মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

পরিস্থিতি প্রতিকূল হলে আরও কড়া বিধিনিষেধ জারি হবে

দৈনিক আক্রান্ত ১৫ হাজার, কলকাতায় প্রতি ২ টেস্টে পজিটিভ এক! এ যেন সুনামির ঢেউ। রকেটের গতিবেগে রাজ্যে বাড়ছে সংক্রমণ। আরও ঊর্ধ্বমুখী কোভিডগ্রাফ। একলাফে রাজ্যে দৈনিক সংক্রমণ আরও বেড়ে পৌঁছল ১৫ হাজারে। একইভাবে আতঙ্ক কয়েকগুণ বাড়িয়ে ঊর্ধ্বমুখী কলকাতা, উত্তর চব্বিশপরগনাসহ বেশ কয়েকটি জেলা। সংক্রমণ বাড়ায় আরও বাড়ল মাইক্রোকন্টেইনমেন্ট জোন।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে মোট মাইক্রো কন্টেইনমেন্ট জোন-এর সংখ্যা ৪০৩।

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪২১ জন। যা নিয়ে এদিন অবধি মোট ১৬ লাখ ৯৩ হাজার ৭৪৪ জন মরণ ভাইরাসে আক্রান্ত হলেন। জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের মোট সংখ্যা ৪১ হাজার ১০১। নমূলা পরীক্ষা হয়েছিল ৬২ হাজার ৪১৩ জনের। এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটির হার অর্থাৎ সংক্রমণের হার ২৪ দশমিক ৭১ শতাংশ। এদিকে রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। এদিনের হিসাব অনুযায়ী, রাজ্যে মোট কোভিড মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ৮৪৬| এদিকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৩৮ জন। যা নিয়ে এদিন অবধি মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩২ হাজার ৭৯৭ জন।

অন্যদিকে,ভয়াবহ অবস্থা কলকাতার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ৬ হাজার ৫৬৯ জন। মহানগরে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৯ শতাংশ। অর্থাৎ কলকাতায় প্রতি দুজনে সংক্রমিত এক জন। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর চব্বিশপরগনা। ওই জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৬০। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার২৪৮ জন। দক্ষিণ চব্বিশপরগনায় ৭৮৭ জন আক্রান্ত হয়েছেন। হুগলিতে ৫৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। পূর্ব ও পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৩৯৪ এবং ৯১৯ জন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আক্রান্তের সংখ্যা যহাক্রমে ১১৩ এবং ২৬৩। ঝাড়গ্রামে আক্রান্তের সংখ্যা ৬৬। বাঁকুড়ায় করোনা আক্রান্ত হয়েছেন ১২০ জন। পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা ১৭১। বীরভূমে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৯ জন। নদিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০৮ জন। মুর্শিদাবাদে কোভিড আক্রান্ত হয়েছেন ১৮৩ জন।

রাজ্যর জন্য আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। এই নিয়ে সকলকে সতর্ক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একইসঙ্গে তিনি জানালেন, পরিস্থিতি প্রতিকূল হলে আরও কড়া বিধিনিষেধ জারি করা হতে পারে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‌‘নিজেই জানি না কার কার কোভিড হয়েছে। করোনা আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করি। দ্রুতহারে বাড়ছে সংক্রমণ। তবে ভয় পাবেন না। সতর্ক থাকুন।’ এরপরই তিনি বলেন, ‌‘হাত জোড় করে আপনাদের অনুরোধ করছি, মাস্কটা দয়া করে পরুন।গ্লাভস, স্যানিটাইজার ব্যবহার করুন। প্রয়োজনে মাথায় টুপি, কাগজ ব্যবহার করুন। তবে যদি সংক্রমণ আরও বাড়তে থাকে তবে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে গারে।' পাশাপাশি বিধিনিষেধ না মানলে পুলিশকে আরও কড়া হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

