বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে শঙ্কা

বছরের প্রথম দিন। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে, যদিও সবাই এতে শামিল হতে পারে না। ২০২২ সালের প্রথমদিনও কি সে রকমটি হবে? এনসিটিবি বলছে, প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যের বই দেওয়া হয় না, তাদের দেওয়া হয় শুধু খাতা, তা না-কি ছাপা হয়ে গেছে। সপ্তম ও অষ্টম শ্রেণির বই ছাপানোর জন্য গত ৯ নভেম্বর প্রেস মালিকদের সঙ্গে চুক্তি সই করেছে এনসিটিবি। নিয়ম অনুযায়ী, চুক্তির পর বই ছাপাতে প্রেস মালিকরা ৮৪ দিন সময় পান। সেই হিসাবে, ৩১ ডিসেম্বরের আগে এই দুই শ্রেণির বই ছাপার কাজও শেষ হবে না। এর ফলে ১ জানুয়ারি এই দুই শ্রেণির শিক্ষার্থীরা সবকটি বই নাও পেতে পারে।

এ ছাড়া অন্যান্য শ্রেণির পাঠ্যবই ছাপার আংশিক কাজ শেষ হয়েছে। এই আংশিক বই নিয়েই আগামী ১ জানুয়ারি পাঠ্যবই উৎসব করতে চায় শিক্ষা প্রশাসন। প্রতিবছরই বিনামূল্যের বই ছাপানো, দেশের বিভিন্ন স্থানে সেগুলো প্রেরণ করা এবং শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা, সমালোচনা এবং শেষে বিলম্ব হতে দেখা যায়। বই উৎসবও অনুষ্ঠিত হয়; কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা কোনো বছরই সময়মতো বই পায় না। বিলম্বের কারণ হিসেবে যেসব কারণ সামনে চলে এসেছে, সেগুলো হলো–পাঠ্যবই ছাপানোর জন্য বাজার উপযোগী দাম নির্ধারণ করতে না পারা, বারবার দরপত্র আহ্বান করা, নির্ধারিত সময়ের বহু পরে ছাপার কাজ শুরু করা, অদক্ষ ও অযোগ্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া, যোগ্য কর্মকর্তাদের ওএসডি করে রাখা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঢিলেমি।

এনসিটিবি বলছে, তারা পাঠ্যবই ছাপানোর কাজের অনুমোদনের জন্য সময়মতো শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিল; কিন্তু মন্ত্রণালয় থেকে সাড়া পায়নি। এর মধ্যেই গত সেপ্টেম্বরে এনসিটিবির কয়েকজন কর্মকর্তাকে ওএসডি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে কাজ গতি পায়। এ ছাড়া চলতি ডিসেম্বরের শেষ দিকে এনসিটিবির চেয়ারম্যান অবসরোত্তর ছুটিতে যাবেন। এনসিটিবির সদস্যরা পাঠ্যবইয়ের কাজ দেখভালের পরিবর্তে তারা চেয়ারম্যান হওয়ার তদবিরে ব্যস্ত। এর ফলে পাঠ্যবই ছাপানোর কাজ পিছিয়ে যায়। আগামী শিক্ষাবর্ষের প্রি-প্রাইমারি থেকে নবম শ্রেণি পর্যন্ত সোয়া দুই কোটি শিক্ষার্থীর জন্য সাড়ে ৩৫ কোটি বই ছাপা, বাঁধাই এবং স্কুলে স্কুলে পৌঁছে দিয়ে বিতরণ করতে যে সময় আছে তাতে সমস্যা হবে এবং মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো বলছে, বিষয়টি এক রকম অসম্ভব।

জানা যায় যে, শিক্ষার্থীরা যাতে সময়মতো পাঠ্যবই হাতে পায় সেজন্য প্রধানমন্ত্রীর কার্যালয় এনসিটিবির কাজে হস্তক্ষেপ করেছে। বছরজুড়ে ঢিলেমি দেখিয়ে গত আগস্টের পর থেকে শিক্ষা মন্ত্রণালয়ও পাঠ্যবই ছাপানোর কাজে বেশি তৎপর হয়েছে। এখন মন্ত্রণালয়ও ১০টি পরিদর্শন টিম গঠন করেছে, যারা ঘুরে ঘুরে পাঠ্যবই ছাপানোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে এনসিটিবিও ৩৯টি মনিটরিং টিম গঠন করেছে। এমন হতাশাজনক তৎপরতার মধ্যেই এনসিটিবি বলছে, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজ শেষ হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর সম্মতিও চাওয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী ৩০ অথব ৩১ ডিসেম্বরে প্রধামন্ত্রী বই উৎসবের উদ্বোধন করবেন। ১ জানুয়ারি শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে স্কুলে বই উৎসব পালন করবে।

