২৮ টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো ইসির সংলাপ
জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মতামত চাইতে সংলাপ করেছে নির্বাচন কমিশন। গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া সংলাপ শেষ হয় ৩১ জুলাই। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ মোট ২৮টি দল সংলাপে অংশগ্রহণ করেছে।
তবে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিসহ তাদের সমমনা ৯টি দল এই সংলাপ বর্জন করেছে।
এছাড়া নির্ধারিত সময়ের সংলাপে অংশগ্রহণ করতে না পারায় পুনরায় সময় চেয়ে দুটি দল আবেদন করেছে। সময় চেয়ে আবেদন করা দল দুটি হচ্ছে, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও জাতীয় পার্টি-জেপি।
বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি। সংলাপে অংশ নেওয়া দলগুলোর পক্ষ থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর পক্ষে বিপক্ষে মত দেয়া হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিকল্পেরধারা বাংলাদেশ ৩০০ আসনেই ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণের পক্ষে মতামত দিয়েছে।
কোন কোন দল নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনপ্রতিষ্ঠার প্রস্তাব করেছে।
এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছেই সহযোগিতা প্রত্যাশা করেছেন। তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে সুষ্ঠু ভোট অনুষ্ঠান করা সম্ভব নয়।
এসএম/