মানবপাচার রোধে কাজ করছে সিআইডি

আজ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদের এক প্রস্তাবের মাধ্যমে প্রতি বছর ৩০ জুলাই বিশ্ব মানবপাচার বিরোধী দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়। পাচারের শিকার ব্যক্তিদের অধিকারগুলো প্রচার ও সুরক্ষা এই দিবসের লক্ষ্য।
প্রতিটা দেশেই কম বেশি মানব পাচার শিকার হয়ে থাকেন অনেক। যার প্রভাব বাংলাদেশের রয়েছে। আর এই মানবপাচার রোধে নতুন রুপে কাজ শুরু করছে পুলিশের বিশেষ ইউনিট সিআইডি।
শনিবার (৩০ জুলাই) সিআইডির ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে।
কর্মকর্তারা বলেন, বিশ্বে মানব পাচার ঠেকাতে নতুন রূপে কাজ শুরু করছে সিআইডি। সম্প্রতি এ বিষয়ে বেশ কয়েকটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সিআইডির সদর দপ্তরে। সেখানে বাংলাদেশের বেশ কিছু সমস্যা তুলে ধরা হয়েছে এবং সেগুলো চিহ্নিত করে সিআইডি এনজিও সংস্থার সঙ্গে কাজ করছে।
এ বিষয়ে সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, মানবপাচার রোধকল্পে কাজ করছে সিআইডি।
ব্যারিস্টার মাহবুবুর রহমান আরও বলেন, সম্প্রতি এনজিও সংস্থার এক কর্মশালায় এ সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ওই কর্মশালায় আসা এনজিও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক সেতু বন্ধনের মাধ্যমে মানবপাচার রোধকল্পে কাজ করার বিষয়টি চলমান রয়েছে।
কেএম/আরএ/
