বাংলাদেশের ব্যাপারে ভারতের সব দলমত এক থাকে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে ভারত সব সময় আন্তরিকতার সঙ্গে দেখে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সফরে যার সঙ্গেই আমার কথা হয়েছে তাদের আন্তরিকতা সত্যি সব সময় ছিল, আছে এবং একটা বিষয় বাংলাদেশের ব্যাপারে ভারতের সব দলমত এক থাকে। এটা হলো বড় কথা।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার কিছু পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ভারত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকার প্রধান এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘৭১ সালে সব দলমত নির্বিশেষে এক হয়ে সমর্থন দিয়েছিল। আবার যখন স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন করি। ছিটমহল বিনিময়কালে ভারতের পার্লামেন্টে যখন আইনটা পাস হয় তখন কিন্তু সব দল এক হয়ে স্থল সীমানা চুক্তি আইনটা তারা পাস করেছিল। সেদিক থেকে বিবেচনা করতে পারেন বন্ধুপ্রতীম দেশ তাদের সঙ্গে অবশ্যই একটা সুসম্পর্ক থাকবে। হ্যা, এটা বাস্তব। একটা দেশের সঙ্গে নানা সমস্যা থাকতে পারে। আমি সব সময় মনে করি সমস্যাগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায়।
তিনি বলেন, আমাদের নিজেদের জন্যই দরকার। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আমাদের অনেক রেল সড়ক যোগাযোগ বন্ধ ছিল। আমি একে একে সেগুলো উন্মুক্ত করে দিচ্ছি। যেন ওই সব অঞ্চলে আমাদের জেলা উপজেলাগুলোর আর্থ সামাজিক উন্নয়ন গতিশীল হয়।
প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আপনি নিজে ভালো বন্ধু হলে সবাই ভালো থাকবে। আর যদি নিজে একটু এদিক ওদিক হন তাহলে তখন তো কেউ ভালো থাকে না। আমাদের পররাষ্ট্রনীতি আছে সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়। আমরা সেই নীতি নিয়েই চলছি। কারো সঙ্গে বিশেষ বন্ধুত্ব কারো সঙ্গে কম বন্ধুত্ব এটা না।
এসএম/আরএ/