ফজলে রাব্বী মিয়া অত্যন্ত সৎ ছিলেন: প্রধান বিচারপতি
জাতীয় সংসদের সদ্যপ্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
তারা দুইজন এক সময় সুপ্রিম কোর্ট অঙ্গনে একই চেম্বারে আইনজীবী হিসেবে ল' প্র্যাক্টিস করতেন বলে জানান প্রধান বিচারপতি।
জাতীয় ইদগাহে আজ মরহুমের জানাজার আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এদিকে জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধান বিচারপতি বলেন, রাজনীতিতে একজন ভালো মানুষ, একজন ভালো নেতা ছিলেন ফজলে রাব্বী মিয়া।
তিনি বলেন, ফজলে রাব্বী মিয়া কতটা ভালো মানুষ ছিলেন, কতটা তিনি জনপ্রিয় ছিলেন সেটা নতুন করে ব্যাখ্যা করে বলার কিছু নেই। একটি নির্বাচনী এলাকা থেকে পরপর সাত বার তিনি নির্বাচিত হন। এতেই বোঝা যায় তার জনপ্রিয়তা ছিল খুবই তুঙ্গে।
ওবায়দুল কাদের বলেন, তিনি অত্যন্ত বিনয়ী, সদালাপী, নির্লোভী, নিরহংকারী মানুষ ছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি অত্যন্ত অনুগত। উনার মতো এমন নেতা আমাদের মধ্য থেকে চিরতরে চলে যাওয়াটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিতে সৎ মানুষের অনেক দাম। আমরা ফজলে রাব্বীর মূল্যবোধকে ধারণ করতে চাই। নির্লোভ-নিরহংকার এক কথায় ভালো মানুষ।
এমএ/এসএন