ভোটের আনুপাতিক হার নিয়ে সরব হতে জাপাকে সিইসির পরামর্শ
আনুপাতিক হারে ভোটের প্রস্তাব দেন জাতীয় পার্টির মহাসচিব। জাপা মহাসচিবের প্রস্তাবনার বিপরীতে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘১০ বছর আগেই আপনারা প্রস্তাবটা উপস্থাপন করেছিলেন। এটা নিয়ে তো আপনাদের সরব হতে হবে। কাউকে না কাউকে একটা নেতৃত্বসুলভ ভূমিকা নিতে হবে। আপনি একটা সিস্টেমের কথা বলেছেন।’
রবিবার (৩১ জুলাই) দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। সেখানে জাতীয় পার্টির পক্ষ থেকে আনুপাতের প্রস্তাব করা হয়
ইসি দক্ষতা দেখালেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন না হলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানায় জাপা।
জাপার এই বক্তব্যের জবাবে সিইসি বলেন, ‘আপনি বলেছেন, সিস্টেম পরিবর্তন করতে হবে। বর্তমান যে সিস্টেম, আপনি যথার্থই স্বীকার করেছেন। এ সিস্টেমে আমি যত দক্ষতা, যোগ্যতা দেখাই না কেন সবার কাছে একেবারেই গ্রহণযোগ্য নির্বাচন উঠে আসা কঠিন।’
তিনি বলেন, ‘যার কারণে আমরা একটা সিস্টেমের উপর ডিপেন্ড করতে চাই। আজ আমাকে এত বড় চ্যালেঞ্জ চিন্তা ভাবনা করতে হচ্ছে কেন? রাতের ঘুম নষ্ট করতে হচ্ছে কেন? একটা সিস্টেম প্রবর্তন করতে পারেন আপনারা। প্রপরশনাল রিপ্রেজেনটেশন যে সিস্টেমটা, আমি কিন্তু পুরোপুরি জানি না। এটা কি আমাদের দেশের জন্য উপযোগী নয় বা আমাদের পলিটিক্যাল সেন্টিমেন্টের সঙ্গে যায় না বা খাপ খায় না? এটা নিয়ে আপনারা গবেষণা করতে পারেন, ওয়ার্কশপ করতে পারেন।’
সিইসি আরও বলেন, ‘ভোট কারচুপি যাতে না হয় সেজন্য একটা সিস্টেম চাচ্ছেন, যাতে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুন্দর পরিবেশ সৃষ্টি হোক। দলগুলোর সঙ্গে নিজেরা আলোচনা করেন। তাহলে সহমত সৃষ্টি হতে পারে। সিস্টেম নির্বাচনটা করে দেবে।’
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতাও চান সিইসি।
এমএমএ/