চার দিনের সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় তার বহনকারী ফ্লাইটটি হাইনান প্রদেশের কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে অবতরণ করে। সেখানে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর তাকে স্বাগত জানান।
প্রধান উপদেষ্টা হিসেবে এটিই তার প্রথম চীন সফর। ধারণা করা হচ্ছে, এই সফরের মাধ্যমে ঢাকা-বেইজিং সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রধান উপদেষ্টা আগামীকাল ২৭ মার্চ হাইনান প্রদেশে অনুষ্ঠিতব্য "দ্য ব্যুরো ফোরাম ফর এশিয়ার" বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। এরপর ২৮ মার্চ তিনি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, এই সফরে বড় কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই। তবে, ছয় থেকে আটটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের সীমিত মেয়াদের কারণে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা কম। তবে এই সমঝোতাগুলো ভবিষ্যৎ সরকারের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করবে।
চীনের সঙ্গে আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে:
বাংলাদেশের জন্য ১ থেকে ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা
মোংলা বন্দরের আধুনিকায়নে অর্থায়ন
কয়েকটি অবকাঠামো প্রকল্পের জন্য চীনের বিনিয়োগ
সফরের শেষ দিনে ড. মুহাম্মদ ইউনূস চীনের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে মতবিনিময় করবেন।
