সত্যজিৎ রায়ের বাড়ি সংস্কারে সংসদীয় কমিটির সুপারিশ
কিশোরগঞ্জ জেলায় সত্যজিৎ রায়ের বাড়িটি সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা শ্রমিকদের জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার তাগিদ দেওয়া হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, আসাদুজ্জামান নূর, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং শেরীফা কাদের অংশগ্রহণ করেন।
গ্রামীণ লোকজ সংস্কৃতির শত বছরের ঐতিহ্য ‘যাত্রাপালা’ শিল্পকে টিকিয়ে রাখতে এবং এর উন্নতিকল্পে বাংলাদেশ শিল্পকলা একাডেমির করণীয় ও পরিকল্পনা স্থায়ী কমিটিকে অবহিত করা হয়।
এছাড়া সাংস্কৃতিক বলয় নির্মাণ করার লক্ষ্যে পূর্বাচলে ১০ একর জমি বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর নিকট একটি সারসংক্ষেপ প্রেরণের জন্য মন্ত্রণালয়কে বলেছে সংসদীয় কমিটি।
বৈঠকে কুমিল্লা জেলার কিংবদন্তী গীতিকার ও সুরকার মনীষী শচীন দেব বর্মণের বাড়িটি আন্তর্জাতিক মানের একটি সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র এবং মিউজিক্যাল আর্কাইভ এবং নীলফামারী জেলার নীল সাগর পর্যটন কেন্দ্রটি গেজেটভুক্তকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে কমিটি।
এছাড়া, যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক নিবন্ধিত যাত্রাদল বাংলাদেশের যে কোন অঞ্চলে যাত্রা প্রদর্শন করতে পারে সে লক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে অনুমতি দানে সহযোগিতা করতে চিঠি দিয়েছে কমিটি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর, প্রতত্ব অধিদপ্তরের মহাপরিচালকগণসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
এসএম/এএস