কাজিদের কার্যক্রম তদারকি করার সুপারিশ
বিয়ে নিবন্ধন ফি সহজীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি। পাশাপাশি বিয়ে নিবন্ধন কার্যক্রমে কীভাবে জনভোগান্তি কমিয়ে আনা যায় তার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে কমিটি। কাজীদের কার্যক্রম মনিটরিং করার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রবিবার (৩১ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো. শামসুল হক টুকু, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার, সেলিম আলতাফ জর্জ ও খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
বৈষম্য বিরোধী বিল-২০২২ এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) বিল ২০২২ এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তী বৈঠকে অধিকতর পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ এবং আইন ও বিচার বিভাগ, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএম/এমএমএ/