বই ছাপানোর এই মহাযজ্ঞ সঠিক সময়ে সম্পন্ন করতে গিয়ে এনসিটিবির সবাই ব্যস্ত, মহাব্যস্ত। বই ছাপানো হয়েছে কি না এ নিয়েই পুরো এনসিটিবি ব্যস্ত, এতে তাদের উৎসাহেরও কমতি নেই। এনসিটিবিতে গেলে দেখা যায়, অনেক বিভাগে তালা মারা, আর যেসব বিভাগ বা রুমে তালা নেই সেখানকার চেয়ারগুলো খালি। জিজ্ঞেস করলে বা পরিচিতজনদের ফোন করলে জানা যায়, তারা প্রেসে বই ছাপা পরিদর্শনে গেছেন। প্রশ্ন হলো–বই ছাপানো নিয়ে সবাই ব্যস্ত; কিন্তু বইয়ের ভেতর কী লেখা আছে, কীভাবে লেখা আছে, এ নিয়ে কিন্তু কারও খুব একটা চিন্তা নেই। বই ছাপাতে হবে, ছাপানো হচ্ছে, তা সে যে কোনো মূল্যেই হোক। পরে দেখা যায়, একটি বইয়ে গণিতের সঙ্গে কিছু অধ্যায় কিংবা কিছু পৃষ্ঠা এসেছে কৃষি বিজ্ঞান কিংবা ইসলামিয়াতের। সপ্তম শ্রেণির বাংলা বইয়ের সঙ্গে নবম শ্রেণির বাংলা, আবার সমাজবিজ্ঞান বইয়ের সঙ্গে কিছু কবিতা যুক্ত হয়ে শিশুদের কাছে যায়। এমনটি হয় প্রতিবছরই। আর শিশুদের কাছে বই যাওয়া তো চলে পুরো বছর ধরে। গত বছর (২০২০) অক্টোবর নভেম্বর পর্যন্ত বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা যেহেতু বিনামূল্যে বই পাচ্ছে তাই আর এ নিয়ে খুব একটা কথা কেউ বলে না, সাংবাদিকরাও সেভাবে বিষয়টিকে গুরুত্বে দেন না।

বিনামূল্যের বই না পাওয়া নিয়ে শিক্ষার্থী কিংবা অভিভাবকদের ভেতরেও তেমন হা-হুতাশ নেই–তার আরেকটি কারণ হলো–অনেক শিক্ষার্থী, অনেক শিক্ষক এনসিটিবি টেক্সট ব্যবহারই করেন না। বইয়ের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নাত্তর তৈরি করা হয়েছে। তারা সেগুলোই দেখে ও প্রস্তুতি নেয়। আর এ ছাড়া করারই বা কী আছে? হাতে সময়মতো বই পায় না প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা। যাদের সামর্থ্য আছে, তারা ইচ্ছে করলেও কোথাও থেকে বই ক্রয় করতে পারেন না। বই পেতে হবে মাঠ পর্যায়ের পেটি-অফিসারদের কাছ থেকে তৈলমর্দন করে, পোহাতে হবে আমলাতান্ত্রিক জটিলতা। তারপর কোনো বই নষ্ট হলে, হারিয়ে গেলে, ছিঁড়ে গেলে দ্বিতীয়বার সেই বই পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, অতএব বিকল্প পথ তো থাকতে হবে।

অনলাইনে বই? সে তো ভাগ্যের ব্যাপার! ঢাকায় বসেই ঠিকমতো পাওয়া যায় না, প্রত্যন্ত অঞ্চলে বই ডাউনলোড দিতে হয়তো আধাবেলা অপেক্ষা করতে হবে। এগুলো বাস্তবতা, এগুলো নিয়ে তেমন কেউ কথাও বলেন না। এমনিতেই শিক্ষার্থীরা, শিক্ষকরা বই পড়তে চান না, তার মধ্যে আবার এত ঝামেলা। অতএব ঝামেলা এড়াতে বই নিয়ে উচ্চবাচ্য না করাই উত্তম!

