শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাইনা : সাবেক বিমানমন্ত্রী ফারুক খানের পোস্ট ভাইরাল
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। ছবিঃ সংগৃহীত
বিএনপির কর্মী মকবুল হত্যা ঘটনার মামলায় কারাগারে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। কারাগার থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
সোমবার (০৩ জানুয়ারি) ফেইজবুকে এমনই এক স্ট্যাটাস দেন তিনি।
পোস্টে তিনি বলেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিনতু এখন সবই বলতে পারছি না।
তিনি আরও লিখেন, এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তাঁর হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতিত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবেনা। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাইনা, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পর থেকে তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেছেন। তাঁদের কেউ কেউ গ্রেপ্তার হয়ে জেলে আছেন, আবার অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে গতবছরের ১৫ অক্টোবর ফারুক খানকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ। তারপর থেকে তিনি জেলেই আছেন।
তার এই স্ট্যাটাসের পর নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফারুক খানের ফেসবুক পোস্ট দেখে অনেকে প্রশ্ন করেছেন, কারাগারে থেকে তিনি কীভাবে ফেসবুক ব্যবহার করলেন, কীভাবে মোবাইল ব্যবহার করলেন? অনেকে এটা তার পোস্ট ও ব্যক্তিগত মতামত কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
তার এলাকার কিছু লোক তার আইডি মেনশন দিয়ে বলছে, ফারুক খানের আইডি হ্যাক হয়েছে।