অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার আল্লামা সিদ্দিকী
ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দিকীকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (৩১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এম. আল্লামা সিদ্দিকী বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। তার বর্ণাঢ্য কূটনৈতিক কর্মজীবনে সদর দফতরের পাশাপাশি টোকিও, কলকাতা, ইসলামাবাদ এবং লন্ডনের মতো বিদেশে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
ডেনমার্কের আগে এম. আল্লামা সিদ্দিকী তুর্কিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বহু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার।
সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে অনার্স ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
আরইউ/এমএমএ/