ঢাকার মেয়র পাচ্ছেন মন্ত্রীর মর্যাদা

সরকার চারটি সিটি করপোরেশনের মেয়রকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদা দিচ্ছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে পূর্ণ মন্ত্রী এবং নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক মামুন মোর্শেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসকে পূর্ণ মন্ত্রী করা হচ্ছে।
চট্টগ্রাম-নারায়ণগঞ্জ মেয়র পাচ্ছেন প্রতিমন্ত্রীর মর্যাদা
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে বিষয়টি এখন প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী আগে উপমন্ত্রী মর্যাদা ভোগ করেছিলেন। এ ছাড়া, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করছেন।
এনএইচবি/এমএমএ/
