স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবিঃ সংগৃহীত
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘রেললাইন থেকে জনগণই তাদের তুলে দেবে।’
আজ সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সচিবালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে কারা জড়িত আপনারা সবাই তা বোঝেন, জানেন। তাদের আন্দোলনে সাধারণ মানুষও অতিষ্ঠ।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের রেললাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা উচিত।’
এ সময় তিনি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে যাতে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে, তার জন্য ব্যবস্থা নিয়েছে সরকার।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। ক্রমান্বয়ে আরও ভালো হবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে মোহাম্মদ আলির ৫ উইকেট শিকার এবং তাওহীদ হৃদয়ের আসরসেরা ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চিটাগং কিংস। তবে শুরু থেকেই চাপে পড়ে তারা। বরিশালের ক্যারিবীয় তারকা কাইল মায়ার্স প্রথম ১৩ বলের মধ্যেই খাজা নাফায় ও গ্রাহাম ক্লার্ককে ফিরিয়ে দেন। এরপরই নামেন মোহাম্মদ আলি, যিনি তার বিপিএল অভিষেক ম্যাচেই বাজিমাত করেন।
এই পাকিস্তানি পেসার ২৪ রানে ৫ উইকেট নিয়ে বিপিএল অভিষেকে ফাইফার পাওয়া দ্বিতীয় বোলার হিসেবে ইতিহাস গড়েন। শুধু তাই নয়, এক ওভারে ৪ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে বিরল কীর্তি গড়েন তিনি।
তবে শামীম হোসেন পাটোয়ারি ও পারভেজ হোসেন ইমন প্রতিরোধ গড়ে তুলেছিলেন। পঞ্চম উইকেটে ৫০ বলে ৭৭ রানের জুটি গড়ে লড়াইয়ের পুঁজি এনে দেন তারা। শামীম মাত্র ৪৭ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেন। ইমন ৩৬ বলে ৩৬ রান করেন। তবে দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় চিটাগং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি তুলতে পারেনি।
১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং উপহার দেয় বরিশাল। ওপেনিং জুটিতে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ৫৫ রান যোগ করেন তাওহীদ হৃদয়। নবম ওভারে ২৬ বলে ২৯ রান করা তামিম ফিরে গেলেও বরিশালের জয়ের পথে কোনো বাধা আসেনি।
এরপর হৃদয়ের সঙ্গে যোগ দেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৯৫ রানের জুটি গড়ে দলকে ১৬ বল হাতে রেখেই জয় এনে দেন। মালান ২২ বলে ৩৪ রান করেন। অন্যদিকে, হৃদয় ৯টি চার ও ২টি ছক্কায় ৫৬ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন, যা এবারের বিপিএলে তার সেরা পারফরম্যান্স।
এই জয়ের ফলে বরিশাল টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল। এখন তাদের সামনে মাত্র এক বাধা—বিপিএল ফাইনাল।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী সাত দিনের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস পাওয়ার পর তারা এ সিদ্ধান্ত নেন।
সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান এবং সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। এ সময় অনশনরত এক শিক্ষার্থীকে অধ্যক্ষ নিজ হাতে প্যাকেটজাত আমের জুস পান করান।
শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা পুনরায় নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
এর আগে, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আন্দোলনের চাপ মোকাবিলায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়।
টানা পাঁচ দিনের আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা প্রথমে সড়ক অবরোধ করেন, পরে রেলপথে অবস্থান নেন। তবে সরকার থেকে আশ্বাস পাওয়ার পর আপাতত তারা তাদের আন্দোলন স্থগিত করেছেন।
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ নতুন এক বিতর্কে জড়িয়েছেন। কনসার্ট চলাকালীন নারী ভক্তদের গালে ও ঠোঁটে চুম্বন করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ৭০ বছর বয়সী এই গায়ক। ভাইরাল হওয়া ভিডিওতে তার আচরণ দেখে অনেকেই বিস্মিত ও হতাশ। তবে এসব সমালোচনা নিয়ে একেবারেই চিন্তিত নন উদিত। বরং তার দাবি, এটি তার জনপ্রিয়তা বাড়িয়েছে এবং তিনি ভক্তদের খুশি করতেই এমনটা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিতর্কিত এই ঘটনা মাসখানেক আগের হলেও তা সম্প্রতি আলোচনায় আসে। ব্যাপক সমালোচনার মুখে উদিত নারায়ণ ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “এটা নতুন কিছু নয়। এর আগেও এমন হয়েছে। নারী ভক্তদের চুম্বন করেছি, সবটাই জনপ্রিয়তার কারণে।”
‘প্যাহেলা নেশা’, ‘জাদু তেরে নজর’, ‘তেরে নাম’-এর মতো বহু হিট গানের শিল্পী উদিত নারায়ণ আরও বলেন, “ভক্তরা আমাকে ভালোবাসেন, আমি কেমন মানুষ তা তারা জানেন। বহু মানুষ আমাকে অনুপ্রাণিত করেন, আর তারা ভালোবাসা প্রকাশ করতে চাইলে তা গ্রহণ করাই স্বাভাবিক। প্রচুর ভিড় হয়েছিল, কেউ সেলফি তুলতে চেয়েছেন, কেউ হাত মিলিয়েছেন, আবার কেউ আমার হাতে চুম্বন করেছেন। এতে অযথা বিতর্কের কিছু নেই।”
তিনি আরও বলেন, “আমার পরিবারে কখনো কোনো বিতর্ক ছিল না। কিন্তু এখন যেন জোর করে বিতর্ক তৈরির চেষ্টা চলছে। আমার ছেলে আদিত্যও এসব থেকে দূরে থাকে। দীর্ঘ ৪৬ বছর বলিউডে কাজ করছি, কখনো আমার ইমেজ নষ্ট হয়নি। আমি সবসময় ভক্তদের ভালোবাসা সম্মান করেছি এবং আজও করি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ মঞ্চে তার জনপ্রিয় গান ‘টিপ টিপ বারসা পানি’ পরিবেশন করছেন। এসময় অনেক নারী ভক্ত মঞ্চের সামনে জড়ো হন। প্রথমে তারা দূর থেকেই সেলফি তোলার চেষ্টা করেন, কিন্তু উদিত নিজেই মাটিতে বসে তাদের সঙ্গে ছবি তোলেন এবং পরপর কয়েকজনের গালে চুম্বন করেন।
এই দৃশ্য ছড়িয়ে পড়ার পর অনেকে বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেছেন। কেউ মন্তব্য করেছেন, “ভাই, বয়স তো কম হলো না, এবার থামুন।” আরেকজন লিখেছেন, “বুড়ো বয়সে কি ভিমরতি হলো?” কেউ আবার মজা করে প্রশ্ন তুলেছেন, “এটা কি এআই দিয়ে বানানো?”
তবে উদিত নারায়ণের বক্তব্যই স্পষ্ট করেছে, ভিডিওটি কোনো এআই-সম্পাদিত নয়, বরং তার স্বাভাবিক আচরণ হিসেবেই তিনি এটিকে ব্যাখ্যা করেছেন। যদিও নেটিজেনরা তার এমন কর্মকাণ্ডকে মোটেও ইতিবাচকভাবে নেয়নি, বরং তা নিয়ে সমালোচনার ঝড় বইছে অনলাইনে।