একাত্তরের কিলোফাইটারদের স্মৃতিচারণে 'আকাশ পথের মুক্তিসেনা'
মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস সম্পর্কে বক্তব্য রাখেন গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম।
মুক্তিযুদ্ধ জাদুঘরে ১৯৭১ সালের কিলোফাইটারদের (বিমান যোদ্ধা) নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান 'আকাশ পথের মুক্তিসেনা' অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় শেরে বাংলা নগরীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠানটি আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।
১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর কিলো ফ্লাইট গঠনের মাধ্যমে জন্ম নেয় বাংলাদেশ বিমান বাহিনী। একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলার আকাশপথে ফুটে উঠে এক নতুন দিগন্ত। মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া সে সকল ঘটনাকে স্মৃতিচারণ করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর প্রতীক ক্যাপ্টেন কাজী আলমগীর ছাত্তার, বীর উত্তম ও গ্রুপ ক্যাপ্টেন জনাব শামসুল আলম। এ সময় কিলোফাইটারদের নিয়ে নির্মিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে কিলোফাইটারদের অবদানের উপর সূচনা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী। এরপর একাত্তরের মুক্তিযুদ্ধে অবদান ও কিলোফাইটারদের স্মৃতিচারণে বক্তব্য রাখেন বীরপ্রতীক ক্যাপ্টেন কাজী আলমগীর সাত্তার। তিনি তার বক্তব্যে বাংলাদেশ বিমান বাহিনী গঠন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বর্ণনা করেন।
একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস সম্পর্কে বর্ণনা দিয়ে আরও বক্তব্য রাখেন বীর উত্তম ও গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের।
পরে মুক্তিযুদ্ধ জাদুঘরে কিলোফাইটারগণ অনুষ্ঠানে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাদুঘরে প্রদর্শিত মুক্তিযুদ্ধে ব্যবহৃত হেলিকপ্টার ও যুদ্ধ বিমানের পরিচয় এবং একাত্তরের মুক্তিযুদ্ধে কিলোফাইটারদের অভিযান সম্পর্কে বর্ণনা করেন।