মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মানুষ আজ ধনতন্ত্রের সাথে প্রতিযোগিতায় লিপ্ত

ইকবালের একটি কথা আছে, হে মুমিন, মর্দে মুমিন, এমন কিছু কর, যেন তোমার ভাজ্ঞ লেখার সময় আল্লাহ স্বয়ং তোমাকে জিজ্ঞাসা করেন, বল মুমিন, তোমার কপালে আমি কি লিখব? অর্থাৎ আমাদের ভাজ্ঞ আমাদের হাতে। একজন মুমিন তার সাধ্যমতো চেষ্টা করতে পারে। কিন্তু আমিতো আর শেক্সপিয়ার হব না, আমাকে আবদুল্লাহ আবু সায়ীদই হতে হবে। অর্থাৎ আমাকে আমিই হতে হবে। তোমাকে তুমি। তবে মানুষ জেনে যেতে চায় মৃত্যুর আগে যে, সে আসলে কি কাজ করল? অন্তত নিজের কাছে এটুকু বলা যে, আমি ফাঁকি দেইনি। মানুষ যত উপরের সিঁড়িতে উঠবে ততই সে মৃত্যুর কাছাকাছি চলে যাবে। কাজেই আমি কি? আমি কত বড় কি ? এসবের আসলেই কোন মূল্য নেই আমার কাছে। আত্মখেদ নিয়েই প্রতিটি মানুষ পৃথিবী থেকে বিদায় নেয়। সেজন্য প্রতিটি মানুষের নিজের কাছে এই উত্তরটুকু খুঁজে নেওয়া দরকার মনে হয়। আমি পাশ করেছি অথবা পাশ না করি at least I ve tried এতটুকু সে অন্তত জানতে চায়। মানুষ যখন নিজেকে ফাঁকি দেয় তখন আসলে সে নিজেকে পায় না। সেই জায়গাটি আর তৈরি হয় না। মানুষ প্রতারিত হয় নিজের কাছেই।

আমার মনে হয়, প্রকৃতপক্ষে মানুষের আত্মতৃপ্তির অনুভূতি আজ আর নাই। এখন মানুষ আর অনুভব করার সময় পায় না। সময়টা হচ্ছে আমার কাছে জীবন। জীবনতো আসলে একটি ,‌ ‘period of time’. কিন্তু সময়টি তো আমাদের প্রভূরা অর্থাৎ মালিকরা আমাদের কাছে থেকে কেড়ে নিয়েছে। সেজন্য আজ দেখা যায় প্রেম নাই, গান নাই, মান নাই, কিছু নাই। আগের দিনের মানুষের মধ্যে অনুভব করার মত সময় ও সক্ষমতা ছিল। আগে অবকাশ ছিল, এখন নাই। আগে একটি ভাল গান শুনলে সেটি নিয়ে গুনগুন করার জন্য সময় ছিল, এখন নাই। মানুষ এখন যান্ত্রিক হয়ে গেছে। সবকিছুতে অস্থিরতা, প্রতিযোগিতা, দৌরাত্ম্য এসবই চলছে।

আমার ধারণা পৃথিবীতে ৭% মানুষ। বাকি ৯৩% তাদের শ্রম, তাদের আত্মদান, তাদের দুঃখ, তাদের সংগ্রাম, এইসব কিছুর উপরে তারা বেঁচে আছে এবং মানুষ মাত্রই ষড়রিপু চক্রে ঘূর্ণায়মান। রিপুমুক্ত মানুষ হয় না যেমন তবুও কেউ কেউ হয়ত জয় করতে চায়। সেই চেষ্টাটুকু থাকে। মানুষ যা নিয়ে জন্মেছে, তা কি সে বাদ দিতে পারবে? পারবে না। তবুও চেস্টাটুকু করা একটু অন্বেষণ করা।

একধরণের মানুষ আছে, যারা সারা পৃথিবীর মানুষ যখন দৌড়ায় তখনও স্থির হয়ে থাকে। মানুষ আসলে বিত্ত অথবা যদি বলি ধনতন্ত্রের সাথে, প্রতিযোগিতায় লিপ্ত। কারণ টেকনোলজিও ধনতন্ত্রের সাথে সম্পৃক্ত। কিছু মানুষের লাভের জন্য এরা টেকনোলজি তৈরি করে এবং মানুষের কাছে পপোলারাইজ করে। এইমাত্র আমি যে কলাটি খেলাম, সেটি থাইল্যান্ড থেকে এসেছে। কলাটির উপরে চকোলেট দেওয়া। কিন্তু আমাদের দেশের যে সুঘ্রাণযুক্ত শবরী কলা, তার স্বাদ অন্যরকম। একটি দেশীয় আমেজ, অন্যটি টেকনোলজি। এখন এই যে কলার গায়ে চকোলেট মিশিয়ে বিক্রি করা, এটা যদি মানুষের কাছে প্রিয় হয়ে যায়, তাহলে কলার মালিক অর্থাৎ প্রভুর অনেক টাকা হবে। কলা খাওয়ার সময় আমার মনে হয়েছে, মানুষকে অলস বানানোর এই যে চেস্টা সেটি ভাবনার বিষয়। এখন আর লং ডিস্টেন্স কল করতে বাটন ঘোরাতে হয় না, স্ক্রিন টাচ করলেই ছবিসহ চলে আসে। আর এসবের দৌরাত্ম্য মানুষকে পুরোপুরি অক্ষম করে ফেলে।

