জিডিআইতে যোগ দিতে বলেছে চীন: পররাষ্ট্রমন্ত্রী

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) ও গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই) নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে দেশটি গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে।
রবিবার (৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এর আগে সকালে রাজধানীর একটি হোটেলে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিডিআই হলো কোভিডের কারণে এখন যেসব দেশ উন্নয়ন করতে পারছে না তাদের সহযোগিতা নিয়ে চীনের একটি উদ্যোগ। ইতোমধ্যে ৩৬টি দেশ এই উদ্যোগে সামিল হয়েছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের প্রস্তাব আমরা নিয়েছি। তাদের বলেছি তোমাদের এটা আমরা স্টাডি করি। স্টাডি করে জানাব। হুট করে কোনো দলে যোগ দেওয়া যাবে না।
চীনের সঙ্গে থাকলে তো যুক্তরাষ্ট্র নারাজ হয় এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, চীনের সঙ্গে আছি মানে এক চীন নীতিকে সমর্থন করি। এজন্য যদি অন্য কেউ নাখোশ হয় তাহলে তাদের ম্যানেজ করতে হবে। বর্তমান বিশ্ব এখন যে অবস্থায় আছে তাতে এক পক্ষ নেওয়া হয়েই যায়। কিন্তু আমরা স্বাধীন-সার্বভৌম দেশ। সেই অনুযায়ী সিদ্ধান্ত নিই।
চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আমাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চান। সোনার বাংলা গড়তে সহায়তা করতে চান।
আরইউ/এসএন
