এমন গরম চলতে পারে আরও তিন দিন

রাজধানীসহ বৃষ্টিহীন সারাদেশ। তাপমাত্রা ক্রমেই বাড়ছে। গতকাল মঙ্গলবার দেশের ছয় জেলার উপর দিয়ে বয়ে গেছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবারও দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদেরা বলছেন, তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি পর্যন্ত হলেও চলতি ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়ার আশঙ্কা নেই। এমন গরম আরও অন্তত তিন দিন চলতে পারে বলে অনুমান করছেন তারা। তবে এরপর বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছেন।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, আগামী অন্তত তিন থেকে চার দিন তাপমাত্রা বাড়তে পারে। এটা রাজধানী এবং দেশের অন্যত্রও বাড়বে। তবে আগে যে ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়ে প্রচণ্ড দাবদাহ সৃষ্টি হয়েছিল, তেমনটা হওয়ার আশঙ্কা কম।
তিনি মনে করেন, তাপমাত্রা এ দফায় বেড়ে সর্বোচ্চ ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
দেশে গতকাল পর্যন্তও দুয়েকটি জায়গায় সামান্য হলেও বৃষ্টি হয়েছে। তবে আজ আবহাওয়ার বার্তায় দেখা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা দেশ বৃষ্টিহীন থাকতে পারে।
তবে আগামী শুক্র বা শনিবার থেকে দেশের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়াবিদ মো. বজলুর রহমান। তিনি বলেন, মে মাসের শুরুতে বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে। আর সে সময় বৃষ্টি টানা তিন থেকে চার দিন হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলছিলেন, মে মাসের শুরুতে হওয়া বৃষ্টির পর তাপমাত্রা আবার কমতে শুরু হতে পারে।
এদিকে আজ (১৬ এপ্রিল) সকাল নয়টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা কম। আর সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, ফেনী, পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি শুধু চলবেই না, দেশের আরও নতুন এলাকায় তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।
গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল বান্দরবানে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে তাপপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে।
কেএম/এসএন