নীরবেই প্রাণঘাতী হয়ে উঠছে অমিক্রন। একে গুরুত্ব দেওয়া উচিত। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন WHO র প্রধান Tedros Adhanom Ghebreyesus। তিনি জানিয়েছেন, বিশ্বে দাপট দেখাচ্ছে অমিক্রন। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সংক্রমণও দ্রুত ঘটছে। যেসব দেশে এতদিন ডেল্টা এর দাপট ছিল, সেসব জায়গা এখন অমিক্রন জ্বরে কাঁপছে। হাসপাতালগুলিতেও ঠাঁই নেই রব শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে WHO র চিফ বলেন, ডেল্টার তুলনায় অমিক্রন কম ক্ষতিকারক। তবে এর প্রভাবকে কোনওভাবেই 'মৃদু' বলা চলে না! আগের সমস্ত ভ্যারিয়েন্টের মতোই অমিক্রন এ আক্রান্ত হয়েও মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। মানুষ মারাও যাচ্ছেন। সর্বোপরি অমিক্রন অত্যন্ত দ্রুত সংক্রমিত হচ্ছে। ফলত বিশ্বে করোনার সুনামি আছড়ে পড়েছে। খুব দ্রুত হারে বাড়ছে সংক্রমণ। এতে কিছুদিনের মধ্যেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে।”
WHO জানিয়েছে, গত সপ্তাহে বিশ্বের ৯ দশমিক ৫ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন!যা রেকর্ড সংখ্যক। তার আগের সপ্তাহের তুলনায় ৭০ শতাংশ বেড়েছে সংক্রমণ!ফলত উদ্বিগ্নতা বাড়ছে প্রতি মুহূর্ত। অবিলম্বে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে WHO। কোনওভাবেই এই ভ্যারিয়েন্টকে মাইন্ড তকমা দেওয়া যায় না, মনে করিয়ে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ।

কিছুদিন আগেই WHO চীফ বিশ্বকে সতর্ক করে বলেছিলেন, অমিক্রনের-এর ট্রাসমিশন খুব দ্রুত হচ্ছে। এই কারণেই আমার ভয়টা বেশি। একসময় ডেল্টা ভেরিয়েন্ট যেভাবে ছড়িয়ে পড়ছিল, তার চেয়েও দ্রুত হারে ছড়াচ্ছে করোনাভাইরাসের নয়া স্ট্রেন। এতে করোনার সুনামি আসতে পারে। এই পরিস্থিতি বজায় থাকলে আবারও বিশ্বের প্রতিটি দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের উপর চাপ বাড়বে।'

কোভিড ভেক্সিন যাঁরা নেননি, তাঁদের ক্ষেত্রে ভীষণভাবে প্রাণঘাতী। তাও আগেই জানিয়েছিলেন আধানম। তাঁর কথায়, 'যাঁরা এখনও পর্যন্ত করোনা টিকা নেননি, তারা যদি অমিক্রন বা ডেল্টা দ্বারা আক্রান্ত হন, তাহলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেশি।' অমিক্রনের পাশাপাশি ডেল্টা -এর সংক্রমণও বাড়ছে সে কথাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি। ‌

লেখক: ভারতের সিনিয়র সাংবাদিক

Header Ad
Header Ad

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) চ্যানেলটির স্ক্রলে এ তথ্য জানানো হয়।

স্ক্রলে উল্লেখ করা হয়, “অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।”

তবে চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও জানা গেছে, সাম্প্রতিক এক সংবাদ প্রতিবেদনে সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর কাছে ‘জুলাই অভ্যুত্থানে নিহত ১৪০০ শহীদ’ সংক্রান্ত বিতর্কিত প্রশ্নের জের ধরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, এ ঘটনায় দীপ্ত টিভির এক সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বলেও জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় অভ্যন্তরীণ পদক্ষেপ গ্রহণ শেষে খুব শিগগিরই সংবাদ কার্যক্রম পুনরায় চালু করা হতে পারে।

Header Ad
Header Ad

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ছবি: সংগৃহীত

নকশাবহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি দিয়ে ট্রেড লাইসেন্স বাতিল করার বিষয়টি জানায় ডিএসসিসি।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন রেস্তোরাঁ মালিক সমিতির ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এতে নতুন করে হয়রানিতে পড়বেন ব্যবসায়ীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনের অভ্যন্তরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশায় না থাকলেও বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ (রেস্টুরেন্ট) পরিচালনা করা হচ্ছে এবং ভবনের ছাদে অবৈধভাবে রুফটপ রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ পরিচালনা করায় এরই মধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদহানির ঘটনা ঘটছে। এসব ক্ষেত্রে অনেক অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান অনৈতিক উপায়ে করপোরেশনের ট্রেড লাইসেন্স নিয়েছে।

