মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং তৎকালীন রাজনীতি

১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ প্রবাস জীবন শেষে শ্রাবণের এক বর্ষণমুখর সন্ধ্যায় স্বদেশে ফিরে আসেন। সেদিনটি ছিল রবিবার। দশলক্ষাধিক মানুষ সেদিন বঙ্গবন্ধু কন্যা বাঙালির শেষ আশ্রয় জননেত্রী শেখ হাসিনাকে একনজর দেখতে এবং তাঁর কথা শুনতে ঢাকার মানিক মিয়া এভিনিউতে সমবেত হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা আবেগতাড়িত কণ্ঠে বলেছিলেন ‘জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আমার জীবন দেব।’ বর্ষণমুখর শ্রাবণের ধারার সঙ্গে জনননেত্রী শেখ হাসিনার চোখের অশ্রুও সেদিন একাকার হয়ে গিয়েছিল।

১৯৭৫ সালের ৩০ জুলাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে স্বামী বিশিষ্ঠ পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানি যান। শেখ হাসিনা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ক্লাসের ছাত্রী ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আব্দুল মতিন চৌধুরী ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাস্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগমন উপলক্ষে শেখ হাসিনাকে উপস্থিত থাকতে বলেন। কিন্তু স্বামীর অনুরোধে শেখ হাসিনাকে সমাবর্তনে উপস্থিত না থেকেই চলে যেতে হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে জার্মানিতে বসেই শেখ হাসিনাকে পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের খবর শুনতে হয়েছিল। তারপর দীর্ঘদিন ভারতে স্বেচ্ছা নির্বাসনে থাকেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

১৯৮১ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে জননেত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। মাত্র ৩৪ বছর বয়সে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের দায়িত্ব নেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাবা-মাসহ পরিবারের সবাইকে হারিয়ে ১৯৮১ সালের ১৭ মে শ্রাবণের বর্ষণমুখর সন্ধ্যায় স্বেচ্ছা নির্বাসন থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বদেশে ফিরে আসেন। বাংলার লাখ লাখ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিমানবন্দর থেকে মানিক মিয়া এভিনিউয়ের জনসভার মঞ্চ পর্যন্ত শেখ হাসিনাকে ভালোবাসায় সিক্ত করে পরম মমতায় গ্রহণ করে। মানিক মিয়া এভিনিউয়ের জনসভায় ১০ লক্ষাধিক মানুষ সেদিন উপস্থিত থেকে জননেত্রী শেখ হাসিনাকে সম্বর্ধনা দেয়।

১৯৮১ সালে ৩০ মে জিয়াউর রহমান নিহত হলে উপ-রাষ্ট্রপতি বিচারপতি সাত্তার প্রেসিডেন্ট হয়। এইচ এম এরশাদ সেনাবাহিনী প্রধান হিসেবে শপথ নেয়। ১৯৮১ সালের ১৫ নভেম্বর সাধারণ নির্বাচন দিয়ে বিচারপতি সাত্তার প্রেসিডেন্ট হয়। ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাবাহিনী প্রধান এইচ এম এরশাদ বিচারপতি সাত্তারকে সরিয়ে নিজেকে সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করে এবং ২৭ মার্চ সুপ্রিম কোর্টের বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়। ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর এইচ এম এরশাদ রাষ্ট্রপতি আহসানউদ্দিন চৌধুরীকে ‘স্বাস্থ্যগত’ কারণে পদত্যাগ করিয়ে নিজে রাষ্ট্রপতি হয়। ১৯৮৬ সালের ১ জানুয়ারি এইচ এম এরশাদ ‘জাতীয় পার্টি’ নামে একটি রাজনৈতিক দল গড়ে তোলে দলের চেয়ারম্যান হয়।

রাজনীতিতে জিয়াউর রহমানের মত উচ্চাভিলাসী ছিলেন এইচ এম এরশাদ নিজেও। ১৯৮৬ সালের ৭ মে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে ব্যাপক কারচুপি করে এরশাদ প্রেসিডেন্ট হন। নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশে সরকার পরিবর্তনের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা রাজপথে আন্দোলনের ডাক দেন। এরশাদের স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনার বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা প্রতিবাদ করে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। ফলে ১৯৮৭ সালে এরশাদ সংসদ ভেঙে দিতে বাধ্য হন।

আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ১৯৮৮ সালে চট্টগ্রামে লালদিঘী ময়দানে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। জননেত্রী শেখ হাসিনা রক্ষা পেলেও ২৫ জন নেতাকর্মী ঘটনাস্থলেই নিহত হন। ১৯৮৮ সালে এরশাদ পুনরায় সংসদ নির্বাচন দিয়ে জাসদ (রব) ও ফ্রিডম পার্টিকে উৎকোচ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায়। ভোট কারচুপির মাধ্যমে এরশাদ প্রেসিডেন্ট হয়ে নতুন করে স্বৈরাচারী কায়দায় দেশে অরাজক পরিবেশ তৈরি করে। ১৯৮৮ সালের ১১ মে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে ‘রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা দেয়। জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সন্ত্রাসী কর্মকাণ্ডে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। ১৯৯০ সালে ২১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ৮ দল (আওয়ামী লীগ), ৭ দল (বিএনপি) ও ৫ দল (বাম দল) তিন দলীয় জোটের রূপরেখা অনুযায়ী অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন এর কাছে এরশাদ পদত্যাগ পত্র জমা দিয়ে রাজনীতির মাঠ থেকে অপসারিত হয়।

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি তিন দলীয় জোটের রূপরেখা অনুযায়ী অন্তবর্তীকালীন সরকারের অধীনে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সূক্ষ্ম কারচুপি করে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে যুদ্ধাপরাধী গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। যুদ্ধাপরাধী গোলাম আজম জামাতে ইসলামীর আমীর হন। বিএনপি সরকার গঠন করেই এদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি জামাত শিবিরকে প্রতিষ্ঠা করে। আওয়ামী লীগের ২৭ হাজার নেতা কর্মীর বিরুদ্ধে জেল জরিমানা দিয়ে হয়রানি করে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল ও জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সীমাহীন অত্যাচার ও সন্ত্রাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্থিতিশীল হয়ে পড়ে।

১৯৯২ সালে যুদ্ধাপরাধী গোলাম আজমের বিরুদ্ধে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ‘গণ আদালত’ গঠিত হলে গণ আদালতের বিচারকসহ দেশের বরেণ্য ২৪ জন বুদ্ধিজীবীর বিরুদ্ধে বিএনপি সরকার রাষ্ট্রদ্রোহীতার মামলা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। রাষ্ট্রদ্রোহীতার মামলা কাঁধে নিয়েই ১৯৯৪ সালে শহীদ জননী জাহানারা ইমাম ইন্তেকাল করেন।

১৯৯৩ সালে মিরপুর ও মাগুরা দুটি আসনের উপ-নির্বাচনে বিএনপি সীমাহীন ভোট কারচুপি করে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় ছিনিয়ে নেয়। ভোট চুরির অভিযোগ করে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দেয় বিএনপির অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। জননেত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। মিরপুর ও মাগুরা উপ-নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির দাবি আরও জোরদার হয়। ফলে দেশের সব বিরোধী দল বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পক্ষে জনমত গড়ে উঠে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দল ও ভোটারবিহীন ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে বিএনপি বিতর্কিতভাবে সরকার গঠন করে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ২৬ মার্চ ১৯৯৬ সালে বিএনপি ‘তত্ত্বাবধায়ক সরকারে’র বিল পাস করতে বাধ্য হয়।

১৯৭৫ সালের পর দীর্ঘ ২১ বছর বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রাখা হয়েছিল। জাতীয় নির্বাচন এলেই বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী এবং বাম রাজনৈতিক দলগুলো প্রচার করত ‘আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এদেশে মসজিদে আজান বন্ধ হয়ে যাবে, দেশ হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। মুসলমানরা তাদের ধর্ম পালন করতে পারবে না, হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, ভারত বাংলাদেশ দখল করবে।’ এ সব অপপ্রচারের মাধ্যমে আওয়ামী লীগকে জন বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়। কিন্তু জনগণ আওয়ামী লীগ ছেড়ে যায়নি কখনো।

