তিস্তাপাড়ে খাল খনন: নয়াদিল্লিকে ঢাকার কূটনৈতিকপত্র
তিস্তাপাড়ে দুটি খাল খননের বিষয়ে নয়াদিল্লির কাছে কূটনৈতিকপত্রের (নোট ভারবাল) মাধ্যমে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
রবিবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র সচিব।
পানিসম্পদ মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে কিনা আমি জানি না উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা নোট ভারবালের মাধ্যমে তথ্য জানতে চেয়েছি।
কূটনৈতিকপত্রে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, এটা হয়তো তাদের অনেকদিন আগেরই প্ল্যান। তবে এখনো কিছু তো হয়নি।
গত ১৬ মার্চ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সাংবাদিকদের জানান, তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ভারত সরকারকে চিঠি পাঠানো হবে।
সম্প্রতি ভারতের গণমাধ্যমে খবরে বলা হয়, কৃষিকাজের জন্য পানি সরাতে তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খনন করবে পশ্চিমবঙ্গ সরকারের সেচ বিভাগ।
সংশ্লিষ্টরা বলছেন, এটা করা হলে বাংলাদেশ তিস্তার পানির হিস্যা থেকে আরও বঞ্চিত হবে। বাংলাদেশের উত্তরাঞ্চলের বিশাল এলাকার জীবন-জীবিকা মূলত তিস্তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
আরইউ/এমএমএ/