ব্যয় বেড়েছে ৪২ শতাংশ, ভাড়া বাড়ছে কত?
সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার পর শনিবার (৬ জুলাই) রাজধানীতে যানবাহন চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে। দূরপাল্লার যানবাহনও রাজধানী থেকে তুলনামূলক কম ছেড়েছে। সীমিতপরিসরে যেসব পরিবহন ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় গিয়েছে তারাও যাত্রীদের কাছ থেকে ভাড়া নিয়েছে বেশি।
এই অবস্থায় জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে শনিবার (৬ আগস্ট) বিকেলে পরিবহনমালিকদের নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সড়ক পরিবহনমালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ ঢাকাপ্রকাশ-কে বলেন, তেলের দাম বাড়ায় ভাড়া সমন্বয়ের জন্য বিআরটিএ বিকেলে বৈঠক ডেকেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বিআরটিএ ভাড়া নির্ধারণ করে দিবে।
তিনি জানান, জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন ব্যয় সাড়ে ৪২ শতাংশ বেড়েছে। আমরা সে কথা বিআরটিকে জানাব। তবে ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেবে বিআরটিএ।
এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ার পর শনিবার সকাল থেকে রাজধানীসহ সারাদেশেই গণপরিবহনের তীব্র সংকট দেখা দিয়েছে। রাজধানীতে সিএনজি চালিত গণপরিবহন চললেও বেশিরভাগ যানবাহন রাস্তায় নামেনি। যার ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় বের হওয়া যাত্রীদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) রাতে সরকার সবধরণের জ্বালানি দাম বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে। রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন এই দাম শুক্রবার দিবাগত রাত ১২টা অর্থাৎ (৬ আগস্ট) থেকে কার্যকর হয়।
এনএইচবি/এমএমএ/