১৯৯৬ সালের ১২ জুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি হাবিবুর রহমানের অধীনে ৭ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেন ‘গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করব।’ জনগণের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রূপরেখা প্রণয়ন করেন। পঞ্চম পঞ্চ-বার্ষিক (১৯৯৬-২০০২) পরিকল্পনা ঘোষণা করে দেশকে আত্মনির্ভরশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। বিদ্যুৎ উৎপাদন, টেলিযোগাযোগ, পরিবহন ও বেকারত্ব হ্রাসকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের জন্য কাজ করতে থাকেন। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর বঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যমুনা নদীর উপর ‘বঙ্গবন্ধু সেতু’ উদ্বোধন। ১২ নভেম্বর জাতীয় সংসদে কুখ্যাত ‘ইনডেমনিটি বিল’ বাতিল করে দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধু হত্যার বিচারের দরজা খুলে দেন।

উল্লেখ্য, জাতীয় সংসদে যেদিন ‘ইনডেমনিটি বিল’ উত্থাপন করা হয় সেদিন বিএনপি সংসদ থেকে ওয়াক আউট করে। সংসদ থেকে ওয়াক আউট করার মধ্যদিয়ে বিএনপি বুঝিয়ে দিয়েছিল বঙ্গবন্ধু হত্যার সঙ্গে তাদের নেতার সম্পৃক্ততা ছিল। ‘ইনডেমনিটি বিল’ বাতিল হোক বিএনপি চায়নি।

১৯৯৭ সালে ২ ডিসেম্বর দীর্ঘ দিনের অশান্ত পার্বত্য চট্টগ্রামে ‘শান্তি চুক্তি’ সম্পাদিত হয়। পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ফিরে আসে। ১৯৯৯ সালে জাতিসংঘের অঙ্গ সংগঠন ‘ইউনেস্কো’ ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা দেয়। ২০০০ সাল থেকে সারা পৃথিবীর মানুষ বাঙালির মাতৃভাষা দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে থাকে। অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। বিগত একুশ বছরের অনুন্নয়নের ধারা বদলে দিয়ে বাংলাদেশকে নতুনরূপে গড়ে তোলার আধুনিক পকিল্পনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের কর্মসংস্থান, মাথাপিছু আয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিতে ভর্তুকি দিয়ে খাদ্য উৎপাদনে আশাতীত সাফল্য, মাতৃ মৃত্যুহার হ্রাসকরণ, শিশ মৃত্যুহার হ্রাসকরণ, নিম্ন আয়ের মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প, ঘরে ফেরা প্রকল্প, কমিউনিটি ক্লিনিক ‘সূর্যের হাসি’, ‘সবুজ ছাতা’ প্রকল্প ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের সূচনা করেন। ১৯৯৮ সালে ভয়াবহ বন্যা ও বিশ্ব অর্থনৈতিক মন্দার পরেও বার্ষিক প্রবৃদ্ধি হার ধরে রাখা সম্ভব হয়েছিল ৫ শতাংশ।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সাফল্য ছিল ঈর্ষণীয়। অশান্ত পার্বত্য চট্টগ্রামে ‘শান্তি চুক্তি’ সম্পাদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মানুষের কাছে শান্তির দূত হিসেবে পরিচিতি লাভ করে। শান্তি স্থাপনের স্বীকৃতি স্বরূপ ১৯৯৮ সালে জাতিসংঘের ইউনেস্কো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Unesco Houphouet Boigny Peace Prize) শান্তি পদকে ভূষিত করে। এ ছাড়াও দেশে খাদ্য ও কৃষিতে সাফল্যজনক উন্নয়নের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠন FAO কর্তৃক CERES পুরস্কার (১৯৯৯) পুরস্কার লাভ করেন।

১৯৮১ থকে ১৯৯৬ সালের নির্বাচন পর্যন্ত তৎকালীন রাজনীতিতে জননেত্রী শেখ হাসিনা ছিল জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র নেত্রী। যিনি জীবনের মায়া তুচ্ছ করে জনগণের জন্য রাজনীতি করেছেন। সামরিক সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে বার বার গৃহবন্দি হয়েছেন, জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করেছেন। আশির দশক থেকে নব্বইয়ের দশকের গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি তাই জননেত্রী শেখ হাসিনার একক অবদান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লাল গোলাপ শুভেচ্ছা।

লেখক: তথ্য ও গবেষণা সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি

আরএ/

Header Ad
Header Ad

'বাংলাদেশি' সন্দেহে আটক সাড়ে ৬ হাজার, অধিকাংশই ভারতীয় মুসলিম

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই গুজরাটে ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্তে রাজ্য পুলিশের বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৬,৫০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। তবে তাদের মধ্যে মাত্র ৪৫০ জনের বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে, বাকিরা অধিকাংশই ভারতীয় মুসলমান বলে জানা গেছে।

