্রান্ত বিরোধ সত্যিই নজিরবিহীন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো
লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত