গণমাধ্যমকে হুমকি দিলে আইনি ব্যবস্থা নেবে সরকার
ছবি: সংগৃহীত
সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমকে হুমকি ও ঘেরাও করার ঘোষণার তথ্যে নিন্দা জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেরকম কিছু ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি বাংলাদেশের কয়েকটি মিডিয়াকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘোষণার বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অবহিত হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য হল- বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে।
“মিডিয়াকে হুমকি দেওয়াসহ ঘেরাওয়ের ঘোষণায় মন্ত্রণালয় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমকে হুমকি দেওয়া হয়েছে। শনিবার একটি দৈনিকের কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করে ওইসব পোস্টে বলা হয়েছে, তারা এখনও বিভিন্ন প্রতিবেদনে আওয়ামী ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের পক্ষ নিচ্ছে।