আগামী বাজেটে সিগারেটে কর বাড়বে না: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান। ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান জানিয়েছেন যে আসন্ন বাজেটে সিগারেটের উপর নতুন কোনো কর আরোপ করা হবে না। আজ সকালে জাতীয় রাজস্ব বোর্ডে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা জানান তিনি।
মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ জানিয়েছে, সিম কার্ডের উপর আরোপিত ৩০০ টাকা করের কারণে তাদের গ্রাহক সংখ্যা এক কোটি কমে গেছে। তারা এই কর প্রত্যাহারের পাশাপাশি মোবাইল খাতে বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক ট্যাক্স এবং এক শতাংশ চার্জ পুরোপুরি তুলে নেওয়ার দাবি জানিয়েছে।
অন্যদিকে, সিগারেট উৎপাদনকারীদের সংগঠন এনসিএমএ ধীরে ধীরে সিগারেট খাতে কর আরোপের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, অতিরিক্ত কর আরোপ করলে দেশে চোরাই সিগারেটের সরবরাহ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এনবিআর চেয়ারম্যান সিগারেট খাতে নকল বিড়ির সরবরাহ বন্ধ করার বিষয়ে সতর্ক করে বলেন, সবচেয়ে কম দামি সিগারেটের দাম আট টাকা রাখা লাভজনক নয়, বরং এটি ১০ টাকা করা উচিত। তিনি আরও বলেন, "মানুষ খাবে ১০ টাকা দিয়ে, না হলে ছেড়ে দিবে। রেভিনিউ নিয়ে চিন্তা করার আগে মানুষের জীবন রক্ষা করা জরুরি।"
এই আলোচনা থেকে বোঝা যায়, সিগারেট খাতে কর বৃদ্ধির পরিবর্তে মূলত নকল সিগারেট ও বিড়ির সরবরাহ বন্ধের দিকে গুরুত্ব দিচ্ছে এনবিআর।