২০২২ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের জন্য মোট ৩৪ কোটি ৭০ লাখ ২২হাজার ১৩০ কোটি পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক স্তরের মোট বই ছাপা হচ্ছে ৯ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৮৭৪ কপি। আর মাধ্যমিক স্তরের জন্য মোট ২৪ কোটি ৭১ লাখ ৬৩ হাজার ২৫৬ হাজার কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। এনসিটিবির পরিসংখ্যান বলছে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তর মিলিয়ে ১৬ কোটি বই ছাপানো হয়েছে। এর মধ্যে ১০ কোটি বই উপজেলাগুলোতে পাঠানো হয়েছে। এনসিটিবি জানিয়েছে যে, বাকি সময়ের মধ্যে বাকি বইগুলো পাঠানো হবে।

বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির সভাপতি তোফায়েল খান বলেন, জীবনে যে শিশু প্রথমবার স্কুলে যাচেছ সে জানুয়ারির ১ তারিখ বই পাচেছনা। বই না দিতে পারলে উৎসব হবে কিভাবে? তাদের সংগঠনের হিসেবে ৩১ডিসেম্বরের মধ্যে ৬০ শতাংশ বই ছাপা শেষ হবে। নোয়াখালীতে অবস্থিত অগ্রণী প্রিন্টার্স একাই পেয়েছে প্রাথমিকের ৬০শতাংশ বই ছাপার কাজ। কিভাবে তারা এটি শেষ করবে?অগ্রণী প্রিন্টার্স রাজনৈতিকভাবে প্রভাবশালী। এটির ছাপাখানা নোয়াখালীতে, তারা সর্বাধিক ১০০ কোটির অধিক বই ছাপার আদেশ পেয়েছে। এত বই ছাপার মতো অবকাঠামো না থাকার পরও এ কার্যাদেশ তারা পেয়েছে। কীভাবে তারা পেল এ নিয়ে কোন কথা হবেনা কারন তারা প্রভাবশালী। তাদের বই ছাপা ও কাগজের মান নিয়ে প্রশ্ন তুলে এনসিটিবির কাছে মৌখিক ও লিখিত অভিযোগ করেছে মুদ্রণ শিল্প মালিক সমিতি।

এনসিটিবির চেয়ারম্যন বলছেন, প্রতিদিন ৫০ লাখ করে বই ছাপা হচ্ছে, প্রতিদিনই বই যাচেছ উপজেলা পর্যায়ে। ফলে সমস্যা হবে না। অপরদিকে, মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলোর জাতীয় সংগঠন মুদ্রণ শিল্প মালিক সমিতির উপদেষ্টা বলছেন, নানা তথ্য ধামাচাপা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখানো হচ্ছে। আসলে আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা বই হাতে পাবে না। ডিসেম্বরে চেয়ারম্যান অবসরে যাচেছন, পরিস্থিতি সামাল দিতে তাকে পাওয়া যাবেনা।

