জ্বালানি তেলের মূল্য বিশ্ববাজারে কমলে সমন্বয় করা হবে: হাছান মাহমুদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে সেটা সমন্বয় করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে এবং এর প্রভাব বাংলাদেশের বাজারে পড়বে তখন জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।’
সোমবার (৮ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ঢাকাপ্রকাশ-এর প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এটা মানছি হঠাৎ করে জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ানোর কারণে মানুষ হতচকিত হয়ে পড়েছে। কিন্তু দাম বাড়ানো ছাড়া আর কোন উপায় ছিল না। বিশ্ববাজারে দাম কমার প্রভাব বাংলাদেশের বাজারে পড়ে দেড় থেকে দুই মাস পরে।
হাছান মাহমুদ বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীতে জ্বালানি তেলের দাম ৭০ শতাংশ থেকে একশ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকার জনগণের কথা চিন্তা করে জ্বালানি তেলের মূল্য গত বছর বৃদ্ধি করেনি।’
তিনি আরও বলেন, ‘২০২১-২২ অর্থবছরে জ্বালানি এবং বিদ্যুৎখাতে ৫৩ হাজার কোটি টাকা বা ৬ বিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে। অব্যাহতভাবে ভর্তুকি দেওয়া কোনো দেশের পক্ষে সম্ভবপর নয়। গত তিন মাসে বিপিসি সাড়ে ৮ হাজার কোটি টাকা লোকসান দিয়েছে অর্থাৎ প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকা। সেই প্রেক্ষাপটে কয়েকদিন আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে।’
এ সময় তিনি বিভিন্ন দেশের জ্বালানি তেলের মূল্য তুলে ধরেন।
এনএইচবি/এমএমএ/
