অতিরিক্ত ভাড়ার কাছে জিম্মি বাসযাত্রীরা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ডিজেল চালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. মনিরুল আলম ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। বাস ভাড়া বাড়ানো পর সাধারণ মানুষের বক্তব্য, অতিরিক্ত ভাড়ার আদায় করা বাস কর্তৃপক্ষের কাছে তারা জিম্মি। বাসযাত্রীরা বলছেন, ভাড়াতো নয়, তাদের উপর অত্যাচার চলছে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে দূরপাল্লায় ৪০ পয়সা এবং নগরে ৩৫ পয়সা বাড়ানো হয়েছে। তবে মানা হচ্ছে না সেই ভাড়া। বাড়তি ভাড়া কার্যকর হলেও রাজধানীর বিভিন্ন জায়গায় রবিবার সকাল থেকে দেখা দিয়েছে গণপরিবহন সংকট। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ।
রাজধানীতে প্রায় প্রতিটি বাসেই বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। তবে সেই অভিযোগ মানতে নারাজ বাস শ্রমিকরা। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা হলেও সেই ভাড়া ১৫ টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের। প্রতিটি বাসে নতুন ভাড়ার তালিকা থাকার কথা থাকলেও কোন বাসেই নেই সেই তালিকা। আবার কোথাও কোথাও সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করা হচ্ছে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে তর্কবিতর্ক হয়েছে পরিবহন শ্রমিকদের। ফলে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন। সকালে রাজধানীর ঘুড়ে এলাকা ঘুরে এমন চিত্র ছিলো চোখে পড়ার মত।
মহাখালীতে বলাকা বাসের যাত্রী হাবিবুর রহমান বলেন, আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেওয়া হচ্ছে। এতে করে আমাদের চলাচলের কষ্ট হচ্ছে।
এ দিকে দেখা গেছে, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিআরটিএ। বাসে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কি না সেই বিষয়গুলো দেখছেন বিআরটিএ'র পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার। তিনি বলেন, বাসে নির্ধারিত ভাড়ার বেশি নিয়েছে যারা তাদের জরিমানা করা হয়েছে।
নির্ধারিত নতুন ভাড়া অনুযায়ী মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসে ৩৫ পয়সা বাড়ানো হয়েছে। দূরপাল্লায় বাসভাড়া বাড়িয়েছে ৪০ পয়সা। ফলে এখন থেকে মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২ টাকা ৫০ পয়সা, মিনিবাসে ২ টাকা ৪০ পয়সা ভাড়া হবে। দূরপাল্লার বাসে ভাড়া হবে কিলোমিটারপ্রতি ২ টাকা ২০ পয়সা। আগে ভাড়া ছিল মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২ টাকা ১৫ পয়সা, মিনিবাসে ২ টাকা ১০ পয়সা ও দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৮০ পয়সা।
এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাতে ডিজেল, পেট্রল, কেরোসিন, ও অকটেনের দাম বাড়ায় সরকার। এতে করে প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬ ও পেট্রলে ৪৪ টাকা বেড়েছে। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় কিনতে হবে। আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।
কেএম/এএস
