'বাবা হাসি-খুশি মানুষ ছিলেন'
'আমার বাবা হাসি-খুশি মানুষ ছিলেন। উনি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন সব সময়। কিন্তু বাবা আর আমাদের মাঝে নেই। আপনারা সবাই দোয়া করবেন আমার বাবা যেন হাসিমুখেই জান্নাতে প্রবেশ করেন।' র্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের দ্বিতীয় জানাজায় কাঁদতে কাঁদতে এসব কথা বলেন তার বড় ছেলে আনান হোসেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) র্যাব সদরদপ্তরে শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে ইসমাইলের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার সহকর্মীরা আবেগাপ্লুত ও অশ্রুসিক্ত হয়ে পড়েন।
বাবার স্মৃতি স্মরণ করে আনান বলেন, 'আমি প্রতিদিন কোচিং শেষে বাসায় ফিরে আশা করতাম বাবা-মা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছেন অথবা টিভি রুমে বসে টিভি দেখছেন। আমি বাসায় ফেরার সঙ্গে সঙ্গে বাবা যা-ই কিছু করছিলেন না কেন তা থামিয়ে আমাকে হাসিমুখে বলতেন, বাবা, কেমন আছো।'
বাবা কখনো আমার সঙ্গে রাগ করলেও পরে বলতেন ‘তোমার ভালোর জন্যই এমন করেছি, তুমি মনে কিছু কইর না।’
‘আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন বাবাকে জান্নাত নসিব করেন। উনি যেভাবে হাসিমুখে সবার সঙ্গে কথা বলতেন, উনি যেন সেভাবে হাসিমুখে জান্নাতে প্রবেশ করেন’-বলেন আনান।
কেএম/এসএন