অবস্থা নাকি অনেকটাই হ-য-ব-র-ল। কখনো বলা হচ্ছে করোনার প্রভাব, কখনো বলা হচ্ছে কারিকুলামের অনুমোদন দেয়নি মন্ত্রণালয়। আবার দফায় দফায় টেন্ডার ও রি-টেন্ডার করে টেন্ডারের শর্ত লঙ্ঘন ও বিধিমতো টেন্ডারের শর্ত সংশোধন না করে সময়ক্ষেপন করার কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রাথমিকে পাঠ্যপুস্তকের কারিকুলাম প্রণয়ন-সংশোধন-পরিমার্জনের জন্য বিধিবদ্ধ প্রতিষ্ঠান এনসিটিবি হলেও বিগত কয়েক বছর থেকে এনসিটিবিই হয়ে উঠেছে বই ছাপা ও বিতরণের মতো বাণিজ্যিক কর্মকাণ্ডের নিয়ন্ত্রক-পরিচালক সংস্থা। আসলেই এনসিটিবি এখন কারিকুলাম ও পাঠ্যবইয়ের বোর্ডের পরিবর্তে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতোই মনে হচ্ছে।
এনসিটিবিকে যদি কার্যকর করতে হয়, তাহলে এনসিটিবির চেয়ারম্যানকে পূর্ণ সচিব মর্যাদায় উন্নীত করে মন্ত্রণালয়ের মুখাপেক্ষা না হওয়ার ব্যবস্থা করতে হবে। এনসিটিবিকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে কারিকুলাম প্রণয়নসহ সংশ্লিষ্ট সব কাজে। মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল থাকলে চলবে না। মন্ত্রণালয়ে কোনো কারিকুলাম বিশেষজ্ঞ নেই। তারা কর্তৃত্ব বজায় রাখার জন্য অযথা নিদের্শনা ও বিলম্বের কারণ হয়ে দাঁড়ায়।

এনসিটিবিতে প্রকৃতপক্ষে শিক্ষা নিয়ে যারা কাজ করেন এবং করতে পারেন তাদেরই পদায়ন করতে হবে। আত্মীয় কিংবা অন্যকোন পরিচয়ে যারা এনসিটিবিতে আছেন তাদের সবাইকে সরিয়ে ফেলতে হবে। মন্ত্রণালয়কে শুধু অবগত করতে হবে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে, মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল করে রাখা যাবে না। এখানে লেখক, গবেষক, পাঠ্যক্রম বিশেষজ্ঞদের সমন্বয় ঘটাতে হবে। রাজনৈতিক কিংবা অন্য পরিচয়ে যারা এখানে আছেন তাদের সবাইকে সরিয়ে ফেলতে হবে। যুগ যুগ ধরে এখানে থেকে এখানকার ব্যবসা যারা ভালো বুঝে ফেলছেন, তাদের এখান থেকে সরানো যাচ্ছে না; কিন্তু সরাতে হবে আমরা যদি একটি প্রকৃত শিক্ষাক্রম জাতিকে উপহার দিতে চাই।

লেখক: শিক্ষা বিশেষজ্ঞ ও গবেষক

এসএ/

Header Ad
Header Ad

মধুর ক্যান্টিনে হামলায় আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছাত্রদল নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর হামলার ঘটনায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

 

এ সময় ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। নতুন ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়ায় তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও ন্যায়বিচারের দাবি জানান তারা।

এর আগে, বিকেলে মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মিশু আলি ও আকিব আল হাসানসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

Header Ad
Header Ad

হাঁসের মাংস ও রুটি খেয়ে ১২ জন অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে হাঁসের মাংস ও রুটি খেয়ে এক পরিবারের ১২ জন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে কেউ নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দিয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহজাহান মৃধার বাড়িতে রান্না করা হাঁসের মাংস ও রুটি খেয়ে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে রয়েছেন মো. শাহজাহান মৃধা (৭০), নুর ভানু (৬৫), পান্না আক্তার (২৭), আকলিমা বেগম (২০), আরমান হোসেন (১০), ইমরান হোসেন (৪), নুসরাত (৪), মরিয়ম (৪), পলি আক্তার (১৬), পিংকি বেগম (২৫) ও মো. নিশান (২৮)।

হাসপাতালে চিকিৎসাধীন পলি আক্তার জানান, সন্ধ্যায় পরিবারের সবাই বিয়ের অনুষ্ঠানে যান। ফিরে এসে রান্না করা হাঁসের মাংস ও রুটি খেয়ে ঘুমিয়ে পড়েন। খাওয়ার পরপরই দুই শিশু বমি করলেও তখন বিষয়টি কেউ গুরুত্ব দেয়নি। পরে জ্ঞান ফিরে দেখেন, তারা হাসপাতালে। পরিবারের সদস্যদের ধারণা, তাদের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা রান্না করা খাবারের সঙ্গে চেতনা নাশক মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে পরিবারের তিনটি পরিবারের ১২ জন সদস্য অচেতন হয়ে পড়েন। রাতে অন্য সদস্যরা বাড়ি ফিরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে ঘরে কোনো মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে কিনা, তা তারা নিশ্চিত করতে পারেননি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল জানান, শিশুসহ ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