গুজরাট পুলিশের ডিজি বিকাশ সহায় সোমবার (২৮ এপ্রিল) পিটিআইকে বলেন, “এখন পর্যন্ত ৪৫০ জনের নথিপত্র দেখে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা গেছে। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে।”

শনিবার (২৬ এপ্রিল) ভোররাতে আহমেদাবাদ ও সুরাত শহরে শুরু হওয়া অভিযান পরে গুজরাটজুড়ে ছড়িয়ে পড়ে। আটক ব্যক্তিদের মধ্যে অনেকের ভারতীয় আধার কার্ড, ভোটার আইডি ও পাসপোর্ট থাকলেও পুলিশ তাদের পরিচয় মানছে না।

সুরাতের বাসিন্দা সুলতান মল্লিক, যিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নাগরিক, তাকে তার দুই ভাগ্নেসহ মধ্যরাতে আটক করা হয়। স্ত্রী সাহিনা বিবি বলেন, “পুলিশ বলে কিছুক্ষণেই ছেড়ে দেবে। কিন্তু তিন দিনেও তাদের খোঁজ নেই।”

আহমেদাবাদে এক বিয়ের অনুষ্ঠানে আসা বরযাত্রীরাও এই অভিযানে আটক হন। স্থানীয় বাসিন্দা আলমআরা পাঠান জানান, “২৩ বছর ধরে এখানে আছি। ছেলেও এখানেই জন্মেছে, তবুও পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে যায়।”

পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করে এমন সংগঠন ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ জানায়, গুজরাট ছাড়াও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশায়ও বাংলাভাষী মুসলিমদের হয়রানির অভিযোগ আসছে।

পুলিশ বলছে, আধার বা ভোটার আইডি যথেষ্ট প্রমাণ নয়, কারণ সেগুলো নকল হতে পারে। এজন্য সীমান্তবর্তী রাজ্য থেকে তদন্তকারী দলও আনা হচ্ছে।

এ বিষয়ে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের প্রধান আসিফ ফারুক বলেন, “বাংলাভাষী ও মুসলমান হলেই কি তাদের নাগরিক অধিকার খর্ব হবে? এরা কি দেশের অন্যত্র কাজ করতে পারবে না?”

Header Ad
Header Ad

দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধে সরকারের কোনো নির্দেশনা নেই: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

দীপ্ত টেলিভিশনের সংবাদ বিভাগ বন্ধ করার বিষয়ে সরকার কোনো নির্দেশনা দেয়নি বা ফোনও করেনি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ফ্যাসিবাদের ১৫ বছরে গণমাধ্যমের বাস্তবতা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, “আমরা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কাউকে কোনো কল দিইনি। দীপ্ত টিভির একজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে— এতে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে যে এটি সরকারের নির্দেশে হয়েছে। অথচ এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।”

সভায় সাংবাদিকদের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে মাহফুজ আলম বলেন, “গত বছরের জানুয়ারিতে আমি নিজে একটি টিভি চ্যানেলে চাকরির জন্য গিয়েছিলাম। আমাকে মাত্র ১৩ হাজার টাকা বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এই অল্প বেতনে একজন মানুষ ঢাকা শহরে কীভাবে জীবন চালাবে, পরিবারকে কীভাবে দেখবে?”

তিনি আরও বলেন, “গণমাধ্যমের টেকসই উন্নয়ন ও সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার একটি গঠনমূলক রোডম্যাপ তৈরি করছে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক, একাডেমিক, মানবাধিকারকর্মীসহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি। আলোচনায় গণমাধ্যমের স্বাধীনতা, মালিকপক্ষের একচ্ছত্র নিয়ন্ত্রণ, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও রাষ্ট্রীয় হস্তক্ষেপ নিয়ে বিভিন্ন মতামত উঠে আসে।

Header Ad
Header Ad

এই মুহূর্তে ইমরানকে দরকার পাকিস্তানের, মুক্তি ও সর্বদলীয় বৈঠক নিয়ে আলোচনা!

