অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মেহেদী গ্রেফতার
অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মেহেদী আলমকে গ্রেফতার করেছে র্যাব
অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মেহেদী আলমকে গ্রেফতার করেছে র্যাব। পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও তার আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন তিনি।
তার নামে ঢাকার বিভিন্ন থানায় অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) ভোররাতে রাজধানীর পল্টন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, এ সময় যুবরাজ খান নামে মেহেদীর এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।
অভিযানের সময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়াও সেখান থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সম্রাটের সহযোগী হিসেবে শীর্ষ সন্ত্রাসী মো. মেহেদী পল্টন, মতিঝিল, শাহজাহানপুর এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালাতেন। পরে অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৩ তদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর একটি আভিযানিক দল পল্টনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, মেহেদী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার কাজে এসব অবৈধ অস্ত্রসমূহ ব্যবহার করে আসছিল। মেহেদীর নেতৃত্বে তার সহযোগীরা অস্ত্র প্রদর্শন করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করত এবং সাধারণ জনগণকে নির্যাতন ও হয়রানি করত।
এনএইচ/এমএমএ/