অবৈধভাবে ডলার মজুত করলে ব্যবস্থা: ডিবি
অবৈধভাবে কেউ ডলার মজুত অথবা সংকটের সময় কারও জাল ডলার তৈরির চেষ্টা করার তথ্য পেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে এ সব বিষয়ে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, 'আমরা প্রায় বিভিন্ন ধরনের অভিযোগ পেয়ে থাকি এবং সেগুলো আমলে নিয়ে কাজ করি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হই।'
তিনি বলেন, যদি কেউ ডলার মজুত করে বা সংকটের সময় অবৈধভাবে জাল ডলার তৈরির চেষ্টা করে এমন তথ্য পেলে বা সন্দেহ হলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কেএম/আরএ/