ডেপুটি স্পিকারের প্রতি বিপিজেএ’র শ্রদ্ধা নিবেদন
প্রবীণ পার্লামেন্টারিয়ান ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সোমবার (২৫ জুলাই) সকালে জাতীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিপিজেএ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিপিজেএ’র আহ্বায়ক নিখিল চন্দ্র ভদ্র, সিনিয়র সদস্য আসাদুজ্জামান সম্রাট, রফিকুল ইসলাম সবুজ, শাহজাহান মোল্লা, মিজান রহমান, সাকিলা পারভীন, তানভীর আহমেদ, হাবিবুর রহমান প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন, তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। দেশ এক নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো আর আওয়ামী লীগ হারালো দলের একজন নিবেদিতপ্রাণ নেতাকে। আর সাংবাদিকরা হারাল সংসদীয় অনেক জটিল বিষয়গুলোকে সহজ ও সাবলিলভাবে বুঝিয়ে দেওয়ার মতো বিশেষজ্ঞকে। তার আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক মো. ফজলে রাব্বী মিয়া টানা ৯ মাস মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে শুক্রবার দিবাগত রাত ২টায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার সকালে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছায়।
এসএম/এসএন