ডি-৮ সম্মেলন শুরু আজ, বাণিজ্য বাড়ানোয় অগ্রাধিকার
নিজেদের মধ্যে বাণিজ্যের আকার বাড়ানোর লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হচ্ছে ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্স বা ডি-৮ মন্ত্রী পর্যায়ের ২০তম সম্মেলন।
এবারের সম্মেলনে অগ্রাধিকার পাবে নিজেদের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়টি। ডি-৮ দেশগুলো বর্তমানে প্রতিবছর ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য করে। কিন্তু এর মাত্র সাড়ে ৬ শতাংশ বাণিজ্য হয় নিজেদের মধ্যে।
বুধবার (২৭ জুলাই) ডি-৮ এর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০তম এই সম্মেলন ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন।
ডি-৮ বা ডেভেলপিং-৮ এর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। ১৯৯৭ সালের ১৫ জুন আনুষ্ঠানিকভাবে এটি প্রতিষ্ঠিত হয়। সদস্য দেশগুলোর অর্থনীতির মোট আকার ৫ ট্রিলিয়ন ডলার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের সম্মেলনে নিজেদের মধ্যে বাণিজ্য বাড়ানোর উদ্দেশে শুল্ক এবং অশুল্ক বাধা অপসারণের জন্য এবারই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই হতে পারে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একটি সূত্র বলছে, আটটি দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ মাত্র ১১০ বিলিয়ন ডলার। অথচ নিজেদের মধ্যে বাণিজ্য করার সক্ষমতা রয়েছে ৭০০ বিলিয়ন ডলারের।
এই পরিসংখ্যানকে হতাশাজনক বলছেন অনেকে। তাদের মতে, ডি-৮ ফোরাম গঠনের প্রায় ২৫ বছর চলে গেলেও নিজেদের মধ্যে বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়ে আজ পর্যন্ত পিটিএ বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হতে পারেনি সদস্যদেশগুলো।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সম্মেলন শুরুর আগে শুরু হয়েছে ডি-৮ সিসিআই বিজনেস ফোরাম অ্যান্ড এক্সপো-২০২২। ঢাকার একটি হোটেলে এই অনুষ্ঠান হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের শিক্ষা দিচ্ছে পারস্পরিক শক্তি বাড়ানোর। সেটা একই সঙ্গে ব্যবসা এবং সম্পর্ক উন্নয়নের। আগামী ১০ বছরে আরও ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বেশি আন্তঃবাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে ডি-৮ সদস্য দেশগুলোর।
সাতটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানালেও এবার বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী আসছেন না। তারা প্রতিনিধি পাঠাচ্ছেন।
জানা গেছে, মিশরের সহকারী মন্ত্রী, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত, মালয়েশিয়ার ডেপুটি সেক্রেটারি জেনারেল আসছেন। এ ছাড়া নাইজেরিয়া ও তুরষ্কের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসছেন। বাংলাদেশ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিচ্ছেন। পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানী খার বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে মঙ্গলবার (২৬ জুলাই) সফর বাতিল করেন।
এদিকে মঙ্গলবার (২৬ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ (বুধবার) বিকাল ৩টায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করা হবে।
এনএইচবি/আরএ/