‘বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের কোনো ভয় নাই। আপনারা নির্ভয়ে ধর্ম পালন করুন। পুলিশ আপনাদের পাশে আছে।’
তিনি বলেন, ‘নির্ভয়ে আপনারা ধর্ম পালন করবেন। আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্রের পক্ষে পুলিশের। আর আমরা আপনাদের পাশে আছি।’
বুধবার (৫ অক্টোবর) ঢাকাপ্রকাশ-এর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা বিপদে-আপদে আপনাদের ভাই হিসেবে, যেভাবেই আমাদের মূল্যায়ন করেন না কেন আমরা সবসময় আপনাদের পাশে আছি।’
তিনি বলেন, ‘আমরা সবাই মিলে দেশ স্বাধীন করেছি। আমরা সবাই বাংলাদেশের নাগরিকও। আমরা বুঝিয়ে দিতে চাই বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।’
কেএম/এমএমএ/
