মরদেহ দেশে আনার আগেই ডেপুটি স্পিকারের আসন শূন্য ঘোষণা
সদ্য প্রয়াত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।
রবিবার (২৪ জুলাই) বিকালে সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গাইবান্ধা-৫ সংসদীয় আসনকে শূন্য ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই অপরাহ্নে মৃত্যুবরণ করায় তার আসনটি শূন্য হয়েছে।
কোনো সংসদ সদস্যের মৃত্যুতে এত দ্রুত শূন্য ঘোষণা করার নজির আগে খুব বেশি একটা ঘটেনি। এদিকে (২৫ জুলাই) সকালে প্রয়াত ডেপুটি স্পিকারের মরদেহ দেশে আনা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডেপুটি স্পিকারের মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে প্রথম জানাজা ও সর্বস্তরের শ্রদ্ধা জ্ঞাপন শেষে নিয়ে যাওয়া হবে তার সংসদীয় এলাকা গাইবান্ধায় সেখানেই সম্মানিত করা হবে ডেপুটি স্পিকারের মরদেহ।
কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ সচিবায় কোনো আসন শূন্য ঘোষণা করার পর সেটি নির্বাচন কমিশনকে অবহিত করবে। এরপর নির্বাচন কমিশন সেই আসনে উপনির্বাচনের আয়োজন করবে।
সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হলেও শেষ বিদায়ের দিন প্রিয় কর্মস্থল সংসদে জানাজা হলো না ডেপুটি স্পিকারের।
এসএম/এমএমএ/