ট্রাস্ট ফিলিং স্টেশনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পদ্মা অয়েল
রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়ি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রাষ্ট্রায়াত্ব তেল কোম্পানি পদ্মা অয়েল। বুধবার (২৭ জুলাই) এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
মঙ্গলবার (২৬ জুলাই) ফিলিং স্টেশনটিতে মোটরসাইকেলে ৪০০ টাকার বেশি ও গাড়িতে ৩ হাজার টাকার বেশি তেল না দেওয়ার একটি নোটিশ টাঙানো হয়। এর জের ধরেই তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পদ্মা অয়েল।
পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সালেহ ইকবাল বলছেন, ট্রাস্টকে দ্রুত এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ বলেন, ফিলিং স্টেশনগুলোকে তেল কম দেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তারা নিজেরাই এমন ঘোষণা দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরইউ/