আগস্টে দেশজুড়ে থাকবে কঠোর নিরাপত্তা বলয়
আগামীকাল সোমবার (১ আগস্ট) থেকে সারাদেশে কঠোর নিরাপত্তার জোরদার রাখবে বাংলাদেশে পুলিশ। রবিবার (৩১ জুলাই) পুলিশ সদর দপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, এ বিষয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কিছু তথ্য দিয়েছেন। তিনি বলেন, আগস্ট মাসে দেশজুড়ে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা জোরদার।
পুলিশ সদর দপ্তর জানায়, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, রাজধানীর বনানী কবরস্থান ও টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিস্থলসহ দেশজুড়ে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের (এআইজি) মো. কামরুজ্জামান বলেন, যে কোনো উৎসব ও জাতীয় ইস্যুতে পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখে কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় সারাদেশে আগস্ট মাস জুড়ে থাকবে অতিরিক্ত নিরাপত্তা বলয়।
অবশ্য, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক এক আলোচনা সভায় বলেছেন, অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি মোকাবিলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা নজরদারি বাড়ানো নির্দেশ দেওয়া হয়েছে। যা আগস্ট মাসজুড়ে চলমান থাকবে।
মন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যাতে কেউ কোনোরকম অপপ্রচার চালাতে না পারে সে জন্য গোয়েন্দারা তৎপর থাকবে।
তিনি বলেন, যেকোনো ঘটনা মোকাবিলায় জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে এবং তারা কাজ করছে।
কেএম/এমএমএ/