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে সোমবার রাতেও দু’দেশের সেনাদের মধ্যে সীমান্তে গোলাগুলি হয়। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানের মুক্তি দাবি করেছে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাকিস্তানি ইংরেজি দৈনিক দ্য ডন-এর বরাত দিয়ে মঙ্গলবার (২৯ এপ্রিল) এমনটি জানানো হয়।

সোমবার সিনেটে পিটিআইর পক্ষ থেকে জানানো হয়, এ জাতীয় সংকটময় পরিস্থিতিতে সর্বদলীয় সম্মেলন (Multi-Party Conference) আহ্বান করা প্রয়োজন, যাতে দেশের রাজনৈতিক নেতারা একসঙ্গে বসে জাতীয় নিরাপত্তা ইস্যুতে সিদ্ধান্ত নিতে পারেন। এই বৈঠকে ইমরান খানের অংশগ্রহণ নিশ্চিত করতে তার জেল থেকে মুক্তিরও দাবি জানানো হয়।

পিটিআইয়ের সিনেটর আলী জাফর বলেন, “রাজনৈতিক মতভেদ ভুলে এখন দেশের স্বার্থে ঐক্য প্রয়োজন। ইমরান খানের উপস্থিতি বিশ্বকে দেখাবে— পাকিস্তান ঐক্যবদ্ধ।” তিনি আরও বলেন, ইমরান যদি অংশ নেন, তাহলে তা হবে শক্তিশালী কূটনৈতিক বার্তা।

পিটিআই নেতা শিবলি ফারাজ আরও একধাপ এগিয়ে ইমরান খানকে টেলিভিশনে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইমরান টিভির মাধ্যমে জনগণকে মিনার-ই-পাকিস্তানে জমায়েত হওয়ার এবং ওয়াগা সীমান্তে পদযাত্রা করার ডাক দিলে এক কোটির বেশি মানুষ সাড়া দেবে।

তার ভাষায়, “শুধু জনগণের প্রকৃত প্রতিনিধি ভারতকে যথাযথ বার্তা দিতে পারেন।”

ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএল-এন–এর সিনেটর ইরফানুল হক সিদ্দিকী ভারতের প্রতি কঠোর সমালোচনা করে বলেন, “পেহেলগামের হামলা আসলে একটি ফলস ফ্ল্যাগ অপারেশন— যা ভারতের নিজস্ব সংস্থারই পরিকল্পিত, পাকিস্তানকে হেয় করার উদ্দেশ্যে।”

তিনি বলেন, পাকিস্তান বরাবরই সন্ত্রাসবাদের শিকার, বরং ভারত এখন নাৎসি চিন্তাধারায় বিশ্বাসী সরকার দ্বারা পরিচালিত হচ্ছে।

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলছে, তারাই বরং দীর্ঘদিন ধরে চরমপন্থী হামলার শিকার। দুই দেশের মধ্যে এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতেও উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি যুদ্ধাবস্থার দিকে গড়াতে পারে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

'বাংলাদেশি' সন্দেহে আটক সাড়ে ৬ হাজার, অধিকাংশই ভারতীয় মুসলিম
দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধে সরকারের কোনো নির্দেশনা নেই: তথ্য উপদেষ্টা
এই মুহূর্তে ইমরানকে দরকার পাকিস্তানের, মুক্তি ও সর্বদলীয় বৈঠক নিয়ে আলোচনা!
টাঙ্গাইলে এলজিইডিতে দুদকের অভিযানে অর্থ আত্মসাতের পাওয়া গেছে প্রমাণ
লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয়ের অনুরোধ জানাল জাতিসংঘ
ডাকাত দেখে আতঙ্কে অসুস্থ গৃহকর্তা, পানি খাইয়ে সেবা করল ডাকাতরা, পরে লুট
‘মানবিক করিডর’ নিয়ে নানা প্রশ্ন : স্পষ্ট করলেন প্রেসসচিব
ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী
মাদরাসার শিক্ষকদের জন্য বড় সুখবর
দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা
সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
নিলামে তুলেও এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করতে পারছে না ব্যাংকগুলো
সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চার বছর পর সাদমানের সেঞ্চুরি
স্টারলিংকের লাইসেন্স অনুমোদন প্রধান উপদেষ্টার, মাসিক খরচের বিষয়ে যা জানা গেল!
রাখাইনের সঙ্গে মানবিক করিডরের বিষয়টি স্পষ্ট করুন: জামায়াত আমির
প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দশম গ্রেড, সহকারী শিক্ষক ১২তম
এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা ফাতেমা
আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল: প্রধান উপদেষ্টা
আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই