বুধবার, ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

আওয়ামী লীগ কখনই ভোট চুরি করে ক্ষমতায় আসেনি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশে নির্বাচনে যতটুক উন্নতি, যতটুকু সংস্কার এটা কিন্তু আওয়ামী লীগ এবং মহাজোট করে দিয়েছে। এরপরেও যদি কেউ নির্বাচনে না আসে সেখানে আমাদের কী করণীয়? আওয়ামী লীগ কখনই ভোট চুরি করে ক্ষমতায় আসবে না, আসেও নাই।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে কি না এমন প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, কোন দল নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের সিদ্ধান্ত। নির্বাচনে আসার ব্যাপারে দলগুলো সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, আমরা অবশ্যই চাই সব দল অংশগ্রহণ করুক।

তিনি বলেন, এতদিন কাজ করার পর নিশ্চয় আমরা চাইব যে সবাই আসুক। গত নির্বাচনে আলাপ-আলোচনা করলাম, নির্বাচনে আসল। নির্বাচনে এসে দেখা গেল ৩০০ আসনের বিপরীতে ৭০০ মনোনয়ন দিয়ে যখন নিজেরা হেরে গেল তখন সব দোষ কার? আমাদের। জনগণের কাজ করে জনগণের মন জয় করে জনগণের ভোট নিয়েই কিন্তু আওয়ামী লীগ বার বার ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনো কোনো মিলিটারি ডিকটেটরের পকেট থেকে বের হয়নি বা ইমার্জেন্সি দিয়ে কারও ক্ষমতা দখল করে কিন্তু আওয়ামী লীগ কখনই ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ভোটের মাধ্যমেই এসেছে, নির্বাচনের মাধ্যমেই এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, এদেশে নির্বাচনে যতটুকু উন্নতি, যতটুকু সংস্কার এটা কিন্তু আওয়ামী লীগ এবং মহাজোট করে দিয়েছে। এরপরেও যদি কেউ না আসে সেখানে আমাদের কী করণীয়? এখন হারব বলে আসব না বা এমন কিছু যা সবাইকে লোকমা তুলে খাইয়ে দিতে হবে, জিতিয়ে দিতে হবে, তবেই আসব, এটা তো আর হয় না। যেটা আগে করত। মিলিটারি ডিকটেটররা এটাই করেছে। এটা করে যাদের অভ্যাস তারা তো জনগণের কাছে যেতেই ভয় পায়। জনগণের সামনে ভোট চাইতে ভয় পায় এটা হলো বাস্তবতা। অগ্নি সন্ত্রাস করে যারা মানুষ হত্যা করেছে তাদেরকে কি মানুষ ভোট দেবে? কখনো দিতে পারে না। আগুনে পোড়া ঘা তো এখনো শুকায়নি। এখনো অনেকে কষ্ট করছে। হ্যাঁ আমরা চাই সব দল আসুক, ইলেকশন করুক। কার কোথায় কতটুকু যোগ্যতা আছে ভোটে দেখা যাবে।

তিনি বলেন, অন্তত আওয়ামী লীগ কখনই ভোট চুরি করে ক্ষমতায় আসবে না, আসেও নাই। আওয়ামী লীগ জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে। এখন বিশ্বব্যাপী অশান্ত পরিবেশ। ডিসেম্বরে আমরা আমাদের দলের সম্মেলন করব। দল সিদ্ধান্ত নেবে। পরবর্তী বছরেই নির্বাচন। নির্বাচনের প্রস্তুতি এখন থেকে নিচ্ছি। দেশে একটি মাত্র দল আমরা গঠনতন্ত্র মেনে চলি। প্রত্যেকটা ক্ষেত্রে গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকি। নির্বাচনে কী কী ওয়াদা করেছি কতটা বাস্তবায়ন করেছি আগামীতে কী করব সেটা আমরা নির্ধারণ করি।

বিদেশি দূতাবাসে বিএনপির দৌড়ঝাপ নিয়ে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপিকে জিজ্ঞেস করলে ভালো হয় নির্বাচনটা কে করে দেবে? বিএনপি ভুলে গেছে তাদের অতীতের কথা। বিএনপির সৃষ্টি দুর্ভাগ্য মিলিটারি ডিকটেটর। নির্বাচনে প্রহসন তাদের সৃষ্টি। বরং আমরা নির্বাচনটাকে এখন জনগণের কাছে নিয়ে গেছি। আমরা ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন, স্বচ্ছ ব্যালট বাক্স এবং মানুষ যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করেছি।

এসএম/এসজি

Header Ad
Header Ad

টাঙ্গাইলে রমজানে ব্যতিক্রমী উদ্যোগ, ১০ টাকায় ইফতার পাচ্ছেন সুবিধাবঞ্চিতরা

ছবি : ঢাকাপ্রকাশ

রমজান মাস উপলক্ষে টাঙ্গাইলের শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সমাজের অবহেলিত ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য মাত্র ১০ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

বুধবার (১২ মার্চ) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডের ইসলামী পাঠাগারের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতারের মধ্যে রয়েছে খেজুর, মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপী ও এক বোতল খাবার পানি।

দরিদ্র মর্জিনা বেগম বলেন, “গরীব হওয়ায় ভালো ইফতার করতে পারি না। আজ ১০ টাকায় ইফতার কিনেছি। প্রতিদিন এমন আয়োজন করা উচিত।” শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক আসলাম মিয়া জানান, “আমি প্রতিদিন ঠিকমত ইফতার করতে পারি না। এত খাবার ১০ টাকায় পেয়ে খুব খুশি।”

 

ছবি : ঢাকাপ্রকাশ

সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, “সুবিধাবঞ্চিত মানুষেরা যেন বিনা সংকোচে ১০ টাকায় ইফতার কিনতে পারেন, এজন্যই আমাদের এই উদ্যোগ। ইতোমধ্যে আমরা ইফতার বিক্রি শুরু করেছি। শহরের বিভিন্ন পয়েন্টে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও জানান, মাদ্রাসা, এতিমখানা, দুর্গম চর ও বস্তিতেও ইফতার আয়োজন করা হবে এবং ঈদের আগে দুস্থ পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ করা হবে। সমাজের বিত্তবানদের এই মহতী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Header Ad
Header Ad

হজযাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ করে দিল সরকার

ছবি: সংগৃহীত

সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, চলতি বছর ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, সৌদি আরব হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। এটি হজযাত্রীর পাসপোর্টের জন্মতারিখ অনুযায়ী গণনা করা হবে।

এই নির্দেশনা সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই কার্যকর থাকবে এবং হজযাত্রী নিবন্ধন, হজ এজেন্সি ও হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে এটি মেনে চলতে হবে।

উপসচিব মামুন আল ফারুক বলেন, “সৌদি সরকারের নির্দেশনা আমাদের মেনে চলতে হয়। ১৫ বছরের উপরে কেউ হজে যেতে চাইলে তাকে অবশ্যই প্রাক নিবন্ধন ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে এর নিচে বয়স হলে হজে যাওয়ার সুযোগ নেই।”

তবে, ১৫ বছর বয়সি নিবন্ধিত শিশু হজযাত্রী এবং প্রয়োজনে তাদের অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপনের সুযোগ রাখা হয়েছে।

Header Ad
Header Ad

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ তার আঠারো বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মাহমুদউল্লাহ এবার ওয়ানডে ফরম্যাটসহ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন।

বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মাহমুদউল্লাহ তার অবসরের ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, “সমস্ত প্রশংসা শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

পোস্টে তিনি তার সতীর্থ, কোচ, ভক্ত এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি তার ভাই এমদাদ উল্লাহর অবদান উল্লেখ করেন, যিনি তার শৈশব থেকে কোচ ও মেন্টর হিসেবে পাশে ছিলেন।

স্ত্রী ও সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহমুদউল্লাহ লেখেন, “সবশেষে ধন্যবাদ আমার স্ত্রী ও সন্তানদের, যারা সবসময় আমার পাশে ছিল, ভালো ও খারাপ সময়ে আমাকে সহায়তা করেছে। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজ জার্সিতে মিস করবে।”

অবসরের সিদ্ধান্তকে বাস্তবতার অংশ হিসেবে মেনে নিয়ে তিনি বলেন, “সবকিছু সবসময় পারফেক্টভাবে শেষ হয় না, তবে আপনাকে সেটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ।”

উল্লেখ্য, মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। শেষবার তিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের হয়ে মাঠে নামেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে রমজানে ব্যতিক্রমী উদ্যোগ, ১০ টাকায় ইফতার পাচ্ছেন সুবিধাবঞ্চিতরা
হজযাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ করে দিল সরকার
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ
টাঙ্গাইলে মুখে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ধর্ষকের কুশপুত্তলিকা দাহ
নওগাঁয় আগামী শনিবার খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না: জিএম কাদের
মসজিদে তিন জনকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার
লক্ষ্মীপুরে রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস, নেটিজেনদের ক্ষোভ
বিদেশ থাকা সত্ত্বেও কেন শেখ হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা!
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী নিজামীপুত্র মোমেন, বাদ পড়লেন ডা. বাসেত
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর, ভারত ও মোদিকে গালি!
শুক্রবার এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস
কুবি শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত
লাকিকে গ্রেফতারসহ পাঁচ দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল
সারাদেশে বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
আম্মার ভয়ে প্রেম করিনি, এখন আম্মাই বলে, তুমি খুঁজে আনো
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: ১ লাখ টাকায় সালিশের রায়, অভিযুক্ত গ্রেফতার
শেখ হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা