সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০ মাঘ ১৪৩১
Dhaka Prokash

আ.লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে: প্রেস সচিব  

প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম। ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের লিফলেট যারাই বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রেসসচিব শফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মেদ।

শফিকুল আলম বলেন, ‘আমাদের কড়া বার্তা, যারাই পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে।’
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা চালাচ্ছে বলেও জানান তিনি।

প্রেসসচিব বলেন, পরিষদ জানিয়েছে ৫ আগস্টের পর বিভিন্ন ঘটনায় ২৩ জন‌ মারা গেছে, যা মিথ্যা তথ্য।

এ ছাড়া ১৭৪টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওই সব ঘটনার তথ্য পায়নি।

Header Ad
Header Ad

টানা দ্বিতীয় শিরোপা থেকে এক জয় দূরে ফরচুন বরিশাল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে মোহাম্মদ আলির ৫ উইকেট শিকার এবং তাওহীদ হৃদয়ের আসরসেরা ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল।

আগামী বুধবার (৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের প্রতিপক্ষ হবে খুলনা টাইগার্স।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চিটাগং কিংস। তবে শুরু থেকেই চাপে পড়ে তারা। বরিশালের ক্যারিবীয় তারকা কাইল মায়ার্স প্রথম ১৩ বলের মধ্যেই খাজা নাফায় ও গ্রাহাম ক্লার্ককে ফিরিয়ে দেন। এরপরই নামেন মোহাম্মদ আলি, যিনি তার বিপিএল অভিষেক ম্যাচেই বাজিমাত করেন।

এই পাকিস্তানি পেসার ২৪ রানে ৫ উইকেট নিয়ে বিপিএল অভিষেকে ফাইফার পাওয়া দ্বিতীয় বোলার হিসেবে ইতিহাস গড়েন। শুধু তাই নয়, এক ওভারে ৪ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে বিরল কীর্তি গড়েন তিনি।

তবে শামীম হোসেন পাটোয়ারি ও পারভেজ হোসেন ইমন প্রতিরোধ গড়ে তুলেছিলেন। পঞ্চম উইকেটে ৫০ বলে ৭৭ রানের জুটি গড়ে লড়াইয়ের পুঁজি এনে দেন তারা। শামীম মাত্র ৪৭ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেন। ইমন ৩৬ বলে ৩৬ রান করেন। তবে দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় চিটাগং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি তুলতে পারেনি।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং উপহার দেয় বরিশাল। ওপেনিং জুটিতে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ৫৫ রান যোগ করেন তাওহীদ হৃদয়। নবম ওভারে ২৬ বলে ২৯ রান করা তামিম ফিরে গেলেও বরিশালের জয়ের পথে কোনো বাধা আসেনি।

এরপর হৃদয়ের সঙ্গে যোগ দেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৯৫ রানের জুটি গড়ে দলকে ১৬ বল হাতে রেখেই জয় এনে দেন। মালান ২২ বলে ৩৪ রান করেন। অন্যদিকে, হৃদয় ৯টি চার ও ২টি ছক্কায় ৫৬ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন, যা এবারের বিপিএলে তার সেরা পারফরম্যান্স।

এই জয়ের ফলে বরিশাল টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল। এখন তাদের সামনে মাত্র এক বাধা—বিপিএল ফাইনাল।

Header Ad
Header Ad

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, ৭ দিনের মধ্যে সিদ্ধান্তের আশ্বাস

ছবি: সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী সাত দিনের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস পাওয়ার পর তারা এ সিদ্ধান্ত নেন।

সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান এবং সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। এ সময় অনশনরত এক শিক্ষার্থীকে অধ্যক্ষ নিজ হাতে প্যাকেটজাত আমের জুস পান করান।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা পুনরায় নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

এর আগে, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আন্দোলনের চাপ মোকাবিলায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়।

টানা পাঁচ দিনের আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা প্রথমে সড়ক অবরোধ করেন, পরে রেলপথে অবস্থান নেন। তবে সরকার থেকে আশ্বাস পাওয়ার পর আপাতত তারা তাদের আন্দোলন স্থগিত করেছেন।

Header Ad
Header Ad

নারী ভক্তদের চুম্বন বিতর্কে উদিত নারায়ণ: বললেন, ‘সবটাই জনপ্রিয়তার কারণে’

সংগীতশিল্পী উদিত নারায়ণ। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ নতুন এক বিতর্কে জড়িয়েছেন। কনসার্ট চলাকালীন নারী ভক্তদের গালে ও ঠোঁটে চুম্বন করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ৭০ বছর বয়সী এই গায়ক। ভাইরাল হওয়া ভিডিওতে তার আচরণ দেখে অনেকেই বিস্মিত ও হতাশ। তবে এসব সমালোচনা নিয়ে একেবারেই চিন্তিত নন উদিত। বরং তার দাবি, এটি তার জনপ্রিয়তা বাড়িয়েছে এবং তিনি ভক্তদের খুশি করতেই এমনটা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিতর্কিত এই ঘটনা মাসখানেক আগের হলেও তা সম্প্রতি আলোচনায় আসে। ব্যাপক সমালোচনার মুখে উদিত নারায়ণ ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “এটা নতুন কিছু নয়। এর আগেও এমন হয়েছে। নারী ভক্তদের চুম্বন করেছি, সবটাই জনপ্রিয়তার কারণে।”

‘প্যাহেলা নেশা’, ‘জাদু তেরে নজর’, ‘তেরে নাম’-এর মতো বহু হিট গানের শিল্পী উদিত নারায়ণ আরও বলেন, “ভক্তরা আমাকে ভালোবাসেন, আমি কেমন মানুষ তা তারা জানেন। বহু মানুষ আমাকে অনুপ্রাণিত করেন, আর তারা ভালোবাসা প্রকাশ করতে চাইলে তা গ্রহণ করাই স্বাভাবিক। প্রচুর ভিড় হয়েছিল, কেউ সেলফি তুলতে চেয়েছেন, কেউ হাত মিলিয়েছেন, আবার কেউ আমার হাতে চুম্বন করেছেন। এতে অযথা বিতর্কের কিছু নেই।”

 

ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, “আমার পরিবারে কখনো কোনো বিতর্ক ছিল না। কিন্তু এখন যেন জোর করে বিতর্ক তৈরির চেষ্টা চলছে। আমার ছেলে আদিত্যও এসব থেকে দূরে থাকে। দীর্ঘ ৪৬ বছর বলিউডে কাজ করছি, কখনো আমার ইমেজ নষ্ট হয়নি। আমি সবসময় ভক্তদের ভালোবাসা সম্মান করেছি এবং আজও করি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ মঞ্চে তার জনপ্রিয় গান ‘টিপ টিপ বারসা পানি’ পরিবেশন করছেন। এসময় অনেক নারী ভক্ত মঞ্চের সামনে জড়ো হন। প্রথমে তারা দূর থেকেই সেলফি তোলার চেষ্টা করেন, কিন্তু উদিত নিজেই মাটিতে বসে তাদের সঙ্গে ছবি তোলেন এবং পরপর কয়েকজনের গালে চুম্বন করেন।

এই দৃশ্য ছড়িয়ে পড়ার পর অনেকে বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেছেন। কেউ মন্তব্য করেছেন, “ভাই, বয়স তো কম হলো না, এবার থামুন।” আরেকজন লিখেছেন, “বুড়ো বয়সে কি ভিমরতি হলো?” কেউ আবার মজা করে প্রশ্ন তুলেছেন, “এটা কি এআই দিয়ে বানানো?”

তবে উদিত নারায়ণের বক্তব্যই স্পষ্ট করেছে, ভিডিওটি কোনো এআই-সম্পাদিত নয়, বরং তার স্বাভাবিক আচরণ হিসেবেই তিনি এটিকে ব্যাখ্যা করেছেন। যদিও নেটিজেনরা তার এমন কর্মকাণ্ডকে মোটেও ইতিবাচকভাবে নেয়নি, বরং তা নিয়ে সমালোচনার ঝড় বইছে অনলাইনে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টানা দ্বিতীয় শিরোপা থেকে এক জয় দূরে ফরচুন বরিশাল
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, ৭ দিনের মধ্যে সিদ্ধান্তের আশ্বাস
নারী ভক্তদের চুম্বন বিতর্কে উদিত নারায়ণ: বললেন, ‘সবটাই জনপ্রিয়তার কারণে’
টাঙ্গাইলে রডমিস্ত্রিকে গলাকেটে হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষা, সৌদি আরবে গ্রেপ্তার ১০ পাকিস্তানি
আ.লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে: প্রেস সচিব  
আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার! শিক্ষা কর্মকর্তাকে প্রভাষকের হুমকি  
তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষ অতিষ্ঠ : স্বরাষ্ট্র উপদেষ্টা  
তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন
অনলাইনে মামলা দায়ের পদ্ধতি চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাইনা : সাবেক বিমানমন্ত্রী ফারুক খানের পোস্ট ভাইরাল
চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ : আদালতে প্রাঙ্গণে পলক  
১১ দফা দাবিতে মতিঝিলে শেয়ারবাজার বিনিয়োগকারীদের সমাবেশ
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘যুদ্ধ পরিস্থিতির’ মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার  
কেয়া গ্রুপের চেয়ারম্যান খালেক পাঠানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
রংপুরকে বিদায় করে বিপিএলের কোয়ালিফায়ারে খুলনা
টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৫২১ জনের বিরুদ্ধে মামলা
মহাখালীতে ট্রেন আটকে দিলো তিতুমীরের শিক্ষার্থীরা  
ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান