বাড়ির পানে ছুটছে মানুষ

ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ির পানে ছুটছে রাজধানীতে বাস করা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এ কারণে ভিড় দেখা গেছে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলোতে।
বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা থেকেই বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় ছিল।
দূরপাল্লার বেশিরভাগ বাসেরই অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় যাত্রীদের অপেক্ষা শুধু বাড়ি ফেরার নির্ধারিত বাসে চড়ার। পুরোদমে বাসে ঈদযাত্রার শুরুর প্রথম দিনে প্রায় সব গাড়িকেই সঠিক সময়ে নির্ধারিত স্টপেজ ছেড়ে যেতে দেখা গেছে।
এ ছাড়া গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত চলাচল করা লোকাল বাসেও ভিড় লক্ষ্য করা গেছে। আজ সড়কেও যানহবাহনের উপস্থিতি ছিল চোখে পড়াম মত। মূলত ঈদযাত্রায় সাধারণ মানুষের চাপ সামাল দিতে যানবাহন বাড়িয়েছে বিভিন্ন পরিবহন কর্তৃপক্ষ।
মহাখালী বাসস্ট্যান্ডের হানিফ কাউন্টারের সেলস সুপারভাইজার আজগর মিয়া বলেন, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রুটে বাস বাড়ানো হয়েছে। একইসঙ্গে ভাড়া অপরিবর্তিত রাখা হচ্ছে।
অন্যদিকে, ঈদ-উল-ফিতরের যাত্রাকে নিরাপদ করতে নজরদারি ও টহল বাড়িয়েছে পুলিশ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে তাদের।
গাবতলী বাস টার্মিনালের ঈগল পরিবহনের সুপারভাইজার মিঠুন বলেন, গতকাল রাত থেকেই আজ ভোর সকাল পর্যন্ত অসংখ্য মানুষ আমাদের সংশ্লিষ্ট পরিবহনে করে ঢাকা ছাড়ছেন। নির্দিষ্ট সময়ে আমাদের যাত্রীদের টিকিট কাটা পরিবহন গাবতলী অবস্থান করছে এবং তাদের গন্তব্য নিয়ে যাচ্ছে। তবে রাতে গাবতলী রোডে অতিরিক্ত যাত্রীদের চাপ থাকায় একটু যানজট ছিল।
যশোরের যাত্রী শোভন বলেন, আমি সরকারি চাকরি করি। মঙ্গলবারই ঢাকা ছাড়তাম। কিন্তু টিকিট পাইনি। এজন্য আজ ভোরে রওনা হয়েছি।
মাগুরায় পরিবারের সঙ্গে ঈদ কাটাতে গ্রামের বাড়িতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ আলম মিয়া। তিনি বলেন, সারাবছর তো ঢাকাতে থাকি দুই ঈদ পরিবারের সঙ্গে গিয়ে করি।
কেএম/আরএ/