ক্যাম্প শুরুর আগেই বাদ ৮ ফুটবলার, ১৮ মার্চ ঢাকায় যোগ দেবেন হামজা

হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

আগামী ভারত ম্যাচের জন্য ৯ ফেব্রুয়ারি ৩৮ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে আগামী শুক্রবার শুরু হতে যাওয়া ক্যাম্পে ৩০ জন ফুটবলারকে ডেকেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ফলে ৮ জন ফুটবলার ক্যাম্প শুরুর আগেই বাদ পড়েছেন।

৩৮ জনের তালিকায় পাঁচজন গোলরক্ষক ছিলেন। নতুন তালিকায় দুই গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান বাদ পড়েছেন। ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নামের মিল থাকায় আলোচনায় আসা মোহামেডানের দ্বিতীয় গোলরক্ষক সাকিবও জায়গা পাননি।

এবারই প্রথম ব্যতিক্রমভাবে ক্যাম্প শুরুর দুই সপ্তাহ আগে বড় প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল বাফুফে। নতুন ফুটবলাররা জাতীয় দলে খেলার স্বপ্ন দেখলেও ক্যাম্পে সুযোগ না পাওয়ায় তারা হতাশ। এ নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, "কোচ বিচার-বিবেচনা করে এই তালিকা তৈরি করেছেন। বাদ পড়া ৮ জন বিকল্প হিসেবে থাকবেন। ইনজুরির কারণে প্রয়োজন হলে তাদের ডাকা হবে।"

আগামী শুক্রবার রাজধানীর একটি হোটেলে ২৮ জন ফুটবলার ক্যাম্পে যোগ দেবেন। পরদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু হবে।

৫ মার্চ সৌদি সফরে যাবে বাংলাদেশ দল। সৌদি আরবে প্রায় দুই সপ্তাহ অনুশীলন করবে দল এবং অন্তত একটি বা একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের।

গত বছরও সৌদি ক্যাম্প করেছিল বাংলাদেশ। তখন সুদান দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল তারা। এবারও স্থানীয় ক্লাব বা অন্য কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।

৩০ জনের প্রাথমিক তালিকায় রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরি ও ইতালিয়ান লিগের ফাহমিদুল।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানান, হামজা ১৮ মার্চ বাংলাদেশে আসতে পারেন। সৌদি ক্যাম্প শেষে দলের সঙ্গে অনুশীলন করে ভারত ম্যাচ খেলবেন তিনি।

অন্যদিকে, ফাহমিদুল ইতালি থেকে সরাসরি সৌদি আরবে ক্যাম্পে যোগ দেবেন।

প্রাথমিক স্কোয়াডে থাকা শেখ মোরসালিনের বিরুদ্ধে আজ যৌতুকের মামলা হয়েছে। তবে জাতীয় দলে তার অংশগ্রহণ নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন আমের খান।

তিনি বলেন, "এটি তার ব্যক্তিগত বিষয়। বাফুফের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ এলে তখন ব্যবস্থা নেওয়া হবে।"

৩০ জনের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, হামজা চৌধুরি।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মধুর ক্যান্টিনে হামলায় আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছাত্রদল নেতাকর্মীরা
হাঁসের মাংস ও রুটি খেয়ে ১২ জন অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
ক্যাম্প শুরুর আগেই বাদ ৮ ফুটবলার, ১৮ মার্চ ঢাকায় যোগ দেবেন হামজা
শিবিরের গুপ্ত রাজনীতির কারণে অসংখ্য শিক্ষার্থী নির্যাতিত হয়েছে: ছাত্রদল সভাপতি
ছাত্রদের নতুন সংগঠনের মারামারিতে ২ সমন্বয়ক হাসপাতালে
নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে আছে যারা
নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি: দুদক চেয়ারম্যান
নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরার আহ্বান জয়নুল আবদিনের
প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
চেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক রক্ষা করা সম্ভব নয়: গভর্নর ড. আহসান এইচ মনসুর
বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
রমজানে ঢাবির ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধিতে মনিটরিং সেল গঠনে ছাত্রদলের আবেদন