বর্তমান কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: জাপা
বর্তমান নির্বাচন কাঠামোতে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু। এসময় আনুপাতিক হারে ভোট করার দাবি জানান তিনি।
রবিবার (৩১ জুলাই) সকালে রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের শেষ দিন ইসির সঙ্গে সংলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
সংলাপে জাতীয় পার্টির পক্ষ থেকে ইসিকে শক্তিশালী করতে ভোটের সময় নির্দেশনা না মানলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন করার প্রস্তাব করা হয়।
সিইসি বলেন, আগামীতে যেন ভোট নিয়ে কেউ কমিশনের সমালোচনা করতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা করতে হবে।
জাপার প্রস্তাব নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আনুপাতিক হারে ভোট করতে জাতীয় পার্টিকেই উদ্যোগ নিয়ে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে হবে।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ক্ষমতাসীন দল যদি সহায়তা না করে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে কখনোই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।
সংলাপে কী কী করলে সহিংসতামুক্ত নিরপেক্ষ নির্বাচন করা যাবে সেই সুপারিশ চায় নির্বাচন কমিশন।
এসময় জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী ভোটের জন্য বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তাব করেন।
এসএম/এসএন