টেকনাফের সেই ইউএনওকে ওএসডির নির্দেশ
সাংবাদিককে গালি দেওয়া ও খারাপ ব্যবহারের জন্য টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে ওএসডির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘তাকে ওএসডির পর আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।’
সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে টেকনাফের ইউএনও’র বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, ঢাকাপ্রকাশ-এর প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এক কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রায় ৫০০ উপজেলার মধ্যে সব ইউএনওই ভালো হবে এটা আপনি কীভাবে আশা করেন। উই হ্যাভ অলরেডি গিভেন ইনস্ট্রাকশন যে, তাকে ওএসডি করে নিয়ে এসে আদালত (হাইকোর্ট) যে ইনস্ট্রাকশন দেন সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, আমি গতকাল (রবিবার) বিভাগীয় কমিশনার কনফারেন্সে স্ট্রংলি কমিশনারদের বলে দিয়েছি যে, কমিশাররা যে জেলায় যাবে সেখানে সব অফিসারদের নিয়ে বসবে। তাদের চালচলন, আচার-ব্যবহার…এটা তো সাংবাদিকের বিষয় না, এই ল্যাংগুয়েজে কারও সঙ্গেই কথা বলার কথা না।
‘আপিন যত উপরের দিকে থাকবেন, তত মাথা ঠাণ্ডা করে কাজ করতে হবে।’
প্রসঙ্গত, সম্প্রতি কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খায়রুল কক্সবাজেরের একজন সাংবাদিককে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ওই কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
আদালত রবিবার এক আদেশে টেকনাফের ইউএনওকে ‘রং হেডেড’ বলে মন্তাব্য করেন।
এনএইচবি/এমএমএ/