আইজিপির যুক্তরাষ্ট্রের ভিসার বিষয়টি দেখছে সরকার: পররাষ্ট্র সচিব

মার্কিন নিষেধাজ্ঞা থাকার পরও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবেন কি না সরকার তা আগেই জানার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
সোমবার (৮ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব এ কথা বলেন।
নিষেধাজ্ঞা থাকলেও জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার রেওয়াজ আছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, পুলিশ প্রধান এই সুবিধা পাবেন কিনা, সেটা সময়ের আগে বলা যাচ্ছে না
র ্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টি তুলে নেওয়া একটি আইনি প্রক্রিয়া উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, এতে স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অংশ নেওয়ার প্রশাংসা করেছে যুক্তরাষ্ট্র।
মানবাধিকার ইস্যুতে ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো ধরনের অপপ্রয়োগ থাকলে সেটি বাংলাদেশ কমাতে চায় বলেও জানান পররাষ্ট্র সচিব।
যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে ভিসা চেয়েছেন আইজিপি। পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভাষান চরে, সহযোগিতা করতে রাজি যুক্তরাষ্ট্র। আইসিজে তে সহযোগিতা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
মাসুদ বিন মোমেন আরও বলেন, তাইওয়ান ইস্যুতে জাতিসংঘ সনদের মূল নীতির উপর অটল থাকার অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র।
আরইউ/এমএমএ/