মানুষের অস্থিরতা এবং দৌরাত্ম্য বেড়েছে যেমন গুণগত মান কমেছে তেমন। একটি উদাহরণস্বরূপ যদি বলি, সেই লালরং সুমিষ্ট পেপে আজ আর দেশে নেই, যা আছে তা হরেক রকম, বাইরে থেকে মনে হয় লাল, ভেতরে সাদা, কোনো স্বাদ নেই, কোন গুণ নেই। সবক্ষেত্রেই একই অবস্থা বিরাজমান।

আমরা তো শ্রেষ্ঠ বলে নিজেদের দাবি করি, কিন্তু আমরা আসলেই নিজেদের বিবেকের কাছে, কতটুকু শ্রেষ্ঠ হতে পেরেছি, আমার মনে হয়, সেটি অবশ্যই ভেবে দেখার সময় এসেছে। নিজেদের মূল্যায়নের পাশাপাশি পেছনে ফিরে যাওয়া যেহেতু সম্ভব নয়, কিন্তু ফিরে দেখার সময় হয়েছে।



লেখক: শিক্ষাবিদ ও সাহিত্যিক, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

Header Ad
Header Ad

ফেসবুকে লুটের মাল বিক্রির পোস্ট, সিলেটে ১৪ জন আটক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের সুযোগ নিয়ে সিলেটে বিভিন্ন দোকান ও রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালানোর অভিযোগে ১৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আটককৃতদের ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্টের সূত্র ধরেই চিহ্নিত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবারের বিক্ষোভের সুযোগে একদল দুষ্কৃতিকারী বাটা শোরুমসহ বিভিন্ন দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে লুট করা জুতা সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। সেই সূত্র ধরেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং লুটের মাল উদ্ধার করে।

আটককৃতরা হলেন- মো. রাজন, ইমন (১৯), মো. রাকিব (১৯), মো. আব্দুল মোতালেব (৩৫), মিজান আহমদ (৩০), সাব্বির আহমদ (১৯), জুনাইদ আহমদ (১৯), মো. রবিন মিয়া (২০), সৈয়দ আলআমিন তুষার (২৯), মোস্তাকিন আহমদ তুহিন (১৯), মো. দেলোয়ার হোসেন (৩০), মো. রিয়াদ (২৪), মো. তুহিন (২৪) ও আল নাফিউ (১৯)। এদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি জিয়াউল হক।

উল্লেখ্য, সোমবার সারাদেশের মতো সিলেটেও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির সুযোগে সিলেট মহানগরের দরগাহ গেট, চৌহাট্টা, মিরবক্সটুলা ও জিন্দাবাজার এলাকায় বাটার শোরুম, কেএফসি, ডোমিনো’স পিজ্জাসহ একাধিক প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়।

ঘটনার পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বর্বর হামলায় আরও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক। মঙ্গলবার (৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এতে একদিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি। এর মধ্যে দেইর আল-বালাহ এলাকার একটি বাড়িতে হামলায় ৯ জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি তাঁবুতে বোমা হামলায় ৩ জন নিহত হন।

ফলস্বরূপ, অবরুদ্ধ গাজায় চলমান আগ্রাসনে মৃতের সংখ্যা ৫০ হাজার ৭৫০ জন ছাড়িয়ে গেছে। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর থেকে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৪ লাখ মানুষ।

পৃথক এক প্রতিবেদনে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৭৫২ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজার ৪৭৫ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারছেন না। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Header Ad
Header Ad

১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

আসন্ন ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত টানা ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ফরিদা আখতার জানান, সামুদ্রিক মৎস্য বিধিমালা-২০২৩-এর আলোকে প্রতিবছর নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর উদ্দেশ্য হলো—সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করা।

তিনি বলেন, এই সিদ্ধান্ত গ্রহণের আগে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়, যাতে সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক ও স্টেকহোল্ডারদের মতামত নেওয়া হয়। কমিটি তাদের বৈজ্ঞানিক বিশ্লেষণ শেষে ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই সরকার ১৬ মার্চ ২০২৫ প্রজ্ঞাপন জারি করে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার কারণে বিগত বছরে সামুদ্রিক মাছ আহরণে প্রায় ১২.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে এই সিদ্ধান্ত মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে আশা করছে সরকার।

উল্লেখ্য, এই সময়ের মধ্যে সব ধরনের মৎস্য নৌযানকে বঙ্গোপসাগরে যেকোনো ধরনের মৎস্য ও জলজপ্রাণী আহরণ থেকে বিরত থাকতে হবে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ফেসবুকে লুটের মাল বিক্রির পোস্ট, সিলেটে ১৪ জন আটক
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ
খুলনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩১ জন
স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি
শুল্ক ছাড়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র, চীনের ওপর ট্রাম্পের হুঁশিয়ারি
সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, ‘ক্রিম আপা’র ব্যাখ্যা চেয়েছে প্রশাসন
ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির
সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গায় বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ
সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি
সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী
ফিলিস্তিনের পক্ষে মিছিল: ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
গাজায় গণহত্যার প্রতিবাদ: পাঁচ জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর
ঈদের ছুটি শেষে দর্শনা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নওগাঁয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
লাঠিপেটা না করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ কনস্টেবল
ইন্ডিয়ান আইডলের শিরোপা জিতলেন কলকাতার মানসী ঘোষ
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী