বিয়ে করতে আর ট্যাক্স দিতে হবে না: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকার বিয়ে সম্পাদনে আরোপিত কর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন।
আইন উপদেষ্টা জানান, বিয়ের ওপর কর আরোপ অযৌক্তিক ছিল এবং এটি জনগণের জন্য বাড়তি চাপ তৈরি করত। এ কর বাতিলের মাধ্যমে বিয়ে প্রক্রিয়া সহজতর হলো।
তিনি আরও বলেন, বিয়ের ফরমে "বিবাহিতা" ও "কুমারী" শব্দ উল্লেখ করা হতো, যা মেয়েদের জন্য অমর্যাদাকর। এখন তা পরিবর্তন করে "অবিবাহিতা" করা হয়েছে। এছাড়া আরও অনেক ছোটখাটো সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সিটি করপোরেশন মডেল ট্যাক্স তফসিল ২০১৬ অনুযায়ী, একাধিক বিয়ের ক্ষেত্রে বিভিন্ন কর নির্ধারিত ছিল:
- প্রথম বিয়ের জন্য ১০০ টাকা কর।
- প্রথম স্ত্রীর জীবিত অবস্থায় দ্বিতীয় বিয়ের জন্য ৫,০০০ টাকা।
- তৃতীয় বিয়ের জন্য ২০,০০০ টাকা।
- চতুর্থ বিয়ের জন্য ৫০,০০০ টাকা।
তবে, স্ত্রী মানসিকভাবে অসুস্থ বা নিঃসন্তান হলে এই নিয়ম শিথিল করে ২০০ টাকা ফি ধার্য করা হয়েছিল।
আইন উপদেষ্টার মতে, এই কর বাতিল করার মাধ্যমে জনগণের ওপর থেকে একটি অপ্রয়োজনীয় বোঝা দূর হলো এবং বিয়ের প্রক্রিয়া আরও সহজ হবে।