ইসির সংলাপ
'ইনডোর' বৈঠক চান মাহী বি চৌধুরী

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের কর্মপরিকল্পনা ঠিক করতে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। যেখানে প্রত্যেক দল সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিজেদের প্রস্তাব তুলে ধরছে। তবে বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে সংলাপে ভোট নিয়ে পরামর্শের জন্য ইনডোর বৈঠকের প্রস্তাব পেয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকল্পধারার সঙ্গে সংলাপে দলটির প্রেসিডিয়াম সদস্য ও নৌকা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য মাহী বি চৌধুরী ইসিকে এমন প্রস্তাব দিয়েছেন।
নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে মাহী বি চৌধুরী বলেন, 'রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আলোচনা কোড হয়ে গেলে অন্তরের কথা বলা যায় না, ইনডোরের অনুষ্ঠান ইনডোরে থাকা উচিত। মাননীয় কমিশনকে বলবো, আপনারা ইনডোরে বসুন তবেই রাজনৈতিক দলগুলোর অন্তরের কথা জানতে পারবেন, অন্তর্মুখী পরামর্শ পাবেন। '
এরআগে নির্ধারিত সময় বেলা ১২টায় দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে ১১জন নেতা সংলাপে অংশ নেন।
অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা সংলাপে অংশ নেন।
ইনডোর বৈঠকের তাৎপর্য তুলে ধরে মাহী বি চৌধুরী ইসির উদ্দেশ্যে বলেন, 'ইনডোর বৈঠক হলে আপনাদের প্রতি রাজনৈতিক দলের আস্থা বাড়বে। শুধু নির্বাচন অংশগ্রহণমূলক হলেই গ্রহণযোগ্য হয় না, বিগত সময়ে এটা আমরা দেখেছি। এটা যদি ক্লোজডোর আলোচনা হতো তবে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখা আরও ভালো ভাবে দেয়া যেত।'
এসময় ইভিএম ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরী।
