তিন অর্থবছরে নগদ থেকে সাড়ে ৪ কোটি রাজস্ব পেয়েছে ডাক বিভাগ

তিন অর্থবছরে (৩৮ মাসে) ডিজিটাল লেনদেন ‘নগদ’ থেকে ৪ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব পেয়েছে ডাক বিভাগ। তবে নগদ কোন প্রক্রিয়ায় ডাক বিভাগের সঙ্গে যুক্ত হয়েছিল তার সঠিক ব্যাখা দিতে পারেনি ডাক বিভাগ ও নগদ কর্তৃপক্ষ।
বুধবার (৩ আগস্ট) বিকালে সংসদ ভবনে ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে এই তথ্য জানানো হয়। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ’নগদ’ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে তথ্য-উপাত্ত আগামী সভায় উপস্থাপন করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
এছাড়া দুর্গম চরাঞ্চল ও হাওর-বাওর অঞ্চলকে ডিজিলাটাইজেশনের আওতায় অর্ন্তভুক্ত করে সামাজিক দায়বদ্ধতা তহবিলের সহায়তায় আইসিটি সেবা সম্প্রসারণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
করোনা পরিস্থিতির উন্নতি হওয়া সাপেক্ষে কমিটির সদস্যদের নির্বাচনী এলাকায় ‘মুজিব জন্মশতবর্ষ’ উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজনে আইসিটি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য পুনরায় সুপারিশ করে কমিটি।
বৈঠকে টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) হাইটেক পার্ক ঘোষণা করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রণালয়কে উদ্যোগি হতে বলেছে কমিটি।
কমিটি সভাপতি এ.কে.এম রহমতুল্লাহ’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেনজীর আহমদ, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফাহমী গোলন্দাজ বাবেল, মো. নুরুল আমিন, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম এবং অপরাজিতা হক অংশগ্রহণ করেন।
কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শাহাদতবরণকারীদের এবং সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার রূহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত পরিচালনা করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিভিন্ন বিভাগ ও সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এসএম/
