উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা তামিমের

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
দেশসেরা ওপেনার এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক দিনের ব্যবধানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন অল্প অল্প করে হাঁটাচলা করতে পারছেন এবং খাওয়া-দাওয়াও ঠিকমতো করছেন।
এর পরিপ্রেক্ষিতে, গতকাল গাজীপুরের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে। ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এবং পরিবারের সম্মতিতে তাকে ঢাকায় আনা হয়েছে।
তামিমের হার্ট অ্যাটাক হওয়ার পর, বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে তার হার্টে দুটি রিং পরানো হয়। চিকিৎসকদের মতে, তামিমকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও তিন মাস সময় লাগবে। আপাতত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তামিম। চিকিৎসকের এপয়েন্টমেন্ট নেওয়া এবং ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য রওনা দেবেন। তামিমের সঙ্গে তার পরিবারের সদস্য, বরিশালের কর্ণধার মিজানুর রহমানও থাইল্যান্ড যাবেন।

মিজানুর রহমান গতকাল রাতে বলেন, "বিদেশে উন্নত চিকিৎসার জন্য তামিমকে নিয়ে যাওয়া হচ্ছে, থাইল্যান্ডে যাওয়ার জন্য চেষ্টা চলছে। আমি অবশ্যই তার সাথে যাবো ইনশাআল্লাহ।"
তামিমের অসুস্থতার কারণ সম্পর্কে তিনি আরও বলেন, "ডাক্তারের মতে, তামিমের পানিশূন্যতা ছিল, ঠিকমতো পানি খাওয়া হয়নি, এবং রাতে ঘুমও হয়নি ঠিকভাবে। রোজার সময় ডিপিএল খেলা তার শরীরের উপর চাপ ফেলেছিল, তাই এটি হতে পারে কারণ।"
তামিমকে দেখতে গিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার মানসিক শক্তির প্রশংসা করেছেন। তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে তামিম বেঁচে আছেন। দীর্ঘ সময় পালস না থাকার পরেও তার শরীরে বড় ধরনের ফিজিক্যাল ড্যামেজ হয়নি, যা একটা বড় আশীর্বাদ। তার মানসিক শক্তি দেখে আমি আশাবাদী, দ্রুত তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন।”
