অংশ নিচ্ছেন ১০০ প্রতিনিধি
আজ ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু
আজ শনিবার (৪ ডিসেম্বর) থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। এতে যোগ দিচ্ছেন ৫০ দেশের ১০০ জন প্রতিনিধি। এবারের শান্তি সম্মেলন থেকে ‘ঢাকা শান্তি ঘোষণা’ গৃহীত হবে।
সংশ্লিষ্টরা জানান, সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ৬০ জন সশরীরে এবং ৪০ জন ভার্চুয়ালি যোগ দিচ্ছেন। অংশগ্রহণ করবেন রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিকরা।
সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, নোবেল জয়ী কৈলাশ সত্যার্থী, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা, ব্রিটেনের সাবেক ফার্স্ট লেডি শেরি ব্লেয়ারের মতো ব্যক্তিরা।
গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেলা ৩টায় ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে শান্তি সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। তারপর দিনব্যাপী বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁও হোটেল ও ফরেন সার্ভিস একাডেমিতে হবে শান্তি সম্মেলনের বিভিন্ন পর্ব। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। প্যানেল আলোচনা হবে ফরেন সার্ভিস একাডেমিতে।
সম্মেলনের শেষ দিন (৫ ডিসেম্বর) সকাল ৯টায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিশ্ব শান্তি সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব সায়মা ওয়াজেদ।
একই দিন দুপুর আড়াইটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর বিকেল সোয়া চারটায় বক্তৃতা রাখবেন সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরদিন (৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করবেন অতিথিরা।
এসআইএইচ/