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পদ ও জানমালের ঝুঁকি এড়াতে নকশাবহির্ভূত সব রেস্তোরাঁ এবং ভবনের ছাদে স্থাপিত রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করা হলো। বাতিল করা লাইসেন্স দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জিল্লুর রহমান বলেন, ‘যেসব রেস্তোরাঁ সঠিক তথ্য না দিয়ে ট্রেড লাইসেন্স নিয়েছে, সেগুলো বাতিল করা হয়েছে। তবে ভবনের অনুমোদন কিন্তু বাতিল করা হয়নি। ভবনের নকশায় রেস্তোরাঁ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা সশরীর উপস্থিত হয়ে আমাদের কাছে তথ্য-উপাত্ত দিলে সেগুলো সচল করা হবে।’

বিজ্ঞপ্তি দিয়ে ট্রেড লাইসেন্স বাতিল করার বিষয়টি জানায় ডিএসসিসি। ছবি: সংগৃহীত

অপর এক প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, ‘আমরা প্রতিটি রেস্তোরাঁকে আলাদা করে চিঠি পাঠাব।’

ডিএসসিসির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। তিনি বলেন, কোনো প্রকার আলোচনা না করেই ডিএসসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে। রেস্তোরাঁ ব্যবসায়ীদের ওপর জুলুম চলছে। ব্যবসাগুলো এক দিনে গড়ে ওঠেনি। রাজউকের পাস করা ভবনের নকশায় রেস্তোরাঁ নেই বললেই চলে। বিগত সরকারের সময় এই জটিলতা নিরসনে একটা টাস্কফোর্স করা হয়েছিল। সেই টাস্কফোর্সের দুটি বৈঠক হয়েছিল। তারপর তো সরকার বদল হয়ে গেল।

ইমরান হাসান বলেন, ‘ট্রেড লাইসেন্স বাতিল করে এখন যদি ডিএসসিসি অভিযানে নামে, তাহলে নতুন করে হয়রানিতে পড়বেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতি হলে আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর রেস্তোরাঁর অনুমোদন ও অগ্নিনিরাপত্তাব্যবস্থার ঘাটতি সামনে আসে। ওই ভবনে আটটি রেস্তোরাঁ ছিল, তবে ভবনটিতে রেস্তোরাঁ প্রতিষ্ঠার কোনো অনুমোদন ছিল না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চার বছর আগে দেশের রেস্তোরাঁ খাত নিয়ে একটি জরিপ করে। সেই জরিপের তথ্যানুযায়ী, ২০২১ সালে দেশে মোট হোটেল ও রেস্তোরাঁ ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৭৪টি, যা ২০০৯-১০ অর্থবছরের চেয়ে ৫৮ শতাংশ বেশি। সরকারি সংস্থার মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে ৮৫২টি। বাকি সব ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন।

রেস্তোরাঁ ব্যবসা করতে চাইলে একজন বিনিয়োগকারীকে সরকারের সাতটি সংস্থার অনুমোদন ও ছাড়পত্র নিতে হয়। রেস্তোরাঁর জন্য প্রথমে নিবন্ধন ও পরে লাইসেন্স নিতে হয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ২০২৪ সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী, সরকারের সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র নিয়ে ঢাকায় রেস্তোরাঁ ব্যবসা করছে মাত্র ১৩৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় রয়েছে ১২৮টি রেস্তোরাঁ।

Header Ad
Header Ad

মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আহ্বান। ছবি: সংগৃহীত

পুলিশ ও জনগণের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমিয়ে এনে মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশের অনেক সদস্য জনরোষের মুখে পড়েছেন।” পুলিশকে জনগণের বন্ধু হিসেবে নিজেদের ভাবমূর্তি পুনর্গঠনের পরামর্শ দেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা
সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
নিলামে তুলেও এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করতে পারছে না ব্যাংকগুলো
সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চার বছর পর সাদমানের সেঞ্চুরি
স্টারলিংকের লাইসেন্স অনুমোদন প্রধান উপদেষ্টার, মাসিক খরচের বিষয়ে যা জানা গেল!
রাখাইনের সঙ্গে মানবিক করিডরের বিষয়টি স্পষ্ট করুন: জামায়াত আমির
প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দশম গ্রেড, সহকারী শিক্ষক ১২তম
এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা ফাতেমা
আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল: প্রধান উপদেষ্টা
আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই
চার শতাধিক যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল বছরের প্রথম হজ ফ্লাইট
রাখাইনে মানবিক করিডর দেওয়া নিয়ে আলোচনা করা উচিত ছিল: ফখরুল
দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি
ভারতের সামরিক আক্রমণ আসন্ন,পারমাণবিক অস্ত্রের হুমকি পাকিস্তানের
কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত মার্ক কার্নি
নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল
নিজের মূত্র পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল
নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ
কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা