পতাকা বিকৃতি
পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে প্রকাশ করার বিষয়ে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের কাছে ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আব্দুল মালেক মশিউর ওরফে মশিউর মালেক রবিবার (২৪ জুলাই) এ নোটিশ পাঠান।
নোটিশকারী আইনজীবী মশিউর বলেন, গত তিনদিন ধরে আমরা পাকিস্তান হাইকমিশনের অফিসিয়াল ভেরিফাইয়েড ফেসবুক পেজে দেখছি, পাকিস্তানের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা যুক্ত করে তারা বাংলাদেশের পতাকা বিকৃতি করেছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মশিউর বলেন, তাদের এ ধরনের কার্যকলাপ আমাদের পুরো জাতিকে অসম্মান করেছে। আমাদের স্বাধীনতাকে অসম্মান করেছে। তারা এতে ডিজিটাল নিরাপত্তা আইন ভঙ্গ করেছে। এ অবস্থায় পাকিস্তান হাইকমিশনের কাছে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, এরইমধ্যে বিতর্কিত ছবিটি ফেসবুক পেজ থেকে সরিয়ে নিয়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির মুখে রবিবার ঢাকায় পাকিস্তানের হাইকমিশন তাদের ফেসবুক পেজ থেকে ছবিটি সরিয়ে নেয়।
এমএ/