আর্মেনিয়ার পর কোনো গণহত্যাকে স্বীকৃতি দেয়নি জাতিসংঘ: প্রতিমন্ত্রী
আর্মেনিয়ার গণহত্যার পরে আর কোনো গণহত্যাকে জাতিসংঘ স্বীকৃতি দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘে একটি গণহত্যা দিবস আছে এবং সে কারণে ২৫ মার্চ বিশ্বব্যাপী গণহত্যা দিবস করা যাবে না। তাই যেসব রাষ্ট্র রোহিঙ্গাদের উপর গণহত্যা হয়েছে বলছে; তাদের আমরা বলেছি-বাংলাদেশে আরও ব্যপক গণহত্যা হয়েছে এবং সেটিকেও স্বীকৃতি দিন।
১৯৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনী বাংলাদেশিদের উপর গণহত্যা চালিয়েছিল, সেটি বারবার বলাটা জরুরি উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ কাজে গণমাধ্যম, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো সহায়তা প্রয়োজন।
১৯৭১ সালে ভূ-রাজনৈতিক কারণে অনেক দেশ বাংলাদেশের বিরোধিতা করেছে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, আবার অনেকে প্রচ্ছন্নভাবে পাকিস্তানকে সহায়তা করেছে। কিন্তু বর্তমানে তাদের অনেকের অবস্থানের পরিবর্তন হয়েছে।
আরইউ/এমএমএ/